শতবর্ষব্যাপী যুদ্ধের (Hundred Years’ War) কে জয় লাভ করে?
A
যুক্তরাষ্ট্র
B
ইংল্যান্ড
C
ফ্রান্স
D
জার্মানি
উত্তরের বিবরণ
শতবর্ষব্যাপী যুদ্ধ:
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- ১৩৩৭ সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করেন।
- এতে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ লেগে যায়, যা ১৪৫৩ সাল পর্যন্ত চলে।
- ইতিহাসে এটি শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত।
- 'জোয়ান অব আর্ক' ছিলেন ফ্রান্সের সেনাপতি।
- ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে ফ্রান্সকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই বীর কন্যা।
- এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।
0
Updated: 1 month ago
’হিজরি সন’ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে?
Created: 1 month ago
A
৬২০ খ্রিস্টাব্দে
B
৬২২ খ্রিস্টাব্দে
C
৬২৮ খ্রিস্টাব্দে
D
৬২৫ খ্রিস্টাব্দে
হিজরি বর্ষপঞ্জি:
- ৬৩৮ খ্রীস্টাব্দে- হযরত ওমর কর্তৃক হিজরি বর্ষপঞ্জি (ইসলামি বর্ষপঞ্জি) প্রবর্তন হয়।
- ৬২২ খ্রীস্টাব্দে থেকে হিজরি সন গণনা শুরু [ হযরত মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদীনা হিযরতের দিন থেকে]।
- ৩৫৪/৩৫৫ দিনে বছর গণনা ।
- মোট মাস ১২ টি।
- মুহররম, সফর রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জ্বিলকদ এবং জ্বিলহজ্জ ।
উৎস:
0
Updated: 1 month ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
’পিরামিড অব দ্য সান’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
মেক্সিকো
B
মিশর
C
দক্ষিণ সুদান
D
ব্রাজিল
মেক্সিকোর প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো পিরামিড অব দ্য সান, যা ইতিহাস ও প্রত্নতত্ত্বের দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। এটি বিশ্বের অন্যতম পরিচিত পিরামিড স্থাপনা।
-
পিরামিড অব দ্য সান: মেক্সিকো সিটি থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত।
-
এটি মহাশক্তিশালী অ্যাজটেক সভ্যতার বৃহত্তম পিরামিড।
-
ধারণা করা হয়, খ্রিস্ট জন্মের প্রায় ১০০ বছর পর এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল।
অন্যদিকে,
-
সর্বাধিক পিরামিডের দেশ হলো সুদান।
-
বিশ্বের পিরামিডগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ হলো মেক্সিকোর পিরামিড অব দ্য সান এবং পিরামিড অব দ্য মুন, যেগুলো বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির তত্ত্বাবধানে রয়েছে।
-
পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হলো গিজার মহা পিরামিড বা খুফুর পিরামিড, যা মিসরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত।
উৎস:
0
Updated: 1 month ago