দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?
A
লর্ড কর্নওয়ালিস
B
ওয়ারেন হেস্টিংস
C
রবার্ট ক্লাইভ
D
লর্ড কার্জন
উত্তরের বিবরণ
১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, যেখানে রাজস্ব আদায়ের ক্ষমতা কোম্পানির হাতে এবং প্রশাসনিক দায়িত্ব নবাবের হাতে রাখা হয়।
দ্বৈত শাসন ব্যবস্থা:
-
১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন।
-
এই ব্যবস্থায় রাজস্ব প্রশাসন ও দেশ রক্ষার দায়িত্ব কোম্পানির হাতে, আর নিয়ামত বা প্রশাসন ও বিচার বিভাগের দায়িত্ব নবাবের হাতে অর্পিত ছিল।
-
দ্বৈত শাসনের কারণে দায়িত্বহীনতা ও অরাজকতা বাংলার জনজীবনে নেমে আসে।
-
অবাধ লুন্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায় গ্রাম্যজীবন ধ্বংস করে।
-
নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় ব্যর্থতা দেখা দেয়।
-
সারাদেশে বিশৃঙ্খলা শুরু হয়।
-
এই পরিস্থিতি মোকাবেলায় ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন।
সূত্র:
0
Updated: 1 month ago
(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-
Created: 3 months ago
A
২০,৩০০ কোটি টাকা
B
১৯,২০০ কোটি টাকা
C
১৭,১০০ কোটি টাকা
D
১৯,৫০০ কোটি টাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচি
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্দের পরিমাণ ২,৬৩,০০০ কোটি টাকা।
- এর আকার জিডিপির ৫.৩% ও বাজেটের ৩৬.৩%।
মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা — ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP’এর ৯.৫১%)।
এনবিআর কর্তৃক কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা — ৪,১০,০০০ কোটি টাকা (GDP’এর ৮.১৬%)।
• মোট সরকারি ব্যয়:
— ৭,১৪,৪১৮ কোটি টাকা (জিডিপির ১৪.২১%)।
— পরিচালন ব্যয় — ৪,৫৩,২২৮ কোটি টাকা,
— উন্নয়ন ব্যয় — ২,৬০,০০৭ কোটি টাকা,
— বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় — ২,৪৫,০০০ কোটি টাকা।
— অন্যান্য ব্যয় – ১১৮৩ কোটি টাকা।
উৎস: ২০২৩-২৪ জাতীয় বাজেট।
0
Updated: 3 months ago
নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত 'গেরিলা’ চলচ্চিত্রের পটভূমি কী?
Created: 1 month ago
A
মুক্তিযুদ্ধ
B
ভাষা আন্দোলন
C
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন
D
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
গেরিলা চলচ্চিত্র
-
গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটির পরিচালক: নাসির উদ্দিন ইউসুফ।
-
এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।
-
চলচ্চিত্রটি ভিত্তি করে নির্মাণ করা হয়েছে সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস।
-
যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ এবং এবাদুর রহমান।
-
প্রধান চরিত্রে অভিনয় করেছেন: জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, পীযুষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
0
Updated: 1 month ago
যে বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়, তাকে কী বলা হয়?
Created: 1 month ago
A
সংসদীয় বিল
B
সরকারি বিল
C
নীতিগত বিল
D
সংরক্ষিত বিল
বিল
-
সংজ্ঞা: আইনের প্রাথমিক প্রস্তাবকে সংসদীয় ভাষায় বিল বলা হয়।
-
ব্যাখ্যা: আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
বিলের প্রকারভেদ
১. সরকারি বিল
-
মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়।
-
উত্থাপনের জন্য ন্যূনতম ৭ দিনের নোটিশ প্রয়োজন।
২. বেসরকারি বিল
-
সাধারণ সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত হয়।
-
উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন।
0
Updated: 1 month ago