Which contrast most exposes Angel’s ethical failure toward Tess?
A
His musicality vs. Alec’s crudity
B
His idealisation vs. inability to accept Tess’s reality
C
His poverty vs. Tess’s wealth
D
His travel vs. Tess’s rootedness
উত্তরের বিবরণ
অ্যাঞ্জেল টেসকে ‘আইডিয়াল ফিগার’ বানিয়েছিলেন—‘ন্যাচারাল’, ‘পিওর’, প্রায় দেবীর মতো। কিন্তু বাস্তব টেস—জটিল অভিজ্ঞতা, সামাজিক ক্ষত নিয়ে বেঁচে থাকা একজন মানুষ—তাকে গ্রহণ করতে অ্যাঞ্জেল ব্যর্থ। স্বীকারোক্তির রাতে এই ফাটল ফেটে পড়ে: নিজের পাপ ক্ষমাযোগ্য, টেসেরটা নয়।
এখানে হার্ডি প্রেমের অন্তর্নিহিত ‘ডি-হিউম্যানাইজেশন’ ধরেন—অতিরিক্ত আইডিয়ালাইজেশন শেষত মানবী সত্তাকে বর্জন করে। নৈতিক ব্যর্থতা তাই কেবল ‘ক্ষমা না করতে পারা’ নয়; একজন মানুষকে মানুষ হিসেবে না দেখা।
0
Updated: 1 month ago
In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Alec’s death at the hands of Tess ironic?
Created: 1 month ago
A
He becomes a saint before dying
B
He had just regained power over Tess
C
He forgave Tess
D
He planned to marry Angel
Alec আবার টেসকে নিজের জীবনে টেনে এনেছিল এবং পরিবারকে সাহায্য করছিল। কিন্তু ঠিক তখনই টেস তাকে হত্যা করে। এই মৃত্যু ব্যঙ্গাত্মক, কারণ Alec ভেবেছিল সে আবারও জয়ী হয়েছে। Hardy Alec-এর মৃত্যুর মাধ্যমে দেখিয়েছেন, ভণ্ডামি আর লালসার অবসান কেবল হঠাৎ করেই হয়। এটি টেসের হতাশার প্রতিশোধও বটে।
0
Updated: 1 month ago
What is Angel Clare’s attitude toward Tess before and after their marriage?
Created: 4 weeks ago
A
He loves her unconditionally throughout
B
He is indifferent to her and leaves her alone
C
He is idealistic and later condemns Tess for her past
D
He is selfish and only concerned about his own career
Tess of the D'Urbervilles* উপন্যাসে, অ্যাঞ্জেল ক্লেয়ার প্রাথমিকভাবে টেসের প্রতি গভীর প্রেম অনুভব করেন এবং তাকে বিশুদ্ধ, পারফেক্ট হিসেবে দেখেন। তবে, তাদের বিয়ের পর, যখন টেস তার অতীতের ঘটনা সম্পর্কে অ্যাঞ্জেলকে জানায়,
তখন অ্যাঞ্জেল তার প্রতি অসন্তুষ্টি এবং ঘৃণা অনুভব করে। তিনি তার আদর্শগত ধারণার সাথে সামঞ্জস্য না থাকা কারণে টেসের প্রতি দুর্বলতা এবং দোষারোপ করেন, যদিও টেসের প্রতি তার প্রেম ছিল গভীর।
0
Updated: 4 weeks ago
Why does Tess refuse Angel’s first marriage proposal?
Created: 1 month ago
A
She dislikes him
B
She feels unworthy because of her past
C
She wants to marry Alec
D
Her parents stop her
Angel Clare প্রথমবার যখন টেসকে বিয়ের প্রস্তাব দেন, টেস সঙ্গে সঙ্গে তা মেনে নেয় না। কারণ তার মনে তখনও গভীর অপরাধবোধ ছিল। Alec d’Urberville-এর প্রতারণার পর সমাজ তাকে কলঙ্কিত করেছে, আর টেস মনে করে সে আর কোনো পুরুষের ভালোবাসার যোগ্য নয়। এভাবেই Hardy টেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করেন। তার আত্মা ছিল নিষ্পাপ, কিন্তু সমাজের চোখে সে "অশুদ্ধ"।
টেসের দ্বিধা দেখায়, ভিক্টোরিয়ান যুগে একজন নারী নিজের অতীত নিয়ে কতটা আতঙ্কিত থাকতো। এই প্রত্যাখ্যানের মাধ্যমে Hardy সমাজের অন্যায় মানসিকতার সমালোচনা করেছেন এবং টেসের চরিত্রকে আরও মহৎ করেছেন।
0
Updated: 1 month ago