ঊনসত্তরের গণঅভ্যুত্থান কোন শাসকের বিরুদ্ধে হয়েছিল?
A
মোহাম্মদ আলী জিন্নাহ
B
ইস্কান্দার মির্জা
C
আইয়ুব খান
D
ইয়াহিয়া খান
উত্তরের বিবরণ
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের এক স্বতঃস্ফূর্ত সংগ্রাম।
ঊনসত্তরের গণঅভ্যুত্থান:
-
১৯৪৭ সাল থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানের শাসকগোষ্ঠি যে বৈষম্যমূলক আচরণ করছিল, তার প্রকাশ ঘটে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে।
-
পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে ওঠে যা গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
-
এসময় ছাত্রসংগ্রাম পরিষদ ১১ দফা দাবি ঘোষণা করে।
-
১১ দফার মধ্যে বঙ্গবন্ধু কর্তৃক ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা অন্তর্ভুক্ত ছিল।
-
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১০০ জন পূর্বপাকিস্তানী নিহত হন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা তাদের মধ্যে অন্যতম।
-
এই আন্দোলনের ফলে আইয়ুব খানের পতন ঘটে।
সূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৮১ অনুযায়ী 'অর্থ বিল' (Money Bill)-এর সংজ্ঞায় কোন ধরনের বিল অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ বা রহিতকরণ
B
সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা গ্যারান্টি প্রদান
C
সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ ও ব্যয় সংক্রান্ত বিল
D
স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক কর আরোপ বা ফি ধার্যকরণ
বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ৮১ অর্থবিল সংক্রান্ত বিধান নির্ধারণ করেছে।
অর্থবিলের অন্তর্ভুক্ত বিষয়সমূহ (অনুচ্ছেদ ৮১(১)):
-
কর সংক্রান্ত পরিবর্তন
-
সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা দায়-দায়িত্ব
-
সংযুক্ত তহবিল সংক্রান্ত ব্যয়
-
সরকারের হিসাব ও নিরীক্ষা
সীমাবদ্ধতা (অনুচ্ছেদ ৮১(২)):
-
শুধুমাত্র স্থানীয় কর্তৃপক্ষের কর, জরিমানা, লাইসেন্স ফি বা ফি ধার্যকরণ সংক্রান্ত বিলকে অর্থবিল হিসেবে গণ্য করা হবে না।
অর্থবিলের বৈশিষ্ট্য ও প্রক্রিয়া:
-
অর্থবিল একটি গুরুত্বপূর্ণ বিল, যা সরকারের আর্থিক প্রস্তাবাবলি বাস্তবায়নের জন্য সংসদে উত্থাপিত হয়।
-
কোনো বিল অর্থবিল কিনা, তা নির্ধারণে স্পিকারের সার্টিফিকেট চূড়ান্ত মত হিসেবে গ্রহণযোগ্য।
-
অর্থবিল বা অর্থব্যয় সংক্রান্ত বিলের উদ্যোক্তা সরকার।
-
সংসদে উত্থাপনের পর বিলটি যথাযথ প্রক্রিয়ায় পাস করতে হয়।
-
রাষ্ট্রপতির সম্মতির জন্য বিল উপস্থাপন করলে ১৫ দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতি প্রদান করেন।
-
যদি রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে সম্মতি না দেন, বিলটি আইনে পরিণত হয়।
উল্লেখ্য:
-
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৮১-এ ‘অর্থবিল’ সম্পর্কিত সব বিধান বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
0
Updated: 1 month ago
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কোনটি?
Created: 1 month ago
A
সরকার গঠন
B
দেশের উন্নয়ন
C
গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ
D
উপরের সবগুলো
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
-
এদের সামনে বৃহত্তম জাতীয় কল্যাণ সাধনের কোন মহান উদ্দেশ্য থাকে না।
-
এরা সংকীর্ণ ও সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত।
-
উৎপত্তির ভিত্তিতে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শ থাকে না।
-
কোন রাজনৈতিক মতাদর্শের প্রতি এদের অঙ্গীকার থাকে না।
-
এ সমস্ত গোষ্ঠীর অঙ্গীকার থাকে শুধুমাত্র গোষ্ঠীগত স্বার্থ বা কল্যাণের প্রতি।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
কোন দার্শনিকের মতে, "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন"?
Created: 1 month ago
A
প্লেটো
B
জন লক
C
অ্যারিস্টটল
D
টমাস হবস
-
অ্যারিস্টটল আইনকে যুক্তিনির্ভর একটি ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে, আইন কোনো শাসকের খেয়াল-খুশির ফল নয়; বরং এটি সমাজকল্যাণমূলক যুক্তিসিদ্ধ ইচ্ছার প্রকাশ।
-
মানুষ একটি সামাজিক জীব এবং আইন মানবসমাজের প্রতিফলন।
-
সমাজে মিলেমিশে বসবাসের জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অপরিহার্য।
-
মানবকল্যাণের স্বার্থেই নিয়ম-কানুন প্রয়োজন, আর স্বীকৃত এই নিয়ম-কানুনই হলো আইন।
-
এরিস্টটল বলেছেন, "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন" (Law is the passionless reason)।
-
অধ্যাপক হল্যান্ডের মতে, আইন হলো সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে এবং যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা হয়।
সূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago