Which motif repeatedly foreshadows violence and irreversible loss?
A
Milk and butter
B
Harp music
C
Blood imagery (Prince’s blood, chafed hands, red stains)
D
Church bells only
উত্তরের বিবরণ
উপন্যাসে রক্ত-চিত্র বারবার ফিরে আসে—প্রিন্সের রক্তাক্ত মৃত্যু, শ্রমে ক্ষত-বিক্ষত হাত, লাল-কালোর প্রতীকী মেলবন্ধন—সবই আসন্ন ক্ষয়-ক্ষতির অশুভ বার্তা। এটি কেবল ‘ভায়োলেন্স’ নয়; বরং ভাগ্য-নির্ধারিত, সময়ের সঙ্গে গেঁথে থাকা ‘লোস’-এর সংকেত।
অ্যালেকের সঙ্গে টেসের সম্পর্কের ‘রেড’ টোন, স্ট্রবেরি/গোলাপের লাল ছটা, এমনকি ফ্লিন্টকম্ব-অ্যাশের খটখটে শীতের মধ্যে চামড়া ফেটে রক্ত—সব মিলিয়ে হার্ডি ‘সেন্সরি সিম্বলিজম’ দিয়ে ট্র্যাজিক আভা গাঢ় করেন।
0
Updated: 1 month ago
What literary device is dominant in Hardy’s narration?
Created: 1 month ago
A
Allegory
B
Pathetic fallacy
C
Satire
D
Allegorical irony
Hardy প্রায়ই প্রকৃতিকে ব্যবহার করেছেন চরিত্রের আবেগ প্রকাশে। এটি হলো pathetic fallacy। যেমন Talbothays-এর বসন্ত আর সবুজ মাঠ টেসের প্রেম ও সুখের প্রতীক। অন্যদিকে Flintcomb-Ash-এর ঠাণ্ডা আবহাওয়া তার দুঃখের প্রতীক। প্রকৃতি ও মানুষের আবেগের এই মিলন Hardy-এর সাহিত্যকে অনন্য করে তুলেছে।
1
Updated: 1 month ago
What does the death of Tess signify in the novel?
Created: 4 weeks ago
A
A triumphant conclusion to her struggles
B
A tragic end to her pursuit of happiness
C
A symbol of her moral failure
D
A representation of social justice
Tess of the D'Urbervilles* উপন্যাসে, টেসের মৃত্যু তার সুখের জন্য লড়াইয়ের এক দুঃখজনক পরিণতি হিসেবে চিহ্নিত হয়। তার জীবন বিভিন্ন দুঃখ, পরাজয় এবং শোষণের মধ্য দিয়ে প্রলম্বিত হয়েছে, এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর মাধ্যমে এই সংগ্রাম এবং অসন্তুষ্টির শেষ হয়।
তার মৃত্যু একজন নিখুঁত চরিত্রের অবসান, যা সমাজের অগণিত নির্দয় বাস্তবতার বিরুদ্ধে তার অনন্ত সংগ্রামকে চিহ্নিত করে। এটি টেসের জন্য কোনো মুক্তি বা শান্তির প্রতীক নয়, বরং একটি অর্থহীন সমাজের শিকার হিসেবে তার জীবনের অবসান।
1
Updated: 4 weeks ago
What does Tess symbolize in Hardy’s vision?
Created: 1 month ago
A
Victory of women
B
Victim of fate and society
C
Religious faith
D
Industrial progress
টেস কেবল একজন চরিত্র নয়, বরং এক প্রতীক। সে নারীর অসহায়তা, সমাজের দ্বিচারিতা আর নিয়তির নিষ্ঠুরতার প্রতীক। Alec-এর প্রতারণা, Angel-এর পরিত্যাগ, চার্চের অবহেলা—সব মিলিয়ে টেস মানবজীবনের ট্র্যাজিক সত্যকে তুলে ধরে। Hardy টেসকে ব্যবহার করেছেন সমাজ সমালোচনা ও মানবিক দর্শনের প্রতীক হিসেবে।
0
Updated: 1 month ago