What is the meaning of Hardy’s phrase “President of the Immortals had ended his sport with Tess”?
A
Society forgives Tess
B
Fate has finished destroying Tess’s life
C
Angel saves Tess
D
Alec survives
উত্তরের বিবরণ
উপন্যাসের শেষে Hardy লিখেছেন: “The President of the Immortals had ended his sport with Tess.” এখানে তিনি বোঝাতে চান যে টেস নিয়তির হাতে খেলনার মতো ছিল। শেষ পর্যন্ত তার জীবনের খেলা শেষ হলো মৃত্যুর মাধ্যমে।
এই উক্তি Hardy-এর fatalism-এর সবচেয়ে শক্তিশালী প্রতীক। তিনি মনে করতেন, মানুষ প্রকৃতি ও নিয়তির কাছে অসহায়। টেসের মৃত্যু তাই কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং মানব জীবনের অসহায়তার প্রতীক।
0
Updated: 1 month ago
What is Flintcomb-Ash a symbol of?
Created: 1 month ago
A
Romantic love
B
Harsh industrial life
C
Noble ancestry
D
Religious salvation
Flintcomb-Ash হলো সেই কৃষিখামার যেখানে টেসকে প্রচণ্ড কষ্ট করতে হয়। এখানে প্রকৃতির সৌন্দর্য নেই, বরং আছে শিল্পায়নের কষ্টকর বাস্তবতা। Hardy Flintcomb-Ash-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা শিল্পায়নের ফলে গ্রামীণ জীবনের উপর চাপ সৃষ্টি করেছিল।
টেস এখানে মেশিনে কাজ করে, প্রচণ্ড ঠাণ্ডায় শ্রম দেয়, আর সমাজের অবহেলার শিকার হয়। এটি টেসের জীবনের দুঃখ ও সংগ্রামের চূড়ান্ত রূপ। Flintcomb-Ash দেখায় যে কেবল মানুষ নয়, প্রকৃতিও টেসের বিরুদ্ধে কাজ করছে। তাই এটি Hardy-এর naturalism এবং social realism-এর মিলিত রূপ।
0
Updated: 1 month ago
The famous novel The Return of the Native was written by -
Created: 3 weeks ago
A
Charles Dickens
B
Thomas Hardy
C
James Joyce
D
G.B. Shaw
The Return of the Native হলো Victorian যুগের প্রখ্যাত ঔপন্যাসিক Thomas Hardy রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Clym Yeobright, যিনি প্যারীসে স্বর্ণকারের পেশা ছেড়ে নিজের ভূমি Wessex-এ ফিরে আসেন এবং স্কুলে শিক্ষকতা শুরু করেন। তিনি চান তার কাজিন Thomasin ও তার স্বামীর সঙ্গে গ্রামে বসবাস করতে, কিন্তু Clym-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী শহুরে জীবনের উত্তেজনা ভোগ করতে চায়, যা পরবর্তীতে তাদের পরকীয়ার দিকে নিয়ে যায়।
-
Thomas Hardy:
-
একজন English novelist এবং poet।
-
তাকে বলা হয় Regional Novelist এবং Poet, কারণ তার সাহিত্যকর্ম প্রধানত একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে রচিত।
-
তিনি Pessimistic Novelist হিসেবেও পরিচিত।
-
তার অধিকাংশ উপন্যাস Victorian যুগে রচিত হলেও ছোটগল্প এবং কবিতাও তিনি লিখেছেন।
-
-
Notable Novels by Thomas Hardy:
-
Tess of the d'Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
-
0
Updated: 3 weeks ago
Why does Hardy place Tess’s final arrest at Stonehenge at dawn?
Created: 1 month ago
A
To provide a scenic tourist moment
B
To align sacrificial imagery with a new day’s indifferent light
C
To ensure villagers can watch
D
To hide the arrest from Angel
ভোরের আলো—নতুন শুরুর প্রতিচ্ছবি; কিন্তু টেসের ক্ষেত্রে এটি এক নিরাবেগ, নির্বিকার আলোকসাধনা, যেন প্রকৃতি-সময়ের মহাযন্ত্র টেসকে ব্যক্তিগত করুণার ঊর্ধ্বে নিয়ে গিয়ে ‘আচারগত’ পরিসমাপ্তি ঘটাচ্ছে। স্টোনহেঞ্জের প্রাচীন বেদির ওপর ক্লান্ত টেস—বলিদানের পশুর ভঙ্গিতে শুয়ে—ভোরে ধরা পড়ে; এই সময় নির্বাচন প্রতীকি।
আলো এখানে দয়া নয়, বরং ব্রহ্মাণ্ডের শীতল নিয়মের সাক্ষী। হার্ডি এই নান্দনিক দৃশ্যায়নে টেসের ব্যক্তিগত অপরাধ/নির্দোষতার বিতর্ককে ছাপিয়ে ‘মানব বনাম মহাবিধান’-এর অনুভব জাগান, যা ন্যাচারালিস্ট ন্যারেটিভে গভীর দার্শনিক অনুরণন তোলে।
0
Updated: 1 month ago