Which best explains the subtitle “A Pure Woman Faithfully Presented”?
A
Tess never errs
B
Purity is a spiritual/ethical quality, not reducible to social/sexual labels
C
It’s ironic praise for Alec
D
It only marks pastoral beauty
উত্তরের বিবরণ
হার্ডির সাহসী সাবটাইটেল ‘এ পিওর উম্যান…’ আসলে ভিক্টোরিয়ান নীতির পুনঃসংজ্ঞা। ‘পিউরিটি’ মানে কেবল ‘শারীরিক অক্ষততা’ নয়—বরং অন্তরের সততা, নৈতিক দায়বদ্ধতা, সহমর্মিতা, সত্য বলার সাহস। টেসের শরীর সামাজিকভাবে ‘কলঙ্কিত’—কিন্তু তার ইচ্ছা-প্রেরণা নিখাদ: পরিবারের দায়ে কাজ, সত্য প্রকাশের চেষ্টা, প্রেমে নিষ্ঠা।
বিপরীতে অ্যাঞ্জেল/অ্যালেক সামাজিকভাবে গ্রহণযোগ্য পুরুষ হলেও নৈতিক দুর্বলতা/ভণ্ডামিতে জড়িয়ে আছে। হার্ডি তাই পাঠককে বলেন—সামাজিক লেবেল নয়, ‘ইনার মোরাল কনস্টিটিউশন’ই মানুষের মূল্য নির্ধারণ করবে।

0
Updated: 11 hours ago
Who is the heroine of Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella

0
Updated: 1 month ago
The novel 'Under the Greenwood Tree' was written by-
Created: 1 week ago
A
Emily Bronte
B
George Orwell
C
Thomas Hardy
D
Oscar Wilde
The novel Under the Greenwood Tree
Under the Greenwood Tree হলো থমাস হার্ডি (Thomas Hardy) রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস। এটি তাঁর অন্যতম জনপ্রিয় গ্রামীণ (pastoral) উপন্যাস হিসেবে বিবেচিত হয়, যেখানে ইংল্যান্ডের গ্রামীণ জীবনের সৌন্দর্য, সরলতা ও সামাজিক পরিবর্তন চিত্রিত হয়েছে। এই উপন্যাসকে Hardy’s most gentle and pastoral novel বলা হয়। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে স্কুলশিক্ষিকা Fancy Day এবং গ্রামীণ যুবক Dick Dewey-এর প্রেমকাহিনি। তাদের সম্পর্ক গ্রামের সামাজিক প্রথা, ধর্মীয় জীবন ও সঙ্গীতগোষ্ঠীর কার্যকলাপের পটভূমিতে বিকশিত হয়।
Main Characters:
-
Dick Dewy
-
Reuben Dewy
-
William Dewy
-
Fancy Day
-
Mr. Maybold
-
Robert Penny
-
Geoffrey Day
-
Frederic Shiner ইত্যাদি
Thomas Hardy (1840-1928):
থমাস হার্ডি ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং কবি। তিনি মূলত pessimistic দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত, তবে একইসাথে তিনি আঞ্চলিক ঔপন্যাসিক হিসেবেও খ্যাতি অর্জন করেন, কারণ তাঁর সাহিত্যকর্মগুলো ইংল্যান্ডের নির্দিষ্ট একটি অঞ্চলের (Wessex) জীবন ও পরিবেশকে কেন্দ্র করে রচিত। Hardy ছিলেন Victorian যুগের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের একজন, যদিও তিনি আধুনিক যুগেও ছোটগল্প ও কবিতা লিখেছেন।
Notable Works (Novels):
-
Tess of the d’Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
-
The Poor Man and the Lady
-
Under the Greenwood Tree
🔹 উল্লেখযোগ্য যে, ‘Under the Greenwood Tree’ শিরোনামে William Shakespeare-এর একটি গানও রয়েছে, যা তাঁর বিখ্যাত কমেডি As You Like It-এ অন্তর্ভুক্ত।
Source: Encyclopaedia Britannica এবং Goodreads

0
Updated: 1 week ago
Identify the novelist behind "Tess of the d'Urbervilles".
Created: 3 weeks ago
A
Charles Dickens
B
George Eliot
C
Robert Browning
D
Thomas Hardy
• The novelist behind "Tess of the d'Urbervilles" is – Thomas Hardy.
• Tess of D'Urbervilles
-
প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালের জুলাই–ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে।
-
একই বছর এটি তিনটি ভলিউমে বই আকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসটি কিছু কারণে বিতর্কের জন্ম দেয়।
-
Victorian fiction-এর তুলনায় এটি কিছুটা ভিন্ন।
-
কাহিনী কেন্দ্র করে গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণীর একটি মেয়ে, Tess Durbeyfield।
-
উপন্যাসে যৌনতা এবং ধর্মীয় বিষয়ও বিতর্কিত উপাদান হিসেবে আছে।
-
উপন্যাসে উনিশ শতকের গ্রামীণ ইংল্যান্ডে মেয়েদের অসহায়ত্ব এবং বিত্তশালী শ্রেণীর লালসা চিত্রিত।
• Important Characters
-
Alec d'Urberville
-
John Durbeyfield
-
Tess Durbeyfield
-
Angel Clare
-
Sorrow
• Thomas Hardy
-
পরিচিত Pessimistic Novelist হিসেবে।
-
Regional Novelist and Poet – একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে সকল সাহিত্যকর্মের জন্য।
-
Victorian age-এর শ্রেষ্ঠ্য Novelist এবং Short Story Writer।
-
ছোটবেলা গ্রামে কাটে।
-
তিনি একজন English Novelist and Poet।
-
উপন্যাসগুলোর সময়কাল Victorian period, তবে কিছু ছোটগল্প আধুনিক যুগে রচিত।
Source: Britannica

0
Updated: 3 weeks ago