Which best synthesizes Hardy’s social thesis across class, church, and law?
A
Society finally redeems the innocent
B
Institutions are neutral backdrops
C
Interlocking institutions (class snobbery, religious hypocrisy, legal formalism) crush the morally innocent
D
Personal will alone conquers fate
উত্তরের বিবরণ
হার্ডির সামাজিক থিসিস একক কারণে নয়—বহুমাত্রিক যন্ত্রে টেস পিষ্ট। শ্রেণি—‘নকল’ নামধারীর ক্ষমতা বনাম প্রকৃত বংশ-গরিবির অসহায়তা; চার্চ—অবৈধ শিশুর বাপ্তিস্ম অস্বীকার, নৈতিক ভণ্ডামি; আইন—অ্যালেকের দীর্ঘ শোষণ অদণ্ডিত থেকে টেসের একক হত্যায় ‘ফুল-স্টপ’। এগুলো পরস্পরকে খাইয়ে দেয়: নাম-গৌরবের মোহ টেসকে ট্র্যান্টরিজে ঠেলে, ধর্ম তাকে করুণা না দিয়ে কঠোর নিয়মে বিচার করে, আইন ‘কনটেক্সট’ দেখার বদলে ‘অ্যাক্ট’কে বিচ্ছিন্ন করে।
ফলত নৈতিকভাবে নির্দোষ এক নারী কাঠামোগত শক্তির কাছে হার মানে। হার্ডি এই সমন্বিত সমালোচনায় উপন্যাসকে ব্যক্তিগত দুঃখের সীমা ছাড়িয়ে বৃহত্তর মানব/সামাজিক ট্র্যাজেডিতে উন্নীত করেছেন।
0
Updated: 1 month ago
What literary device is dominant in Hardy’s narration?
Created: 1 month ago
A
Allegory
B
Pathetic fallacy
C
Satire
D
Allegorical irony
Hardy প্রায়ই প্রকৃতিকে ব্যবহার করেছেন চরিত্রের আবেগ প্রকাশে। এটি হলো pathetic fallacy। যেমন Talbothays-এর বসন্ত আর সবুজ মাঠ টেসের প্রেম ও সুখের প্রতীক। অন্যদিকে Flintcomb-Ash-এর ঠাণ্ডা আবহাওয়া তার দুঃখের প্রতীক। প্রকৃতি ও মানুষের আবেগের এই মিলন Hardy-এর সাহিত্যকে অনন্য করে তুলেছে।
1
Updated: 1 month ago
What is Hardy’s philosophy reflected in Tess’s life?
Created: 1 month ago
A
Romantic idealism
B
Fatalism and inevitability of suffering
C
Comedy of rural life
D
Christian redemption
Hardy বিশ্বাস করতেন যে মানুষের জীবন নিয়তির হাতে বন্দী। টেসের জীবন এরই প্রতিফলন। Prince-এর মৃত্যু, Alec-এর প্রতারণা, Angel-এর পরিত্যাগ — সবকিছুই একের পর এক নিয়তির মতো ঘটে যায়। টেস যতই লড়াই করুক, সে নিজের ভাগ্য পাল্টাতে পারে না।
Hardy এই দর্শনকে fatalism বলেন। তার মতে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এক ধরনের "Immanent Will" বা অদৃশ্য শক্তি, যা মানুষের সুখ-দুঃখ নির্ধারণ করে। টেস তাই কেবল একজন নারী নয়, বরং সমগ্র মানবজাতির প্রতীক, যারা নিয়তির খেলায় পরাজিত হয়।
Hardy-এর এই দার্শনিক দৃষ্টিভঙ্গি উপন্যাসকে কেবল একটি প্রেমকাহিনি নয়, বরং মানবজীবনের ট্র্যাজিক সত্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।
0
Updated: 1 month ago
Why is Angel’s confession less consequential than Tess’s in society’s gaze?
Created: 1 month ago
A
His sin was unknown to Tess
B
Male transgressions were socially pardonable; female “fall” was stigmatized
C
He denied it in court
D
Tess forgave him quickly
ভিক্টোরিয়ান নৈতিকতায় পুরুষের ‘ব্যত্যয়’—যেমন, বিয়ের আগের সম্পর্ক—অনেকটা ‘যৌবনের ভুল’ হিসেবে পাশ কাটানো যেত; কিন্তু নারীর ক্ষেত্রে সেটাই ‘চিরস্থায়ী কলঙ্ক’। অ্যাঞ্জেল নিজের লন্ডনের অভিজ্ঞতা স্বীকার করেও সামাজিকভাবে অক্ষত থেকে যায়; টেসের বেদনাময় অতীত তাকে ‘অমার্জনীয়’ করে তোলে।
হার্ডি এই দ্বৈতমানদণ্ডকে কুরেধরা সমাজের নির্মম সত্য হিসেবে তুলে ধরেন। তাই অ্যাঞ্জেলের অপরাধ—নৈতিকভাবে গুরুতর হলেও—সামাজিক শাস্তি পায় না; টেসের সততাই তাকে দণ্ডিত করে। এই বৈপরীত্য উপন্যাসের নারী-পুরুষ ক্ষমতাসাম্যের সমালোচনার কেন্দ্র।
0
Updated: 1 month ago