What is the symbolic role of nature in the novel?
A
It supports Tess’s freedom
B
It mirrors Tess’s joys and sorrows
C
It symbolizes only wealth
D
It is irrelevant
উত্তরের বিবরণ
Hardy nature-কে শুধু পটভূমি হিসেবে ব্যবহার করেননি, বরং চরিত্রের অনুভূতি প্রকাশের মাধ্যম করেছেন। Talbothays-এর সবুজ প্রকৃতি টেসের প্রেম ও সুখের প্রতীক।
আর Flintcomb-Ash-এর কঠিন আবহাওয়া তার দুঃখ ও সংগ্রামের প্রতীক। এভাবে প্রকৃতি টেসের আবেগ ও জীবনের উত্থান-পতনের সাথে যুক্ত। এটি Hardy-এর pathetic fallacy ব্যবহারের উদাহরণ।

0
Updated: 11 hours ago
Which narrative intervention most clearly reveals Hardy’s deterministic stance?
Created: 11 hours ago
A
Pure dialogue without comment
B
Angel’s diary entries
C
Authorial intrusions that moralize outcomes (e.g., closing line about “President of the Immortals”)
D
Letters between Tess and her mother
হার্ডি তৃতীয়-পুরুষ সর্বজ্ঞ বর্ণনায় মাঝে মাঝে লেখক-স্বরে মন্তব্য রাখেন—এগুলোই ‘অথোরিয়াল ইন্ট্রুশন’। যেমন, উপন্যাসের বিখ্যাত সমাপ্তির বাক্যে—“President of the Immortals…”—তিনি প্রায় দেব-নিয়তির খেলায় টেসের জীবনের পরিসমাপ্তি ঘোষণা করেন। এই ধরণের ‘হস্তক্ষেপ’ কেবল প্লট বয়ান নয়; বরং নৈতিক-দর্শনিক ব্যাখ্যা, যা পাঠককে নির্দেশনা দেয়—এই বিশ্বে একটি অদৃশ্য, অনমনীয় শক্তি মানুষকে নাচায়। শুধু সংলাপ বা চিঠি এসব দার্শনিকতার ওজন বহন করতে পারে না; অথোরিয়াল ভাষ্য তা সম্ভব করে।
ন্যাচারালিজম, ফেটালিজম, এবং সামাজিক সমালোচনার টানাপোড়েনে হার্ডি এই কৌশল দিয়ে ‘টেস’-এর ট্র্যাজেডিকে ব্যক্তিগত ভুলের বাইরে নিয়ে গিয়ে ‘মানব-অবস্থার’ ট্র্যাজেডি হিসেবে প্রতিষ্ঠা করেন।

0
Updated: 11 hours ago
In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Tess often described as a “daughter of nature”?
Created: 10 hours ago
A
She lives in the forest
B
Her innocence, simplicity, and connection with nature
C
She is a farmer’s wife
D
She is uneducated
Hardy বারবার টেসকে প্রকৃতির সন্তান হিসেবে বর্ণনা করেছেন। কারণ সে নিষ্পাপ, সহজ-সরল এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
Talbothays-এ তার প্রেমের সময় প্রকৃতি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু Flintcomb-Ash-এ প্রকৃতিও তার কষ্টের প্রতীক হয়ে ওঠে। Hardy টেসকে প্রাকৃতিক জীবনের প্রতীক বানিয়ে দেখিয়েছেন, কিভাবে সমাজ প্রকৃতির সরলতাকে ধ্বংস করে।

0
Updated: 10 hours ago
In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Alec’s death at the hands of Tess ironic?
Created: 10 hours ago
A
He becomes a saint before dying
B
He had just regained power over Tess
C
He forgave Tess
D
He planned to marry Angel
Alec আবার টেসকে নিজের জীবনে টেনে এনেছিল এবং পরিবারকে সাহায্য করছিল। কিন্তু ঠিক তখনই টেস তাকে হত্যা করে। এই মৃত্যু ব্যঙ্গাত্মক, কারণ Alec ভেবেছিল সে আবারও জয়ী হয়েছে। Hardy Alec-এর মৃত্যুর মাধ্যমে দেখিয়েছেন, ভণ্ডামি আর লালসার অবসান কেবল হঠাৎ করেই হয়। এটি টেসের হতাশার প্রতিশোধও বটে।

0
Updated: 10 hours ago