শতবর্ষব্যাপী যুদ্ধের (Hundred Years’ War) কে জয় লাভ করে?
A
যুক্তরাষ্ট্র
B
ইংল্যান্ড
C
ফ্রান্স
D
জার্মানি
উত্তরের বিবরণ
শতবর্ষব্যাপী যুদ্ধ:
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- ১৩৩৭ সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করেন।
- এতে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ লেগে যায়, যা ১৪৫৩ সাল পর্যন্ত চলে।
- ইতিহাসে এটি শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত।
- 'জোয়ান অব আর্ক' ছিলেন ফ্রান্সের সেনাপতি।
- ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে ফ্রান্সকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই বীর কন্যা।
- এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।

0
Updated: 12 hours ago
বেনিতো মুসোলিনী কোন রাজনৈতিক মতাদর্শের নেতা ছিলেন?
Created: 4 weeks ago
A
রাজতন্ত্র
B
ফ্যাসিবাদ
C
কমিউনিজম
D
সমাজতন্ত্র
বেনিতো মুসোলিনী (Benito Mussolini)
-
পূর্ণ নাম: Benito Amilcare Andrea Mussolini
-
জন্মস্থান: ইতালি
-
রাজনৈতিক পরিচয়: ফ্যাসিবাদ নেতা
-
রাজনৈতিক আদর্শ: ফ্যাসিবাদ (Fascism) – একনায়কতান্ত্রিক, সামরিকতান্ত্রিক ও জাতীয়তাবাদী
-
প্রতিষ্ঠাতা: ইতালির ফ্যাসিস্ট পার্টি, ১৯১৯
-
ক্ষমতায় অধিষ্ঠিত: ইতালির প্রধানমন্ত্রী, ১৯২২–১৯৪৩
-
শাসনব্যবস্থা: একদলীয় একনায়কতন্ত্র; সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিস্ট একনায়ক হিসেবে আত্মপ্রকাশ
-
মূল দর্শন: রাষ্ট্রের ঊর্ধ্বে কিছু নেই, সবকিছু রাষ্ট্রের অধীনে
-
আন্তর্জাতিক জোট: অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির সাথে মিত্রতা
-
যুদ্ধ অংশগ্রহণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫) – ফ্যাসিস্ট জোটের পক্ষে ইতালিকে নেতৃত্ব দেন
-
পতন: ১৯৪৩, মিত্রবাহিনীর আক্রমণের মুখে সরকার পতন
-
মৃত্যু: ২৮ এপ্রিল ১৯৪৫, ইতালির উত্তরাঞ্চলে গণবিক্ষোভের মধ্যে, প্রেমিকা ক্লারেতার সাথে
উৎস: Britannica.com

0
Updated: 4 weeks ago
অটোয়া কনভেনশন কোন অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে?
Created: 4 weeks ago
A
পারমাণবিক
B
স্থলমাইন
C
রাসায়নিক
D
জৈব রাসায়নিক
অটোয়া কনভেনশন (Ottawa Convention)
-
অটোয়া কনভেনশন, যা “Mine Ban Treaty” বা “স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি” নামেও পরিচিত।
-
এই চুক্তি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন (Anti-Personnel Landmines) এর ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তর নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ডিসেম্বর ১৯৯৭ সালে কানাডার রাজধানী অটোয়ায়।
-
কার্যকর: ১ মার্চ ১৯৯৯ থেকে।
-
প্রধান উদ্দেশ্য: বিশ্বব্যাপী স্থলমাইন ব্যবহার বন্ধ করা এবং মানবিক ক্ষতি হ্রাস করা।
অংশগ্রহণকারী দেশসমূহ
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির সদস্য।
-
স্বাক্ষরকারী কিন্তু অননুমোদিত দেশ: মার্শাল দ্বীপপুঞ্জ।
-
অ-স্বাক্ষরকারী দেশ: ৩৪টি দেশ, এর মধ্যে উল্লেখযোগ্য—
-
যুক্তরাষ্ট্র (USA)
-
রাশিয়া (Russia)
-
চীন (China)
-
প্রভাব ও গুরুত্ব
-
এই চুক্তির ফলে স্বাক্ষরকারী দেশগুলো মাইন ধ্বংস করেছে এবং ব্যবহার বন্ধ করেছে।
-
অ-স্বাক্ষরকারী অনেক দেশও বাস্তবে চুক্তির শর্ত মানছে এবং মজুদ ধ্বংস করছে।
-
স্থলমাইন দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশসমূহ হলো:
-
আফগানিস্তান,
-
অ্যাঙ্গোলা,
-
কম্বোডিয়া,
-
চাদ,
-
ইরাক,
-
ইউক্রেন।
-

0
Updated: 4 weeks ago
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর 'সুইজারল্যান্ডের জেনেভায়' অবস্থিত?
Created: 13 hours ago
A
UNDP
B
UNFPA
C
UNEP
D
UNAIDS
• UNAIDS:
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
• অপরদিকে:
- UNDP এর সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNEP এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- UNFPA এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

0
Updated: 13 hours ago