Why do letters in Hardy’s novels function as fate-determining elements in the plot?
A
They are mere ornaments
B
They always arrive early
C
Their misplacement/mistiming redirects moral outcomes (e.g., Tess’s confession letter)
D
They are legal confessions in court
উত্তরের বিবরণ
চিঠি এখানে ‘বস্তুনিষ্ঠ নিয়তি’র হাতিয়ার। টেসের স্বীকারোক্তির চিঠি কার্পেটে আটকে যাওয়া—স্রেফ লজিস্টিক ত্রুটি; কিন্তু ফল অনির্বচনীয়: সত্য জানার সুযোগ হারায় অ্যাঞ্জেল; বিয়ের পর সঙ্কট বিস্ফোরিত হয়।
আবার তথ্য-পৌঁছনোর সময়চ্যুতি প্লটকে ভুল পথে চালায়। হার্ডি বোঝান—মানবিক সততা/ইচ্ছা যথেষ্ট নয়; বাস্তব জগতের জড়-প্রক্রিয়া (মেইল, সময়, স্থান) নৈতিক ভবিষ্যৎও বদলে দিতে পারে। এ এক ধরণের আধুনিক বোধ—যেখানে ‘সিস্টেমিক কন্টিনজেন্সি’ মানুষের নিয়তি লিখে ফেলে।
0
Updated: 1 month ago
"In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Flintcomb-Ash described as bleak and industrial?"
Created: 1 month ago
A
To show progress
B
To symbolize Tess’s suffering and dehumanization
C
To highlight Alec’s wealth
D
To show Angel’s return
Flintcomb-Ash Hardy বর্ণনা করেছেন এক কঠিন, শীতল, যান্ত্রিক পরিবেশ হিসেবে। এখানে টেসকে যন্ত্রের সঙ্গে কাজ করতে হয়, যা তাকে প্রায় আঘাত করে। এই বর্ণনা গ্রামীণ জীবনের মানবিক সৌন্দর্য হারিয়ে যাওয়া এবং শিল্পায়নের কষ্টকর দিককে তুলে ধরে। Flintcomb-Ash হলো টেসের দুঃখ ও অসহায়তার প্রতীক।
0
Updated: 1 month ago
What is Hardy’s main criticism in the novel?
Created: 1 month ago
A
Industrial growth
B
Victorian morality and injustice against women
C
Lack of education
D
Political corruption
Hardy উপন্যাসে দেখিয়েছেন, কিভাবে Victorian সমাজ নারীদের প্রতি নিষ্ঠুর ও ভণ্ডামীপূর্ণ ছিল। পুরুষদের পাপ সহজে ক্ষমা করা হতো, কিন্তু নারীরা সারা জীবনের জন্য কলঙ্কিত হতো।
টেস কোনো দোষ না করেও "fallen woman" হিসেবে চিহ্নিত হয়। Hardy এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার বার্তা স্পষ্ট — প্রকৃত পবিত্রতা অন্তরের, শরীরের নয়।
0
Updated: 1 month ago
Why is Alec’s religious conversion ironic?
Created: 1 month ago
A
He truly becomes a saint
B
He abandons religion soon and returns to sin
C
He marries Mercy Chant
D
He becomes a priest
Alec কিছু সময়ের জন্য ধর্মপ্রচারক হয়। Angel-এর বাবা Mr. Clare তাকে ধর্মে ফেরান। কিন্তু এটি ছিল ভণ্ডামি। শিগগিরই সে আবার পুরোনো জীবনে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। এই ধর্মান্তর তাই ব্যঙ্গাত্মক। Hardy এখানে Victorian সমাজের ভণ্ড ধর্মপ্রচারক আর নৈতিকতার দ্বিচারিতাকে সমালোচনা করেছেন।
0
Updated: 1 month ago