What is the meaning of Hardy’s phrase “President of the Immortals had ended his sport with Tess”?
A
Society forgives Tess
B
Fate has finished destroying Tess’s life
C
Angel saves Tess
D
Alec survives
উত্তরের বিবরণ
উপন্যাসের শেষে Hardy লিখেছেন: “The President of the Immortals had ended his sport with Tess.” এখানে তিনি বোঝাতে চান যে টেস নিয়তির হাতে খেলনার মতো ছিল। শেষ পর্যন্ত তার জীবনের খেলা শেষ হলো মৃত্যুর মাধ্যমে।
এই উক্তি Hardy-এর fatalism-এর সবচেয়ে শক্তিশালী প্রতীক। তিনি মনে করতেন, মানুষ প্রকৃতি ও নিয়তির কাছে অসহায়। টেসের মৃত্যু তাই কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং মানব জীবনের অসহায়তার প্রতীক।

0
Updated: 11 hours ago
What is Hardy’s main criticism in the novel?
Created: 4 days ago
A
Industrial growth
B
Victorian morality and injustice against women
C
Lack of education
D
Political corruption
Hardy উপন্যাসে দেখিয়েছেন, কিভাবে Victorian সমাজ নারীদের প্রতি নিষ্ঠুর ও ভণ্ডামীপূর্ণ ছিল। পুরুষদের পাপ সহজে ক্ষমা করা হতো, কিন্তু নারীরা সারা জীবনের জন্য কলঙ্কিত হতো।
টেস কোনো দোষ না করেও "fallen woman" হিসেবে চিহ্নিত হয়। Hardy এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার বার্তা স্পষ্ট — প্রকৃত পবিত্রতা অন্তরের, শরীরের নয়।

0
Updated: 4 days ago
Why does Hardy place Tess’s final arrest at Stonehenge at dawn?
Created: 11 hours ago
A
To provide a scenic tourist moment
B
To align sacrificial imagery with a new day’s indifferent light
C
To ensure villagers can watch
D
To hide the arrest from Angel
ভোরের আলো—নতুন শুরুর প্রতিচ্ছবি; কিন্তু টেসের ক্ষেত্রে এটি এক নিরাবেগ, নির্বিকার আলোকসাধনা, যেন প্রকৃতি-সময়ের মহাযন্ত্র টেসকে ব্যক্তিগত করুণার ঊর্ধ্বে নিয়ে গিয়ে ‘আচারগত’ পরিসমাপ্তি ঘটাচ্ছে। স্টোনহেঞ্জের প্রাচীন বেদির ওপর ক্লান্ত টেস—বলিদানের পশুর ভঙ্গিতে শুয়ে—ভোরে ধরা পড়ে; এই সময় নির্বাচন প্রতীকি।
আলো এখানে দয়া নয়, বরং ব্রহ্মাণ্ডের শীতল নিয়মের সাক্ষী। হার্ডি এই নান্দনিক দৃশ্যায়নে টেসের ব্যক্তিগত অপরাধ/নির্দোষতার বিতর্ককে ছাপিয়ে ‘মানব বনাম মহাবিধান’-এর অনুভব জাগান, যা ন্যাচারালিস্ট ন্যারেটিভে গভীর দার্শনিক অনুরণন তোলে।

0
Updated: 11 hours ago
Why does Tess refuse Angel’s first marriage proposal?
Created: 4 days ago
A
She dislikes him
B
She feels unworthy because of her past
C
She wants to marry Alec
D
Her parents stop her
Angel Clare প্রথমবার যখন টেসকে বিয়ের প্রস্তাব দেন, টেস সঙ্গে সঙ্গে তা মেনে নেয় না। কারণ তার মনে তখনও গভীর অপরাধবোধ ছিল। Alec d’Urberville-এর প্রতারণার পর সমাজ তাকে কলঙ্কিত করেছে, আর টেস মনে করে সে আর কোনো পুরুষের ভালোবাসার যোগ্য নয়। এভাবেই Hardy টেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করেন। তার আত্মা ছিল নিষ্পাপ, কিন্তু সমাজের চোখে সে "অশুদ্ধ"।
টেসের দ্বিধা দেখায়, ভিক্টোরিয়ান যুগে একজন নারী নিজের অতীত নিয়ে কতটা আতঙ্কিত থাকতো। এই প্রত্যাখ্যানের মাধ্যমে Hardy সমাজের অন্যায় মানসিকতার সমালোচনা করেছেন এবং টেসের চরিত্রকে আরও মহৎ করেছেন।

0
Updated: 4 days ago