তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
A
২০০২
B
২০০৬
C
২০০৯
D
২০১১
উত্তরের বিবরণ
বাংলাদেশে তথ্য অধিকার আইন, ২০০৯ মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। এই আইনটি প্রণয়ন ও কার্যকর হওয়ার বিভিন্ন ধাপ নিচের মতো:
-
২৯ মার্চ, ২০০৯: বাংলাদেশ জাতীয় সংসদ দ্বারা তথ্য অধিকার আইন, ২০০৯ পাস করা হয়।
-
৫ এপ্রিল, ২০০৯: মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করে আইনটি।
-
৬ এপ্রিল, ২০০৯: আইনটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।
-
আইনটির ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতিত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ থেকে কার্যকর হয়।
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ১ জুলাই, ২০০৯ থেকে কার্যকর হয়।
তথ্য অধিকার আইন মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।
0
Updated: 1 month ago
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
Created: 1 month ago
A
ফরিদপুর
B
রংপুর
C
জামালপুর
D
শেরপুর
কৃষি পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী শীর্ষ উৎপাদনকারক অঞ্চলসমূহ
কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২৩ অনুযায়ী, পাট উৎপাদনের ক্ষেত্রে বিভাগ ও জেলা অনুসারে শীর্ষ স্থানগুলো হলো:
-
বিভাগ হিসেবে: ঢাকা বিভাগ সর্বোচ্চ পাট উৎপাদন করে, মোট ২৯,৪৬,৪৮৬ বেলস।
-
জেলা হিসেবে: ফরিদপুর জেলা সর্বোচ্চ পাট উৎপাদন করে, মোট ৯,৯১,৮৭৫ বেলস।
ধান, গম, ভূট্টা, তুলা, চা, তামাক এবং আলুর ক্ষেত্রে শীর্ষ জেলা সমূহ:
-
ধান: ময়মনসিংহ
-
গম: ঠাকুরগাঁও
-
ভূট্টা: দিনাজপুর
-
তুলা: ঝিনাইদহ
-
চা: মৌলভীবাজার
-
তামাক: কুষ্টিয়া
-
পাট: ফরিদপুর
-
আলু: রংপুর
উৎস: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২৩
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
Created: 1 month ago
A
১০ নং সেক্টর
B
১১ নং সেক্টর
C
৮ নং সেক্টর
D
৯ নং সেক্টর
মুক্তিযুদ্ধে ১০ নং সেক্টর
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ১৯৭১ সালের ১১ এপ্রিল মুজিবনগর সরকার সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
এর মধ্যে ১০ নং সেক্টর ছিল বিশেষ নৌ সেক্টর।
-
এ সেক্টরটি দেশের সমুদ্র অঞ্চল ও নৌপথের দায়িত্বে ছিল।
-
এই সেক্টরে আলাদা কোনো স্থায়ী সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়নি।
-
যে এলাকায় নৌ-অভিযান পরিচালিত হতো, সেখানকার সেক্টর কমান্ডারই সাময়িকভাবে ১০ নং সেক্টরের দায়িত্ব পালন করতেন।
১০ নং সেক্টরের উদ্যোক্তারা
ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আটজন বাঙালি কর্মকর্তা এই নৌবাহিনী গঠনের উদ্যোগ নেন। তাঁরা হলেন—
-
গাজী মোহাম্মদ রহমতউল্লাহ (চীফ পেটি অফিসার)
-
সৈয়দ মোশাররফ হোসেন (পেটি অফিসার)
-
আমিন উল্লাহ শেখ (পেটি অফিসার)
-
আহসান উল্লাহ (এম.ই-১)
-
এ.ডব্লিউ. চৌধুরী (আর.ও-১)
-
বদিউল আলম (এম.ই-১)
-
এ.আর. মিয়া (ই.এন-১)
-
আবেদুর রহমান (স্টুয়ার্ড-১)
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন?
Created: 1 month ago
A
মুশফিক
B
তামিম
C
সাব্বির
D
লিটন দাস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ইতিহাস
-
টেস্ট স্ট্যাটাস অর্জন: ২০০০ সালে।
-
প্রথম টেস্ট ম্যাচ: ২০০০ সালের ১০ নভেম্বর, ভারতের বিরুদ্ধে।
-
অধিনায়ক: নাইমুর রহমান।
-
-
প্রথম টেস্ট জয়: ২০০৫ সালে, জিম্বাবুয়ের বিরুদ্ধে চট্টগ্রামে।
-
প্রথম টেস্ট সেঞ্চুরি: আমিনুল ইসলাম বুলবুল।
-
প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম।
-
প্রথম ১০০০ রান সংগ্রাহক: হাবিবুল বাশার।
বিশেষ মুহূর্ত:
-
বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে, কলম্বোতে।
-
শততম টেস্টে সেঞ্চুরি করেছেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
-
রেকর্ডধারী কৃতিত্ব:
-
মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি সংগ্রাহক হিসেবে নাম লেখান।
-
২০০১ সালে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্টের তৃতীয় দিনে আশরাফুল সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করেন।
-
সূত্র: ESPN Cricinfo
0
Updated: 1 month ago