ঘূর্ণিঝড়ের বায়ু আবর্তনের কেন্দ্রকে কী বলা হয়?
A
ডানা
B
চোখ
C
মোখা
D
মূলবিন্দু
উত্তরের বিবরণ
ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্যসমূহ:
-
ঘূর্ণিঝড়ের সময় পশ্চিমা বায়ু প্রবাহ দ্বারা মধ্য অক্ষাংশ অঞ্চলের নিম্নচাপ ও উচ্চচাপ পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়।
-
এ সময় বায়ুপ্রবাহের গতিবেগ ঘণ্টায় ৬৫ কিমি বা তারও বেশি হয়।
-
ঘূর্ণিঝড়ে নিম্নচাপ সৃষ্টি হয়।
-
ঘূর্ণিঝড়ের বায়ু আবর্তনের কেন্দ্রকে "চোখ" বলা হয়।
-
ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ব্যাস ২০০-৭০০ কিমি এবং গভীরতা ১২-১৬ কিমি পর্যন্ত হয়।
-
ঘূর্ণিঝড়ের সময় কেন্দ্রের ভেতরের দিকে বায়ুচাপ দ্রুত হ্রাস পায়।
-
ঘূর্ণিঝড় প্রলয়ঙ্করী দুর্যোগ সৃষ্টি করে।
-
এটি উষ্ণ জলরাশি থেকে সৃষ্টি হয়, যার গড় উষ্ণতা প্রায় ২৭° সেলসিয়াস।

0
Updated: 9 hours ago
চীন ও জাপানের উপকূলে ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
Created: 1 day ago
A
সাইক্লোন
B
টাইফুন
C
বাগুই
D
হারিকেন
ঘূর্ণিঝড়:
-
ঘূর্ণিঝড় হলো একটি প্রাকৃতিক দুর্যোগ যা প্রাকৃতিক পরিবেশ, মানুষ ও প্রাণিজগতের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
-
সারা বিশ্বে ঘূর্ণিঝড় বিভিন্ন নামে পরিচিত।
-
চীন ও জাপানের উপকূলে: টাইফুন
-
ভারত মহাসাগরে: সাইক্লোন
-
ফিলিপাইনের উপকূলে: বাগুই
-
অস্ট্রেলিয়ার উপকূলে: উইলি উইলিছ
-
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মেক্সিকো উপসাগর অঞ্চলে: হারিকেন
-

0
Updated: 1 day ago