'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' গ্রন্থ দুটি কে রচনা করেন?
A
বিজয়সেন
B
বল্লালসেন
C
লক্ষ্মণসেন
D
জয়দেব সেন
উত্তরের বিবরণ
সেন রাজা বল্লালসেন একজন সুপণ্ডিত রাজা ছিলেন এবং তিনি ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ নামক দুটি বিখ্যাত স্মৃতিশাস্ত্র গ্রন্থ রচনা করেন।
বল্লাল সেন:
-
বিজয় সেনের মৃত্যুর পর আনুমানিক ১১৬০ সালে তার পুত্র বল্লাল সেন সিংহাসনে আরোহণ করেন।
-
তিনি রাজ্য জয়ের চেয়ে দেশের ভেতরে উন্নয়ন, নতুন প্রথা চালু এবং সংস্কারের কাজে বেশি মনোযোগী ছিলেন।
-
গোবিন্দপালকে পরাজিত করে মগধের পূর্বাঞ্চল অধিকার করেন।
-
কথিত আছে যে, তিনি তাঁর পিতার রাজত্বকালে মিথিলা জয় করেন।
-
বল্লাল সেন ছিলেন বিদ্যান ও বিদ্যোৎসাহী রাজা।
-
তিনি ব্রতসাগর, আচারসাগর, প্রতিষ্ঠাসাগর, দানসাগর, অদ্ভুতসাগর নামে পাঁচটি গ্রন্থ রচনা করেন।
-
কৌলিন্য প্রথার প্রবর্তক হিসেবে ইতিহাসে বিশেষভাবে পরিচিত।
-
পিতার ন্যায় তিনি শৈব ধর্মের অনুগামী ছিলেন।
-
ধর্মপ্রচারে তার বিশেষ আগ্রহ ছিল।
-
তিনি তার পিতার অন্যান্য উপাধির সঙ্গে ‘অরিরাজ নিঃশঙ্কর’ উপাধি গ্রহণ করেন।
-
আনুমানিক ১৮ বছর রাজত্ব করার পর বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যভার হস্তান্তর করেন এবং সস্ত্রীক ত্রিবেণীর কাছে গঙ্গাতীরে বাণপ্রস্থ অবলম্বন করে শেষ জীবন অতিবাহিত করেন।
সূত্র:
0
Updated: 1 month ago
পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কোন সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে?
Created: 1 month ago
A
১৯৭৪ সাল
B
১৯৭৫ সাল
C
১৯৭৩ সাল
D
১৯৭৬ সাল
বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি:
-
পাকিস্তান: ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।
-
ভারত ও ভূটান: ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে।
-
১৯৭২ সালের জানুয়ারি: পূর্ব জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড, মিয়ানমার, নেপাল, সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দেয়।
-
১৯৭২ সালের ফেব্রুয়ারি: যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
-
যুক্তরাষ্ট্র: ১৯৭২ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
সংক্ষেপে, ১৯৭১–১৯৭৪ সালের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন দেশ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যার মধ্যে পাকিস্তানের স্বীকৃতি আসে সবচেয়ে শেষ।
0
Updated: 1 month ago
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি?
Created: 1 month ago
A
এফবিসিসিআই
B
বিজিএমইএ
C
ডিসিসিআই
D
কোনটিই নয়
0
Updated: 1 month ago
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৮৫ সালে
B
১৯৮০ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৮২ সালে
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত এবং এটি বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন সম্প্রচার মাধ্যমগুলোর মধ্যে একটি।
-
প্রারম্ভিক সম্প্রচার: ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর, একটি পাইলট প্রকল্প হিসেবে।
-
প্রথম সম্প্রচার কেন্দ্র: তৎকালীন ডি আই টি ভবন (বর্তমানে রাজউক কার্যালয়) এর দুটি কক্ষে, যেখানে দৈনিক মাত্র ৩ ঘন্টা সম্প্রচার হত।
-
রাষ্ট্রীয় চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা: ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী।
-
নতুন ভবনে স্থানান্তর: ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি রামপুরার নিজস্ব টিভি ভবনে স্থানান্তরিত হয়।
-
রামপুরা ভবনে সম্প্রচার কার্যক্রমের সূচনা: ৬ই মার্চ ১৯৭৫ থেকে নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু হয়।
-
রঙিন সম্প্রচার শুরু: ১৯৮০ সালে।
উৎস:
0
Updated: 1 month ago