'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন?
A
ওয়ারেন হেস্টিংস
B
রবার্ট ক্লাইভ
C
লর্ড কর্নওয়ালিস
D
লর্ড কার্জন
উত্তরের বিবরণ
১৭৯৩ সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস রাজস্ব আদায় সহজতর করার জন্য এবং একটি অনুগত শ্রেণি গঠনের উদ্দেশ্যে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তন করেন।
চিরস্থায়ী বন্দোবস্ত:
-
১৭৯৩ সালের ২২ মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
-
নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করা হয়। এই ব্যবস্থাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়।
-
চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা জমির উপর তাদের অধিকার হারায়।
-
অন্যদিকে, জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
-
১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইনের মাধ্যমে জমিদারি প্রথা এবং চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।
সূত্র:
0
Updated: 1 month ago
ওরাওঁ সমাজে গ্রামীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গঠিত সংগঠনের নাম কী?
Created: 1 month ago
A
পাঁড়হা
B
পাঞ্চেস
C
নাইগাস
D
মহাতোষ
ওরাওঁ বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের একটি নৃগোষ্ঠী, যারা তাদের নিজস্ব ভাষা, সাংস্কৃতিক প্রথা ও সামাজিক সংগঠন বজায় রেখে বসবাস করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
বাসস্থান: বরেন্দ্র অঞ্চল, পাশাপাশি ময়মনসিংহ, চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় ঐতিহাসিকভাবে বসতি।
-
ভাষা ও বর্ণমালা: ভাষার নাম কুরুক, বর্ণমালা নেই এবং সাহিত্য মৌখিক।
-
জাতিগত শ্রেণিবিন্যাস: অস্ট্রিক ও দ্রাবিড় ভাষাতাত্ত্বিক গোষ্ঠী।
-
গ্রাম সংগঠন: পাঞ্চেস, যা যাবতীয় বিবাদ মেটানো ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কার্যকর।
-
গ্রাম প্রশাসন:
-
একজন হেডম্যান বা মহাতোষ
-
একজন পুরোহিত বা নাইগাস
-
গ্রামে বয়স্ক সাত-আটজন ব্যক্তি দ্বারা পাঞ্চেস গঠিত হয়।
-
-
পাঞ্চেসের কার্যকাল: সাধারণত তিন থেকে পাঁচ বছর।
0
Updated: 1 month ago
আইনের প্রাচীনতম উৎস কোনটি?
Created: 1 month ago
A
ধর্ম
B
আইনসভা
C
প্রথা
D
বিচারকের রায়
-
রাষ্ট্র ও আইনসভা প্রতিষ্ঠার বহু আগে থেকেই সমাজে প্রথা বিদ্যমান ছিল। মানুষের আচার-আচরণ ও রীতিনীতি দীর্ঘদিন ধরে পালিত হতে হতে প্রথাভিত্তিক আইনে পরিণত হয়। তাই প্রথাই আইনের প্রাচীনতম উৎস।
আইন:
-
ফার্সি ভাষায় "আইন" শব্দের অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম।
-
সমাজ জীবনে প্রচলিত বিধি-বিধানকেই আইন বলা হয়।
-
মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে বিধিনিষেধ প্রণয়ন করে, সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।
-
আইন বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়েছে।
-
আইনের উৎসসমূহ হলো: প্রথা বা রীতিনীতি, ধর্ম, বিচারকের রায়, ন্যায়বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা।
-
আইনের অন্যতম প্রাচীন উৎস হলো প্রথা।
-
প্রাচীনকাল থেকে সমাজে অধিকাংশ মানুষের দ্বারা সমর্থিত, স্বীকৃত ও পালিত আচার-ব্যবহার, রীতি-নীতি ও অভ্যাসকেই প্রথা বলা হয়।
-
প্রাচীনকালে কোনো লিখিত আইনের অস্তিত্ব ছিল না।
-
তখন মানুষের আচরণ প্রথা, অভ্যাস ও রীতি-নীতির মাধ্যমে নিয়ন্ত্রিত হতো।
-
কালক্রমে অনেক প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনের মর্যাদা লাভ করে।
উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয় কবে থেকে?
Created: 1 month ago
A
১৯৯১ সালে
B
১৯৯৫ সালে
C
১৯৯৬ সালে
D
১৯৮৯ সালে
মূল্য সংযোজন কর (VAT) হলো এমন কর যা কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায়ে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারে আরোপিত হয়।
মূল্য সংযোজন কর সম্পর্কিত তথ্য:
-
বাংলাদেশে এটি একটি পরোক্ষ কর।
-
মূল্য সংযোজন কর ১ জুলাই ১৯৯১ সালে চালু হয়।
-
সকল পণ্য ও সেবার উপর ১৫% কর আরোপিত হয়।
-
আমদানি ও সরবরাহ-এর ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
-
পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা কর প্রদান করে।
-
রপ্তানি-র ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।
0
Updated: 1 month ago