কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
উত্তরের বিবরণ
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।
0
Updated: 1 month ago
কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-
0
Updated: 1 month ago
NATO ভুক্ত মুসলিম দেশ কোনটি?
Created: 1 month ago
A
ইন্দোনেশিয়া
B
মরক্কো
C
আলবেনিয়া
D
কোনটি নয়
NATO (North Atlantic Treaty Organization)
-
পূর্ণরূপ: The North Atlantic Treaty Organization
-
প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯
-
গঠন ভিত্তি: উত্তর আটলান্টিক চুক্তি
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
প্রাথমিক সদস্য সংখ্যা: ১২টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩২টি দেশ
-
সর্বশেষ সদস্য: সুইডেন
-
মুসলিম সদস্য দেশ: তুরস্ক (১৯৫২), আলবেনিয়া (২০০৯)
-
নাটোর মিশন উদাহরণ: ISAF মিশন, আফগানিস্তান
-
মহাপরিচালক: Mark Rutte
সূত্র:
0
Updated: 1 month ago
গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় কবে?
Created: 2 months ago
A
২০০৮ সালে
B
২০১০ সালে
C
২০১২ সালে
D
২০১৩ সালে
Green Climate Fund (GCF):
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে (COP-16, Cancun, Mexico)।
-
সদরদপ্তর: ইয়েনচিয়ন (Incheon), দক্ষিণ কোরিয়া।
-
মূল উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় (mitigation ও adaptation) অর্থায়ন করা।
-
লক্ষ্যমাত্রা: বছরে 100 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ।
-
গুরুত্ব: এটি UNFCCC-এর আর্থিক প্রক্রিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক তহবিল।
👉 এই টপিকটি পড়ে "Environment & Climate Change" / "International Organizations" অধ্যায়ে প্রশ্ন আসতে পারে।
0
Updated: 2 months ago