What is the climax of the novel?
A
Angel’s return from Brazil
B
Tess’s confession to Angel
C
Tess killing Alec
D
Tess working at Flintcomb-Ash
উত্তরের বিবরণ
উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো টেসের হাতে Alec-এর মৃত্যু। এটি হলো উপন্যাসের ক্লাইম্যাক্স। দীর্ঘদিন ধরে Alec টেসকে শোষণ করেছে, আর Angel Clare তাকে ছেড়ে গেছে। যখন Angel ফিরে আসে, টেস বুঝতে পারে তার জীবনের একমাত্র পথ হলো Alec-কে হত্যা করা।
এই কাজের মাধ্যমে টেস সমাজ, পুরুষতন্ত্র ও নিয়তির বিরুদ্ধে প্রতিশোধ নেয়। Hardy এই দৃশ্যটিকে ট্র্যাজিক হলেও ন্যায্য হিসেবে দেখিয়েছেন। এটি টেসের হতাশার পরিণতি এবং তার চরিত্রের শক্তির প্রকাশ।
0
Updated: 1 month ago
What is the resolution of the novel?
Created: 1 month ago
A
Tess and Angel live happily
B
Tess is executed and Angel unites with Liza-Lu
C
Alec reforms
D
Tess returns to Talbothays
উপন্যাসের সমাপ্তিতে টেসকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুর পর Angel Clare টেসের ছোট বোন Liza-Lu-এর সঙ্গে নতুন জীবন শুরু করতে চান। এই সমাপ্তি Hardy-এর fatalism এবং সামাজিক অন্যায়ের প্রতীক। এটি একদিকে ট্র্যাজিক, অন্যদিকে একটি নতুন সূচনার ইঙ্গিত।
0
Updated: 1 month ago
Which contrast most sharply structures Hardy’s spatial symbolism?
Created: 1 month ago
A
Emminster vs. Sandbourne
B
Talbothays (fertility/joy) vs. Flintcomb-Ash (bleakness/industry)
C
Trantridge vs. Brazil
D
Marlott vs. London
হার্ডির স্থান-প্রতীকতত্ত্বে ট্যালবথেইস ও ফ্লিন্টকম্ব-অ্যাশ হলো দুটি মেরু। ট্যালবথেইস—সবুজ, জলের শব্দ, গাভী, সংগীত, প্রেম—টেসের সেরা দিন, উর্বরতা ও আশার প্রতীক। বিপরীতে ফ্লিন্টকম্ব-অ্যাশ—পাতলা মাটি, তীব্র শীত, মেশিনের কর্কশ শব্দ—শিল্পায়নের নিষ্ঠুরতা, মানবিকতার ক্ষয়, এবং টেসের শ্রম-দাসত্বের চিত্র।
এই কনট্রাস্ট কেবল পরিবেশগত নয়; প্লট, থিম ও আবেগের কাঠামোও এতে বাঁধা—ভালো সময় বনাম খারাপ সময়, প্রকৃতির কোলে প্রেম বনাম যন্ত্রের তলে ক্লান্তি। ফলে পাঠক টেসের আভ্যন্তরীণ যাত্রাকেও স্থান-রূপকে অনুভব করে।
0
Updated: 1 month ago
What is the narrative style of Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
First-person narrative
B
Third-person omniscient with authorial commentary
C
Diary entries of Tess
D
Epistolary novel
Hardy উপন্যাসটি লিখেছেন third-person omniscient ভঙ্গিতে। অর্থাৎ বর্ণনাকারী সব চরিত্রের মনের কথা জানেন এবং গল্প বলার সময় মাঝে মাঝে নিজস্ব মন্তব্যও করেন। এই "authorial commentary" উপন্যাসটিকে আলাদা মাত্রা দিয়েছে। Hardy প্রায়ই গল্পের মাঝখানে থেমে সমাজ, ধর্ম, নিয়তি এবং নৈতিকতা নিয়ে নিজের মতামত দিয়েছেন।
উদাহরণস্বরূপ, উপন্যাসের শেষে তিনি বলেন, “Justice was done, and the President of the Immortals had ended his sport with Tess.” এটি সরাসরি লেখকের কণ্ঠস্বর। এই narrative style-এর মাধ্যমে Hardy কেবল গল্প বলেননি, বরং সমাজ সমালোচনা করেছেন এবং নিজের দর্শন তুলে ধরেছেন। ফলে উপন্যাসটি শুধু প্লট নয়, বরং একটি গভীর সামাজিক ও দার্শনিক রচনা হয়ে উঠেছে।
1
Updated: 1 month ago