Which single scene most nakedly dramatizes Tess’s constrained agency under patriarchal economy?
A
May-Day dance
B
Joan sending Tess to claim kinship at Trantridge
C
Mr. Crick’s storytelling at the dairy
D
Angel’s harp recital
উত্তরের বিবরণ
প্রিন্সের মৃত্যুর পর দরিদ্রতায় টালমাটাল পরিবার; এই অবস্থায় জোয়ান মেয়ে টেসকে ‘আত্মীয়তা দাবি’ করতে ট্র্যান্টরিজে পাঠান। সিদ্ধান্তটি টেসের নয়—পরিবার-অর্থনীতি, নাম-গৌরবের মোহ, সামাজিক ক্যালকুলেশন—সব মিলিয়ে মেয়েটি ‘বার্গেনিং চিপ’।
পিতৃতান্ত্রিক অর্থব্যবস্থায় নারীর শরীর/শ্রম—উদ্ধারের উপায়; ফলত টেসের ‘এজেন্সি’ ক্ষয়প্রাপ্ত। হার্ডি দেখান, টেসের নৈতিক সততা থাকলেও কাঠামোগত বাধ্যবাধকতা তাকে অ্যালেকের বলয়ে টেনে নেয়—এটাই পরবর্তী ধ্বংসের সূত্রপাত।

0
Updated: 11 hours ago
Which contrast most sharply structures Hardy’s spatial symbolism?
Created: 11 hours ago
A
Emminster vs. Sandbourne
B
Talbothays (fertility/joy) vs. Flintcomb-Ash (bleakness/industry)
C
Trantridge vs. Brazil
D
Marlott vs. London
হার্ডির স্থান-প্রতীকতত্ত্বে ট্যালবথেইস ও ফ্লিন্টকম্ব-অ্যাশ হলো দুটি মেরু। ট্যালবথেইস—সবুজ, জলের শব্দ, গাভী, সংগীত, প্রেম—টেসের সেরা দিন, উর্বরতা ও আশার প্রতীক। বিপরীতে ফ্লিন্টকম্ব-অ্যাশ—পাতলা মাটি, তীব্র শীত, মেশিনের কর্কশ শব্দ—শিল্পায়নের নিষ্ঠুরতা, মানবিকতার ক্ষয়, এবং টেসের শ্রম-দাসত্বের চিত্র।
এই কনট্রাস্ট কেবল পরিবেশগত নয়; প্লট, থিম ও আবেগের কাঠামোও এতে বাঁধা—ভালো সময় বনাম খারাপ সময়, প্রকৃতির কোলে প্রেম বনাম যন্ত্রের তলে ক্লান্তি। ফলে পাঠক টেসের আভ্যন্তরীণ যাত্রাকেও স্থান-রূপকে অনুভব করে।

0
Updated: 11 hours ago
Who is the main female character in Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella

0
Updated: 1 month ago
What is the symbolic meaning of Prince’s death?
Created: 4 days ago
A
Tess’s family gains wealth
B
Foreshadows Tess’s tragic destiny
C
Angel decides to marry Tess
D
Tess becomes wealthy
Prince ছিল টেসের পরিবারের একমাত্র ঘোড়া। দুর্ঘটনায় Prince মারা গেলে পরিবার ধ্বংসের দিকে যায়। এই ঘটনা কেবল আর্থিক ক্ষতি নয়, বরং প্রতীকীভাবে টেসের জীবনের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে দেখিয়েছেন যে নিয়তির হাত থেকে কেউ রেহাই পায় না।
Prince-এর মৃত্যু টেসকে Alec-এর কাছে নিয়ে যায়, আর সেখান থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়। এটি Hardy-এর fatalism বা ভাগ্যনির্ভর দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক। ছোট একটি দুর্ঘটনা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় ট্র্যাজেডি।

0
Updated: 4 days ago