What is the climax of the novel?
A
Angel’s return from Brazil
B
Tess’s confession to Angel
C
Tess killing Alec
D
Tess working at Flintcomb-Ash
উত্তরের বিবরণ
উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো টেসের হাতে Alec-এর মৃত্যু। এটি হলো উপন্যাসের ক্লাইম্যাক্স। দীর্ঘদিন ধরে Alec টেসকে শোষণ করেছে, আর Angel Clare তাকে ছেড়ে গেছে। যখন Angel ফিরে আসে, টেস বুঝতে পারে তার জীবনের একমাত্র পথ হলো Alec-কে হত্যা করা।
এই কাজের মাধ্যমে টেস সমাজ, পুরুষতন্ত্র ও নিয়তির বিরুদ্ধে প্রতিশোধ নেয়। Hardy এই দৃশ্যটিকে ট্র্যাজিক হলেও ন্যায্য হিসেবে দেখিয়েছেন। এটি টেসের হতাশার পরিণতি এবং তার চরিত্রের শক্তির প্রকাশ।

0
Updated: 11 hours ago
In Tess of the d’Urbervilles, why is Angel Clare’s return from Brazil important?
Created: 11 hours ago
A
It brings hope but also tragedy
B
It saves Tess completely
C
It kills Alec
D
It changes nothing
Angel ব্রাজিল থেকে ফিরে আসে টেসকে খুঁজতে। এটি প্রথমে আশা জাগায় যে তাদের মিলন ঘটবে। কিন্তু সে ফিরে আসে অনেক দেরিতে। টেস তখন Alec-এর সঙ্গে বাধ্য হয়ে বসবাস করছে।
Angel-এর প্রত্যাবর্তন তাই ট্র্যাজিক—সে ভালোবাসা ফেরায়, কিন্তু তা আর টেসকে বাঁচাতে পারে না। Hardy এখানে দেখিয়েছেন, ভালোবাসা যদি দেরিতে আসে তবে তা শুধু কষ্ট বাড়ায়।

0
Updated: 11 hours ago
What does Flintcomb-Ash symbolize in the novel?
Created: 4 days ago
A
Fertility and joy
B
Harshness and suffering
C
Romance and beauty
D
Tess’s noble ancestry
Flintcomb-Ash হলো টেসের সবচেয়ে কঠিন কর্মস্থল। এখানে শিল্পযন্ত্র, ঠাণ্ডা আবহাওয়া আর নিষ্ঠুর মানুষদের মাঝে টেসকে কাজ করতে হয়। Hardy Flintcomb-Ash-কে প্রতীক করেছেন মানুষের জীবনের কঠিন বাস্তবতার। এখানে টেসের আনন্দ নেই, বরং কষ্ট আর হতাশা আছে। এটি শিল্পায়নের কারণে গ্রামীণ জীবনের ক্ষতির প্রতীকও বটে।

0
Updated: 4 days ago
What is Flintcomb-Ash a symbol of?
Created: 4 days ago
A
Romantic love
B
Harsh industrial life
C
Noble ancestry
D
Religious salvation
Flintcomb-Ash হলো সেই কৃষিখামার যেখানে টেসকে প্রচণ্ড কষ্ট করতে হয়। এখানে প্রকৃতির সৌন্দর্য নেই, বরং আছে শিল্পায়নের কষ্টকর বাস্তবতা। Hardy Flintcomb-Ash-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা শিল্পায়নের ফলে গ্রামীণ জীবনের উপর চাপ সৃষ্টি করেছিল।
টেস এখানে মেশিনে কাজ করে, প্রচণ্ড ঠাণ্ডায় শ্রম দেয়, আর সমাজের অবহেলার শিকার হয়। এটি টেসের জীবনের দুঃখ ও সংগ্রামের চূড়ান্ত রূপ। Flintcomb-Ash দেখায় যে কেবল মানুষ নয়, প্রকৃতিও টেসের বিরুদ্ধে কাজ করছে। তাই এটি Hardy-এর naturalism এবং social realism-এর মিলিত রূপ।

0
Updated: 4 days ago