Which reading of Stonehenge best aligns with Hardy’s naturalistic fatalism?
A
Picturesque tourist spot
B
Site of legal justice
C
Prehistoric altar where Tess’s surrender figures as ritual sacrifice to indifferent cosmos
D
Christian sanctuary
উত্তরের বিবরণ
স্টোনহেঞ্জ—প্রাগৈতিহাসিক, মনুমেন্টাল, ধর্ম-ইঙ্গিতপূর্ণ কিন্তু কোনো নির্দিষ্ট ‘করুণা’হীন; ভোরের নিরাবেগ আলোয় টেসের আত্মসমর্পণ এখানে সমগ্র মহাবিধানের কাছে ‘আচারগত নিবেদন’—এটাই হার্ডির ন্যাচারালিস্টিক ফেটালিজম।
আইন-সমাজ নয়; প্রকৃতি/সময়—বৃহত্তর এক ‘ইন্ডিফারেন্ট’ সংস্থান টেসকে গ্রেপ্তারের মুহূর্তে ধুয়ে-মুছে দেয়। যেন ব্যক্তি-অপরাধ/নির্দোষতার তর্ক ক্ষুদ্র হয়ে যায়, কেবল ‘মানব বনাম অনমনীয় বিধান’ রয়ে যায়।

0
Updated: 11 hours ago
Why does Angel choose Tess over Mercy Chant?
Created: 4 days ago
A
Tess is richer
B
He is attracted to Tess’s purity and natural beauty
C
He wants revenge on his parents
D
He dislikes religion
Angel Clare Mercy Chant-কে না বেছে টেসকে বিয়ে করেন। কারণ টেসের মধ্যে তিনি খুঁজে পান প্রকৃতির সৌন্দর্য, সততা এবং একধরনের আধ্যাত্মিক পবিত্রতা। যদিও সমাজ টেসকে কলঙ্কিত করে, Angel প্রথমে তাকে "pure" মনে করেন।
Hardy এখানে দেখাতে চান, প্রকৃত ভালোবাসা সমাজের নিয়মকে উপেক্ষা করতে পারে। তবে Angel শেষ পর্যন্ত টেসকে ছেড়ে যায়, যা তার ভণ্ডামি ও দ্বিচারিতা প্রকাশ করে।

1
Updated: 4 days ago
What is the name of Tess’s mother?
Created: 4 days ago
A
Joan Durbeyfield
B
Liza-Lu
C
Mercy Chant
D
Retty Priddle
জোয়ান ডার্বিফিল্ড ছিলেন টেসের মা। তিনি একজন সাধারণ গ্রামীণ মহিলা, যিনি মূলত বাস্তববাদী ছিলেন। তার চিন্তাধারা ছিল কেবল পরিবার কিভাবে বাঁচবে তা নিয়ে। Prince নামের ঘোড়ার মৃত্যুর পর তিনি টেসকে জোর করেন Trantridge-এর ধনী d’Urberville পরিবারের কাছে যেতে, যাতে তাদের আর্থিক অবস্থা ভালো হয়। মায়ের এই চাপ টেসকে Alec এর হাতে তুলে দেয় এবং এখান থেকেই তার জীবনের বড় ট্র্যাজেডি শুরু হয়।
জোয়ান ডার্বিফিল্ড একজন স্নেহশীল মা হলেও তিনি সমাজের প্রচলিত চিন্তাধারার বাইরে ভাবতে পারেননি। তার বিশ্বাস ছিল মেয়েদের ভাগ্য ঠিক হয় বিয়ে আর অর্থের মাধ্যমে। এজন্য তিনি মনে করেছিলেন টেস যদি Alec-এর কাছ থেকে সাহায্য নেয়, তবে তাদের পরিবার রক্ষা পাবে।
কিন্তু বাস্তবে এই সিদ্ধান্ত টেসের জীবনে ধ্বংস ডেকে আনে। তাই Joan Durbeyfield চরিত্রটি উপন্যাসে একজন "প্রথাগত মা"র প্রতীক, যিনি অজান্তেই নিজের মেয়েকে বিপদের দিকে ঠেলে দেন।

0
Updated: 4 days ago
Why is Tess’s confession treated differently than Angel’s?
Created: 4 days ago
A
Angel is more honest
B
Victorian society forgives men but condemns women
C
Tess lies about her past
D
Angel’s sin is worse
Angel বিয়ের রাতে স্বীকার করে যে সে এক মহিলার সঙ্গে সম্পর্ক করেছিল, কিন্তু সমাজ তাকে ক্ষমা করেছে। অন্যদিকে, টেস যখন তার অতীত স্বীকার করে, তখন Angel তাকে ছেড়ে চলে যায়।
Hardy এখানে Victorian সমাজের ভণ্ড নৈতিকতাকে প্রকাশ করেছেন। পুরুষের পাপ ক্ষমাযোগ্য, কিন্তু নারীর পাপ অমার্জনীয়। এটি দ্বিচারিতার চরম উদাহরণ। Hardy এই ঘটনাটিকে ব্যবহার করে নারী-পুরুষের মধ্যে সামাজিক বৈষম্যকে তীব্রভাবে সমালোচনা করেছেন।

0
Updated: 4 days ago