Which best synthesizes Hardy’s social thesis across class, church, and law?
A
Society finally redeems the innocent
B
Institutions are neutral backdrops
C
Interlocking institutions (class snobbery, religious hypocrisy, legal formalism) crush the morally innocent
D
Personal will alone conquers fate
উত্তরের বিবরণ
হার্ডির সামাজিক থিসিস একক কারণে নয়—বহুমাত্রিক যন্ত্রে টেস পিষ্ট। শ্রেণি—‘নকল’ নামধারীর ক্ষমতা বনাম প্রকৃত বংশ-গরিবির অসহায়তা; চার্চ—অবৈধ শিশুর বাপ্তিস্ম অস্বীকার, নৈতিক ভণ্ডামি; আইন—অ্যালেকের দীর্ঘ শোষণ অদণ্ডিত থেকে টেসের একক হত্যায় ‘ফুল-স্টপ’। এগুলো পরস্পরকে খাইয়ে দেয়: নাম-গৌরবের মোহ টেসকে ট্র্যান্টরিজে ঠেলে, ধর্ম তাকে করুণা না দিয়ে কঠোর নিয়মে বিচার করে, আইন ‘কনটেক্সট’ দেখার বদলে ‘অ্যাক্ট’কে বিচ্ছিন্ন করে।
ফলত নৈতিকভাবে নির্দোষ এক নারী কাঠামোগত শক্তির কাছে হার মানে। হার্ডি এই সমন্বিত সমালোচনায় উপন্যাসকে ব্যক্তিগত দুঃখের সীমা ছাড়িয়ে বৃহত্তর মানব/সামাজিক ট্র্যাজেডিতে উন্নীত করেছেন।

0
Updated: 11 hours ago
Why does Hardy place Tess’s final arrest at Stonehenge at dawn?
Created: 11 hours ago
A
To provide a scenic tourist moment
B
To align sacrificial imagery with a new day’s indifferent light
C
To ensure villagers can watch
D
To hide the arrest from Angel
ভোরের আলো—নতুন শুরুর প্রতিচ্ছবি; কিন্তু টেসের ক্ষেত্রে এটি এক নিরাবেগ, নির্বিকার আলোকসাধনা, যেন প্রকৃতি-সময়ের মহাযন্ত্র টেসকে ব্যক্তিগত করুণার ঊর্ধ্বে নিয়ে গিয়ে ‘আচারগত’ পরিসমাপ্তি ঘটাচ্ছে। স্টোনহেঞ্জের প্রাচীন বেদির ওপর ক্লান্ত টেস—বলিদানের পশুর ভঙ্গিতে শুয়ে—ভোরে ধরা পড়ে; এই সময় নির্বাচন প্রতীকি।
আলো এখানে দয়া নয়, বরং ব্রহ্মাণ্ডের শীতল নিয়মের সাক্ষী। হার্ডি এই নান্দনিক দৃশ্যায়নে টেসের ব্যক্তিগত অপরাধ/নির্দোষতার বিতর্ককে ছাপিয়ে ‘মানব বনাম মহাবিধান’-এর অনুভব জাগান, যা ন্যাচারালিস্ট ন্যারেটিভে গভীর দার্শনিক অনুরণন তোলে।

0
Updated: 11 hours ago
In which year was Tess of the d’Urbervilles first published?
Created: 4 days ago
A
1881
B
1891
C
1901
D
1911
টেস অব দ্য ডি’আর্বারভিলস উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালে। এটি ছিল থমাস হার্ডির সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিক উপন্যাসগুলোর একটি। প্রকাশনার সময় উপন্যাসটি ভিক্টোরিয়ান সমাজে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, কারণ হার্ডি এখানে নারীর যৌনতা, সামাজিক ভণ্ডামি এবং নৈতিকতার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ভিক্টোরিয়ান যুগ ছিল কঠোর নৈতিকতার যুগ, যেখানে একজন নারী যদি কোনো কারণে "অশুদ্ধ" বলে গণ্য হতো, তবে তাকে সমাজ থেকে সম্পূর্ণভাবে বর্জন করা হতো। হার্ডি এই উপন্যাসের সাবটাইটেল দিয়েছেন — “A Pure Woman Faithfully Presented”। এখানে তিনি সাহসিকতার সঙ্গে ঘোষণা করেন যে, টেস সামাজিকভাবে "অশুদ্ধ" হলেও প্রকৃত অর্থে সে ছিল পবিত্র এবং নিষ্পাপ। প্রকাশের পর এই সাহসী সাবটাইটেলটি ভিক্টোরিয়ান পাঠকদের মধ্যে আঘাত হানে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে উপন্যাসটি ইংরেজি সাহিত্যের ক্লাসিক হিসেবে স্বীকৃতি পায়। তাই ১৮৯১ সাল শুধু প্রকাশনার তারিখই নয়, ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, যেখানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যিক সাহসিকতা নতুন আলোচনার জন্ম দেয়।

0
Updated: 4 days ago
"In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Flintcomb-Ash described as bleak and industrial?"
Created: 10 hours ago
A
To show progress
B
To symbolize Tess’s suffering and dehumanization
C
To highlight Alec’s wealth
D
To show Angel’s return
Flintcomb-Ash Hardy বর্ণনা করেছেন এক কঠিন, শীতল, যান্ত্রিক পরিবেশ হিসেবে। এখানে টেসকে যন্ত্রের সঙ্গে কাজ করতে হয়, যা তাকে প্রায় আঘাত করে। এই বর্ণনা গ্রামীণ জীবনের মানবিক সৌন্দর্য হারিয়ে যাওয়া এবং শিল্পায়নের কষ্টকর দিককে তুলে ধরে। Flintcomb-Ash হলো টেসের দুঃখ ও অসহায়তার প্রতীক।

0
Updated: 10 hours ago