'জানালা > জান্লা' - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
A
অভিশ্রতি
B
সম্প্রকর্ষ
C
বিপ্রকর্ষ
D
ব্যঞ্জনচ্যুতি
উত্তরের বিবরণ
সম্প্রকর্ষ বা স্বরলোপ হলো এমন ধ্বনিগত প্রক্রিয়া, যেখানে দ্রুত উচ্চারণের ফলে শব্দের কোনো স্বরধ্বনি অপসারিত হয়। এটি শব্দের আদি, মধ্য কিংবা অন্ত্য অংশে ঘটতে পারে।
-
আদি স্বরধ্বনি লোপ: আটমেসে > আটাসে
-
অন্ত্য স্বরধ্বনি লোপ: কুটুম্ব > কুটুম
-
মধ্যবর্তী স্বরধ্বনি লোপ: জানালা > জান্লা

0
Updated: 14 hours ago
'লাটাই' কোন ভাষার শব্দ?
Created: 6 days ago
A
সংস্কৃত
B
দেশি
C
হিন্দি
D
তুর্কি
• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• লাটাই (বিশেষ্য পদ),
- এটি দেশি ভাষার শব্দ।
অর্থ: তাঁত বোনার বা ঘুড়ির সুতা জড়ানোর কাটিম, নাটাই।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

0
Updated: 6 days ago
উচ্চারণের রীতি অনুযায়ী, নিচের কোনটি উচ্চমধ্য-পশ্চাৎ স্বরধ্বনি?
Created: 1 week ago
A
অ
B
আ
C
ও
D
এ
বাখ্যা:
বাংলা স্বরধ্বনির উচ্চারণ বিভিন্ন দিক থেকে শ্রেণীবদ্ধ করা যায়। মূলত এটি নির্ভর করে জিভের উচ্চতা, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তির পরিমাণ এর ওপর।
১. জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনি:
-
উচ্চ স্বরধ্বনি: ই, উ
-
উচ্চ-মধ্য স্বরধ্বনি: এ, ও
-
নিম্ন-মধ্য স্বরধ্বনি: অ্যা, অ
-
নিম্ন স্বরধ্বনি: আ
২. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি:
-
সন্মুখ স্বরধ্বনি: ই, এ, অ্যা
-
মধ্য স্বরধ্বনি: আ
-
পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ
এভাবে স্বরধ্বনিগুলো উচ্চারণের ভৌত অবস্থানের ওপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়, যা বাংলা উচ্চারণ এবং ধ্বনিতত্ত্ব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0
Updated: 1 week ago
‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
সুকুমার সেন
B
সুকুমারী ভট্টাচার্য
C
নিহার রঞ্জন রায়
D
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
"ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ।

0
Updated: 1 week ago