'শ' বর্ণের [শ] উচ্চারণের উদাহরণ কোনটি?
A
সাধারণ
B
শত
C
শৃগাল
D
শ্রমিক
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় শ, ষ, স তিনটি বর্ণ থাকলেও উচ্চারণে এদের মধ্যে অনেক সময় মিল লক্ষ্য করা যায়। ধ্বনিগত কারণে এগুলোর উচ্চারণ প্রসঙ্গভেদে পরিবর্তিত হয়।
-
শ বর্ণ কখনো [শ], আবার কখনো [স] উচ্চারণে প্রকাশ পায়।
-
স বর্ণ কখনো [শ], আবার কখনো [স] উচ্চারণে প্রকাশিত হয়।
-
ষ বর্ণ সর্বদা [শ] উচ্চারণে ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
শ বর্ণের [শ] উচ্চারণ: শত [শতো], শসা [শশা]
-
শ বর্ণের [স] উচ্চারণ: শ্রমিক [স্রোমিক্], শৃগাল [সৃগাল্]
-
ষ বর্ণের [শ] উচ্চারণ: ভাষা [ভাশা], ষােলাে [শােলাে]
-
স বর্ণের [শ] উচ্চারণ: সাধারণ [শাধারােন], সামান্য [শামান্নো]
-
স বর্ণের [স] উচ্চারণ: আস্তে [আসতে], সালাম [সালাম্]

0
Updated: 14 hours ago
আঞ্চলিক ভাষার অপর নাম কী?
Created: 2 days ago
A
কথ্যভাষা
B
উপভাষা
C
সাধুভাষা
D
চলিত ভাষা
আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। বাংলা ভাষার মোট আঞ্চলিক ভাষা ৫ টি।

0
Updated: 2 days ago
'শ্মশ্রু' - শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
Created: 1 week ago
A
শোঁস্স্রু
B
শষ্রু
C
শোঁষ্রু
D
শঁস্রু
শব্দ: শ্মশ্রু
উচ্চারণ: শোঁস্স্রু
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
‘শ’ এর বিভিন্ন উচ্চারণ:
-
স্বতন্ত্র শ-এর মতো:
-
শক্তি (শোক্তি)
-
মশা (মশা)
-
শাসন (শাশোন্)
-
সচিব (শোচিব)
-
-
যুক্ত শ + চ/ছ-এর মতো:
-
নিশ্চয় (নিশ্চয়)
-
শিরশ্ছেদ (শিরোশ্ছেদ)
-
উৎস:
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
-
বাংলা একাডেমি, বাঙলা উচ্চারণ অভিধান
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)

0
Updated: 1 week ago
'রপ্তানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 1 month ago
A
তুর্কি
B
ফরাসি
C
পর্তুগিজ
D
ফারসি
রপ্তানি (বিশেষ্য পদ)
– এটি একটি ফারসি ভাষার শব্দ।
– অর্থ: পণ্য বিক্রির উদ্দেশ্যে বিদেশে পাঠানো।
ফারসি ভাষা থেকে আসা আরও কিছু বাংলা শব্দের উদাহরণ:
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, জিন্দা, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago