'জয়ধ্বনি' - শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
A
জয়দ্ধ্বোনি
B
জয়োদ্ধোনি
C
যয়োদ্ধোনি
D
যয়োদ্ধ্বনি
উত্তরের বিবরণ
‘জয়ধ্বনি’ শব্দের শুদ্ধ উচ্চারণ হলো জয়োদ্ধোনি। এটি একটি বিশেষ্য পদ এবং সংস্কৃত ভাষা থেকে আগত।
-
শব্দের অর্থ হলো জয়োল্লাসের ধ্বনি।

0
Updated: 14 hours ago
'ইতস্তত' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 14 hours ago
A
ইত + তত
B
ইতঃ + তত
C
ইতঃ + সত
D
ইতসঃ + তত
বিসর্গ সন্ধি হলো এমন এক ধ্বনিগত পরিবর্তন যেখানে পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থেকে গিয়ে পরবর্তী পদের আদ্য ব্যঞ্জনের প্রভাবে নতুন ধ্বনিতে রূপান্তর ঘটে। এর ফলে বিসর্গ পরিবর্তিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
-
বিসর্গের পরে চ্ বা ছ্ এলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্ হয়।
-
বিসর্গের পরে ট্ বা ঠ্ এলে তা পরিবর্তিত হয়ে ষ্ হয়।
-
বিসর্গের পরে ত এলে তা পরিবর্তিত হয়ে স্ হয়।
উদাহরণ:
-
চতুঃ + টয় = চতুষ্টয়
-
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
ইতঃ + তত = ইতস্তত
-
মনঃ + তাপ = মনস্তাপ

0
Updated: 14 hours ago
কোন ভাষা অপরিবর্তনীয় এবং কৃত্রিম?
Created: 14 hours ago
A
চলিত ভাষা
B
উপভাষা
C
সাধু ভাষা
D
আঞ্চলিক ভাষা
সাধু ভাষারীতি বাংলা ভাষার একটি প্রাচীন ও কৃত্রিম ভাষারীতি, যা মূলত লিখিত রূপে ব্যবহৃত হয়ে এসেছে। এটি ব্যাকরণনিষ্ঠ হলেও কথ্য ভাষার জন্য স্বাভাবিক নয়।
-
সাধু ভাষারীতি সর্বজনগ্রাহ্য লেখার ভাষা হিসেবে পরিচিত।
-
এটি সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে।
-
সাধু ভাষায় পদবিন্যাসের রীতি সুনির্দিষ্ট থাকে।
-
এতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি দেখা যায়।
-
এই ভাষারীতি বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের জন্য উপযোগী নয়।
-
সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহার করা হয়।
-
এটি স্বভাবে গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর।
-
সাধু ভাষারীতি অপরিবর্তনীয় হওয়ায় কৃত্রিম মনে হয়।

0
Updated: 14 hours ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 week ago
A
শূণ্য
B
চূর্ণ
C
রুপক
D
গূণ্য
✦ শব্দ এবং তাদের অর্থ ও শ্রেণী
-
চূর্ণ (বিশেষণ)
-
অর্থ:
-
কণায় পরিণত পদার্থ, গুঁড়ো
-
চুন
-
সুগন্ধি গুঁড়ো
-
আবির
-
-
বিশেষণ পদ: গুঁড়ো করা হয়েছে এমন, চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন, গুঁড়োয় পরিণত।
-
উৎস: সংস্কৃত শব্দ
-
-
শূন্য (বিশেষণ)
-
অর্থ: পরিমাণ বা আয়তনের অভাব
-
-
রূপক (বিশেষ্য)
-
অর্থ:
-
যে অর্থালংকারে উপমান ও উপমেয়কে অভেদ কল্পনা করা হয়
-
যেসব কাব্য বা নাটকে কোনো তত্ত্বকে রূপ দেওয়া হয়
-
-
-
গুণ্য (বিশেষণ)
-
অর্থ: গুণ করতে হবে এমন
-

0
Updated: 1 week ago