Why do letters in Hardy’s novels function as fate-determining elements in the plot?
A
They are mere ornaments
B
They always arrive early
C
Their misplacement/mistiming redirects moral outcomes (e.g., Tess’s confession letter)
D
They are legal confessions in court
উত্তরের বিবরণ
চিঠি এখানে ‘বস্তুনিষ্ঠ নিয়তি’র হাতিয়ার। টেসের স্বীকারোক্তির চিঠি কার্পেটে আটকে যাওয়া—স্রেফ লজিস্টিক ত্রুটি; কিন্তু ফল অনির্বচনীয়: সত্য জানার সুযোগ হারায় অ্যাঞ্জেল; বিয়ের পর সঙ্কট বিস্ফোরিত হয়।
আবার তথ্য-পৌঁছনোর সময়চ্যুতি প্লটকে ভুল পথে চালায়। হার্ডি বোঝান—মানবিক সততা/ইচ্ছা যথেষ্ট নয়; বাস্তব জগতের জড়-প্রক্রিয়া (মেইল, সময়, স্থান) নৈতিক ভবিষ্যৎও বদলে দিতে পারে। এ এক ধরণের আধুনিক বোধ—যেখানে ‘সিস্টেমিক কন্টিনজেন্সি’ মানুষের নিয়তি লিখে ফেলে।

0
Updated: 11 hours ago
Why is the Stoke-d’Urberville family considered an impostor line?
Created: 11 hours ago
A
They are ancient monks
B
They truly descend from Norman knights
C
They bought/assumed the d’Urberville name to appear noble
D
They were adopted by the Durbeyfields
স্টোক-ডি’আর্বারভিল পরিবারটি প্রকৃত d’Urberville নয়—এটাই উপন্যাসের এক তাৎপর্যপূর্ণ সামাজিক ব্যঙ্গ। এরা ধনী হলেও বংশগত অভিজাত নয়; বরং সম্পদ ও প্রতিচ্ছবি ব্যবহার করে ‘d’Urberville’ নামটি ‘অর্জন’ করেছে, যাতে নিজেদের মর্যাদা বাড়াতে পারে।
হার্ডি এখানে ভিক্টোরিয়ান সমাজের ভণ্ডামি, নাম-গৌরবের মোহ, এবং শ্রেণিগত অভিনয়কে উন্মোচন করেন। বিদ্রূপ হল—গরিব কিন্তু প্রকৃত উত্তরসূরি ডার্বিফিল্ডরা (টেসের পরিবার) টিকে থাকতে পারছে না; বিপরীতে ‘নকল’ নামধারীরা ক্ষমতা ও প্রভাব বিস্তার করছে।
এই বৈপরীত্য টেসের বিপর্যয়ের পথও প্রশস্ত করে: ভ্রান্ত আত্মীয়তার আশা নিয়ে ট্র্যান্টরিজে পাঠানো, অ্যালেকের শোষণ, এবং সামাজিক ‘নামের’ খোলসে অসত্যের জয়—সব মিলিয়ে হার্ডি দেখান, সমাজে ‘নাম’ ও ‘ধন’ কিভাবে ন্যায়-অন্যায়কে আড়াল করে। ফলে স্টোক-ডি’আর্বারভিলদের ‘ইমপোস্টার’ পরিচয় শুধু চরিত্রগত নয়, উপন্যাসের শ্রেণি-সমালোচনার মেরুদণ্ড।

0
Updated: 11 hours ago
What is Hardy’s critique of social class in the novel?
Created: 10 hours ago
A
It helps Tess
B
It destroys innocent lives
C
It protects women
D
It has no role
Hardy উপন্যাসে দেখিয়েছেন, শ্রেণিবিভাজন মানুষের জীবনকে ধ্বংস করে। Durbeyfield পরিবার গরিব হলেও তারা অভিজাত বংশ দাবি করে। এই ভ্রান্ত গৌরব টেসকে Alec-এর কাছে পাঠায়।
Angel Clare টেসকে প্রথমে মেনে নিলেও, তার পরিবার শ্রেণিগত কারণে টেসকে প্রত্যাখ্যান করে। Hardy এখানে শ্রেণি ব্যবস্থার ভণ্ডামি আর নিষ্ঠুরতাকে সমালোচনা করেছেন।

0
Updated: 10 hours ago
Where do Tess and Angel spend their last days together?
Created: 4 days ago
A
Emminster
B
Talbothays Dairy
C
Stonehenge
D
Trantridge
টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে যায়। তারা শেষ আশ্রয় নেয় প্রাচীন স্থাপনা Stonehenge-এ। Stonehenge প্রতীকীভাবে এক ধরনের প্রাচীন বেদি বা বলিদানক্ষেত্র। টেস এখানে শুয়ে বলে সে যেন একটি বলিদানের ভেড়া। পরের দিনই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
Hardy Stonehenge-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — নিয়তি, প্রাচীন ধর্মীয় বলিদান, এবং টেসের আত্মত্যাগের প্রতীক হিসেবে। এখানে টেসের শান্ত স্বীকারোক্তি তার চরিত্রের মহিমা বাড়িয়ে দেয়। এটি উপন্যাসের এক শক্তিশালী ও প্রতীকী সমাপ্তি।

0
Updated: 4 days ago