What is the significance of Angel’s harp in the novel?
A
It symbolizes his romantic and spiritual nature
B
It symbolizes wealth
C
It shows his interest in music only
D
It foreshadows his betrayal
উত্তরের বিবরণ
Angel Clare প্রায়ই হার্প বাজাতেন। এই হার্প তার চরিত্রের রোমান্টিক ও আধ্যাত্মিক দিককে প্রতিফলিত করে। Talbothays-এ রাতে যখন সে হার্প বাজাতো, টেস তার সঙ্গীতে মুগ্ধ হতো। এটি দু’জনের মধ্যে গভীর এক আবেগময় সম্পর্ক গড়ে তোলে। Hardy এই প্রতীক ব্যবহার করেছেন Angel-এর স্বপ্নালু ও আদর্শবাদী প্রকৃতিকে ফুটিয়ে তুলতে। তবে বাস্তবে Angel টেসকে রক্ষা করতে ব্যর্থ হয়। তাই হার্প তার চরিত্রের কোমলতা প্রকাশ করলেও, তা বাস্তবতার কঠোরতার বিপরীতে দাঁড়ায়।
0
Updated: 1 month ago
Where do Tess and Angel spend their last days together?
Created: 1 month ago
A
Emminster
B
Talbothays Dairy
C
Stonehenge
D
Trantridge
টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে যায়। তারা শেষ আশ্রয় নেয় প্রাচীন স্থাপনা Stonehenge-এ। Stonehenge প্রতীকীভাবে এক ধরনের প্রাচীন বেদি বা বলিদানক্ষেত্র। টেস এখানে শুয়ে বলে সে যেন একটি বলিদানের ভেড়া। পরের দিনই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
Hardy Stonehenge-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — নিয়তি, প্রাচীন ধর্মীয় বলিদান, এবং টেসের আত্মত্যাগের প্রতীক হিসেবে। এখানে টেসের শান্ত স্বীকারোক্তি তার চরিত্রের মহিমা বাড়িয়ে দেয়। এটি উপন্যাসের এক শক্তিশালী ও প্রতীকী সমাপ্তি।
0
Updated: 1 month ago
Why is Tess called “A Pure Woman” by Hardy?
Created: 1 month ago
A
She never sinned
B
She is morally innocent despite society’s judgment
C
She is rich
D
She is educated
Hardy সাহস করে টেসকে “A Pure Woman” বলেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন টেস আসলে দোষী নয়। Alec-এর প্রতারণার শিকার হয়ে টেসকে সমাজ "অশুদ্ধ" বলে, কিন্তু Hardy মনে করতেন তার আত্মা ছিল পবিত্র। এই ঘোষণা Victorian সমাজে বিতর্ক তোলে। Hardy-এর দৃষ্টিতে purity মানে শুধু শারীরিক পবিত্রতা নয়, বরং অন্তরের নিষ্পাপতা।
0
Updated: 1 month ago
In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Alec’s death at the hands of Tess ironic?
Created: 1 month ago
A
He becomes a saint before dying
B
He had just regained power over Tess
C
He forgave Tess
D
He planned to marry Angel
Alec আবার টেসকে নিজের জীবনে টেনে এনেছিল এবং পরিবারকে সাহায্য করছিল। কিন্তু ঠিক তখনই টেস তাকে হত্যা করে। এই মৃত্যু ব্যঙ্গাত্মক, কারণ Alec ভেবেছিল সে আবারও জয়ী হয়েছে। Hardy Alec-এর মৃত্যুর মাধ্যমে দেখিয়েছেন, ভণ্ডামি আর লালসার অবসান কেবল হঠাৎ করেই হয়। এটি টেসের হতাশার প্রতিশোধও বটে।
0
Updated: 1 month ago