'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' গ্রন্থ দুটি কে রচনা করেন?
A
বিজয়সেন
B
বল্লালসেন
C
লক্ষ্মণসেন
D
জয়দেব সেন
উত্তরের বিবরণ
সেন রাজা বল্লালসেন একজন সুপণ্ডিত রাজা ছিলেন এবং তিনি ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ নামক দুটি বিখ্যাত স্মৃতিশাস্ত্র গ্রন্থ রচনা করেন।
বল্লাল সেন:
-
বিজয় সেনের মৃত্যুর পর আনুমানিক ১১৬০ সালে তার পুত্র বল্লাল সেন সিংহাসনে আরোহণ করেন।
-
তিনি রাজ্য জয়ের চেয়ে দেশের ভেতরে উন্নয়ন, নতুন প্রথা চালু এবং সংস্কারের কাজে বেশি মনোযোগী ছিলেন।
-
গোবিন্দপালকে পরাজিত করে মগধের পূর্বাঞ্চল অধিকার করেন।
-
কথিত আছে যে, তিনি তাঁর পিতার রাজত্বকালে মিথিলা জয় করেন।
-
বল্লাল সেন ছিলেন বিদ্যান ও বিদ্যোৎসাহী রাজা।
-
তিনি ব্রতসাগর, আচারসাগর, প্রতিষ্ঠাসাগর, দানসাগর, অদ্ভুতসাগর নামে পাঁচটি গ্রন্থ রচনা করেন।
-
কৌলিন্য প্রথার প্রবর্তক হিসেবে ইতিহাসে বিশেষভাবে পরিচিত।
-
পিতার ন্যায় তিনি শৈব ধর্মের অনুগামী ছিলেন।
-
ধর্মপ্রচারে তার বিশেষ আগ্রহ ছিল।
-
তিনি তার পিতার অন্যান্য উপাধির সঙ্গে ‘অরিরাজ নিঃশঙ্কর’ উপাধি গ্রহণ করেন।
-
আনুমানিক ১৮ বছর রাজত্ব করার পর বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যভার হস্তান্তর করেন এবং সস্ত্রীক ত্রিবেণীর কাছে গঙ্গাতীরে বাণপ্রস্থ অবলম্বন করে শেষ জীবন অতিবাহিত করেন।
সূত্র:

0
Updated: 11 hours ago
মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
Created: 14 hours ago
A
গৌড়
B
পাটলিপুত্র
C
বিক্রমপুর
D
তাম্রলিপ্ত
চন্দ্রগুপ্ত মৌর্য ও মৌর্য সাম্রাজ্য
-
মৌর্য সাম্রাজ্য ভারতের ইতিহাসে প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য।
-
এর প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি খ্রিস্টপূর্ব ৩২২–২৯৮ অব্দ পর্যন্ত রাজত্ব করেন।
-
সাম্রাজ্যের কেন্দ্রীয় রাজধানী ছিল পাটলিপুত্র, যা বর্তমান ভারতের বিহারের পাটনা শহরের কাছে অবস্থিত।
-
চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকেই সর্বভারতীয় শাসন ব্যবস্থা ও চিন্তা-চেতনার প্রসার শুরু হয়।
-
এই সময়ে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার বৃদ্ধি পায়।
-
তার প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য, যিনি অর্থনীতি ও শাসনব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সূত্র:

0
Updated: 14 hours ago
বর্তমানে দেশের কোন রপ্তানি পণ্যের উপর সর্বোচ্চ মার্কিন শুল্ক দিতে হয়? [আগস্ট,২০২৫]
Created: 6 days ago
A
তামাকজাত পণ্য
B
চামড়াবিহীন বিশেষ জুতা
C
রাবারের জুতা
D
শিশুদের কৃত্রিম তন্তুর সোয়েটার
মার্কিন বাণিজ্য কমিশনের তথ্য অনুযায়ী:
-
বর্তমানে বাংলাদেশের রপ্তানি পণ্যে সবচেয়ে বেশি শুল্ক প্রক্রিয়াজাত তামাক পণ্যে দিতে হয়।
-
যুক্তরাষ্ট্র এই পণ্য থেকে ৩৫০% শুল্ক আদায় করে।
-
নতুনভাবে ২০% পাল্টা শুল্ক যুক্ত হলে শুল্ক হার দাঁড়াবে ৩৭০%, অর্থাৎ প্রতি ১০০ মার্কিন ডলার মূল্যের তামাক পণ্যে শুল্ক দিতে হবে ৩৭০ ডলার।
-
উল্লেখ্য, বাংলাদেশ গত বছর যুক্তরাষ্ট্রে ৭৪ হাজার ডলারের তামাকজাত পণ্য রপ্তানি করেছে।
উৎস: প্রথম আলো [লিঙ্ক]

0
Updated: 6 days ago
’তথ্য অধিকার আইন’ কত সালে পাস হয়?
Created: 2 days ago
A
২০১১ সালে
B
২০০৭ সালে
C
২০০৯ সালে
D
২০১৩ সালে
তথ্য অধিকার আইন, ২০০৯ বাংলাদেশের জনগণের তথ্য অধিকার নিশ্চিত এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ আইন।
-
আইনটি ৬ এপ্রিল, ২০০৯ তারিখে পাশ হয়।
-
এ আইনকে তথ্য অধিকার আইন, ২০০৯ নামে অভিহিত করা হয়েছে।
-
আইন অনুযায়ী—
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতীত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ থেকে কার্যকর বলে গণ্য হবে।
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ধারা ১ জুলাই, ২০০৯ থেকে কার্যকর হবে।
-
উৎস:

0
Updated: 2 days ago