কোন সভ্যতা আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামে পরিচিত?
A
প্রথম মেসোপটেমীয় সভ্যতা
B
হেলেনিস্টিক সভ্যতা
C
মিশরীয় সভ্যতা
D
হেলেনিক সভ্যতা
উত্তরের বিবরণ
হেলেনিস্টিক সভ্যতা
- গ্রিকবীর আলেকজান্ডার কর্তৃক পারস্য সাম্রাজ্য ও উত্তর আফ্রিকা বিজয়ের পরবর্তী সময়ে এসব অঞ্চলে গ্রিক সংস্কৃতির প্রসার ঘটে।
- এতে করে গ্রিক সংস্কৃতি ও তার বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে যে সভ্যতা বা সংস্কৃতি গড়ে উঠেছিলো তা হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিতি পায়।
- হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্রভূমি ছিলো মিশরের আলেকজান্দ্রিয়া।
- যার কারণে একে অনেক ক্ষেত্রে আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামেও ডাকা হয়।
- হেলেনিস্টিক সভ্যতা খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩১ অব্দ পর্যন্ত টিকেছিলো।
- রোমানদের হাতে হেলেনিস্টিক সভ্যতার পতন ঘটে।
অন্যদিকে,
- গ্রিসের মূল ভূখণ্ডে খ্রিস্টপূর্ব ৫০৭ থেকে খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ সময়ে গড়ে উঠা সভ্যতা হেলেনিক সভ্যতা নামে পরিচিত।
0
Updated: 1 month ago
কোন অঞ্চলের জন্য ' ডমিনো' তত্ত্বটি ছিল?
Created: 1 month ago
A
দক্ষিণ-পূর্ব এশিয়ার
B
উত্তর-পূর্ব এশিয়ার
C
পূর্ব আফ্রিকায়
D
কোনটি নয়
ডমিনো তত্ত্ব
-
প্রবর্তক: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার, ১৯৫৪ সালের ৭ এপ্রিল সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজম প্রসঙ্গে তত্ত্বটি উল্লেখ করেন।
-
মুল বক্তব্য: কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রগুলোও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
-
প্রয়োগ: ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব অনুসরণ করে।
-
কার্যক্রম: আইজেনহাওয়ার এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সমর্থন দেন।
-
প্রযোজ্য এলাকা: দক্ষিণ-পূর্ব এশিয়া।
-
সময়কাল: ১৯৫০ থেকে ১৯৮৯ পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।
0
Updated: 1 month ago
'কিউবা ক্ষেপনাস্ত্র সংকট' কত সালে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১৯৫১ সালে
B
১৯৬২ সালে
C
১৯৬৪ সালে
D
১৯৬৮ সালে
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ১৯৬২ সালের অক্টোবরে ঘটে, যা শীতল যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপজ্জনক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা দেখা দেয়।
-
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট (Cuban Missile Crisis) অক্টোবর ১৯৬২ সালে সংঘটিত হয়।
-
সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
-
এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ. কেনেডি এবং সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন নিকিতা ক্রুশ্চেভ।
-
১৬ থেকে ২৮ অক্টোবর, মোট ১৩ দিন ধরে সংকট চলতে থাকে।
-
এটি ছিল শীতল যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি, যা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
-
শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান হয়।
0
Updated: 1 month ago
রাফাল (Rafale) যুদ্ধবিমান কোন দেশের তৈরী?
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
উৎপাদক ও তথ্য:
-
কোম্পানি: ড্যাসল্ট অ্যাভিয়েশন (Dassault Aviation)
-
প্রথম উড্ডয়ন: ১৯৮৬
-
ফরাসি বিমান বাহিনীতে প্রবর্তন: ২০০৬
-
ফরাসি নৌবাহিনীতে প্রবর্তন: ২০০৪
-
ধরণ: Omnirole / মাল্টিরোল ফাইটার
-
প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী ও দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী অপারেশন, পারমাণবিক প্রতিরক্ষা
ভারতের সাথে সম্পর্ক:
-
২০২৫ সালের মে মাসে ভারত রাফাল বিমান ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ চালায়
-
ভারত বর্তমানে ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে
-
ফ্রান্স থেকে আরও ২৬টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে
প্রাসঙ্গিক বিষয়: আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি / সামরিক বিমান প্রযুক্তি
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন
0
Updated: 2 months ago