A
রণতরী
B
শাপলা
C
নৌকা
D
বলাকা
উত্তরের বিবরণ
- বাংলাদেশ নৌ সদরদপ্তর অবস্থিত -বনানী, ঢাকা।
- প্রতীক- কাছি বেস্টিত নোঙ্গর ও এর উপরে শাপলা।
সুতরাং,
অপশনে শুধু শাপলা থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

- স্লোগান- শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়।
- বিএনএস শেখ হাসিনা কার্যত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি। এটি পেকুয়া,কক্সবাজার,চট্রগ্রামে অবস্থিত।
অন্যদিকে,
- বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা।
তথ্যসূত্র - বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 month ago