Why does Retty Priddle attempt suicide?
A
She loses her job
B
She is rejected by Angel Clare
C
She quarrels with Marian
D
She is forced to marry Groby
উত্তরের বিবরণ
Retty Priddle ছিলেন Talbothays-এর দুধকন্যাদের একজন। তিনি Angel Clare-কে গভীরভাবে ভালোবাসতেন। কিন্তু Angel টেসকে বেছে নিলে Retty মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যার চেষ্টা করে। তার এই প্রচেষ্টা উপন্যাসে নারীর হৃদয়ের ভাঙন ও ভালোবাসার অসহায়তা প্রকাশ করে।
Hardy দেখিয়েছেন কিভাবে সাধারণ মেয়েরাও সমাজের অবহেলায় দুঃখ পেত। Retty-এর আত্মহত্যার চেষ্টা টেসের ট্র্যাজিক গল্পকে আরও করুণ করে তোলে, কারণ টেসও একরকম ধ্বংসের দিকে এগোচ্ছিল।

0
Updated: 11 hours ago
Identify the novelist behind "Tess of the d'Urbervilles".
Created: 3 weeks ago
A
Charles Dickens
B
George Eliot
C
Robert Browning
D
Thomas Hardy
• The novelist behind "Tess of the d'Urbervilles" is – Thomas Hardy.
• Tess of D'Urbervilles
-
প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালের জুলাই–ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে।
-
একই বছর এটি তিনটি ভলিউমে বই আকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসটি কিছু কারণে বিতর্কের জন্ম দেয়।
-
Victorian fiction-এর তুলনায় এটি কিছুটা ভিন্ন।
-
কাহিনী কেন্দ্র করে গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণীর একটি মেয়ে, Tess Durbeyfield।
-
উপন্যাসে যৌনতা এবং ধর্মীয় বিষয়ও বিতর্কিত উপাদান হিসেবে আছে।
-
উপন্যাসে উনিশ শতকের গ্রামীণ ইংল্যান্ডে মেয়েদের অসহায়ত্ব এবং বিত্তশালী শ্রেণীর লালসা চিত্রিত।
• Important Characters
-
Alec d'Urberville
-
John Durbeyfield
-
Tess Durbeyfield
-
Angel Clare
-
Sorrow
• Thomas Hardy
-
পরিচিত Pessimistic Novelist হিসেবে।
-
Regional Novelist and Poet – একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে সকল সাহিত্যকর্মের জন্য।
-
Victorian age-এর শ্রেষ্ঠ্য Novelist এবং Short Story Writer।
-
ছোটবেলা গ্রামে কাটে।
-
তিনি একজন English Novelist and Poet।
-
উপন্যাসগুলোর সময়কাল Victorian period, তবে কিছু ছোটগল্প আধুনিক যুগে রচিত।
Source: Britannica

0
Updated: 3 weeks ago
“Why is Tess executed at the end of Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles?”
Created: 10 hours ago
A
For murdering Alec
B
For betraying Angel
C
For burning a church
D
For stealing land
Alec বারবার টেসের জীবন নষ্ট করেছে। শেষে টেস রাগ, হতাশা ও ভালোবাসার টানে Alec-কে হত্যা করে। এই কাজের জন্য আইন তাকে মৃত্যুদণ্ড দেয়। Hardy এখানে Victorian আইন ব্যবস্থার নিষ্ঠুরতাকে দেখিয়েছেন।
Alec একজন প্রতারক ও ভণ্ড হলেও সমাজ তাকে শাস্তি দেয়নি, বরং টেসকেই শাস্তি দিল। এটি অন্যায়ের চরম উদাহরণ। টেসের মৃত্যু তাই শুধু অপরাধের ফল নয়, বরং সমাজের দ্বিচারিতা ও fate-এর প্রতীক।

0
Updated: 10 hours ago
Which motif repeatedly foreshadows violence and irreversible loss?
Created: 11 hours ago
A
Milk and butter
B
Harp music
C
Blood imagery (Prince’s blood, chafed hands, red stains)
D
Church bells only
উপন্যাসে রক্ত-চিত্র বারবার ফিরে আসে—প্রিন্সের রক্তাক্ত মৃত্যু, শ্রমে ক্ষত-বিক্ষত হাত, লাল-কালোর প্রতীকী মেলবন্ধন—সবই আসন্ন ক্ষয়-ক্ষতির অশুভ বার্তা। এটি কেবল ‘ভায়োলেন্স’ নয়; বরং ভাগ্য-নির্ধারিত, সময়ের সঙ্গে গেঁথে থাকা ‘লোস’-এর সংকেত।
অ্যালেকের সঙ্গে টেসের সম্পর্কের ‘রেড’ টোন, স্ট্রবেরি/গোলাপের লাল ছটা, এমনকি ফ্লিন্টকম্ব-অ্যাশের খটখটে শীতের মধ্যে চামড়া ফেটে রক্ত—সব মিলিয়ে হার্ডি ‘সেন্সরি সিম্বলিজম’ দিয়ে ট্র্যাজিক আভা গাঢ় করেন।

0
Updated: 11 hours ago