কোন সভ্যতা আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামে পরিচিত?
A
প্রথম মেসোপটেমীয় সভ্যতা
B
হেলেনিস্টিক সভ্যতা
C
মিশরীয় সভ্যতা
D
হেলেনিক সভ্যতা
উত্তরের বিবরণ
হেলেনিস্টিক সভ্যতা
- গ্রিকবীর আলেকজান্ডার কর্তৃক পারস্য সাম্রাজ্য ও উত্তর আফ্রিকা বিজয়ের পরবর্তী সময়ে এসব অঞ্চলে গ্রিক সংস্কৃতির প্রসার ঘটে।
- এতে করে গ্রিক সংস্কৃতি ও তার বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে যে সভ্যতা বা সংস্কৃতি গড়ে উঠেছিলো তা হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিতি পায়।
- হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্রভূমি ছিলো মিশরের আলেকজান্দ্রিয়া।
- যার কারণে একে অনেক ক্ষেত্রে আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামেও ডাকা হয়।
- হেলেনিস্টিক সভ্যতা খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩১ অব্দ পর্যন্ত টিকেছিলো।
- রোমানদের হাতে হেলেনিস্টিক সভ্যতার পতন ঘটে।
অন্যদিকে,
- গ্রিসের মূল ভূখণ্ডে খ্রিস্টপূর্ব ৫০৭ থেকে খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ সময়ে গড়ে উঠা সভ্যতা হেলেনিক সভ্যতা নামে পরিচিত।

0
Updated: 12 hours ago
হাজার হ্রদের দেশ-
Created: 4 weeks ago
A
অস্ট্রেলিয়া
B
অস্ট্রেলিয়া
C
মিশর
D
ফিনল্যান্ড
পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম
-
নিশীথ সূর্যের দেশ: নরওয়ে
-
সূর্যোদয়ের দেশ: জাপান
-
নিষিদ্ধ দেশ: তিব্বত
-
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড
-
নীল নদের দেশ: মিশর
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
পিরামিডের দেশ: মিশর
উৎস: Britannica.com

0
Updated: 4 weeks ago
V-20 জোট গঠনের উদ্যোক্তা কে?
Created: 4 weeks ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
ক্লাইমেট ভালনারেবল ফোরাম
C
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
D
বিশ্বব্যাংক
V-20 বা Vulnerable Twenty Group
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের একটি জোট।
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম সভা: লিমা, পেরু
-
উদ্যোক্তা: Climate Vulnerable Forum (CVF)
-
প্রাথমিক ২০টি সদস্য দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম
-
বর্তমান সদস্য দেশ: ৭০ টি [আগস্ট, ২০২৫]
উৎস: V-20 ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
বর্তমানে গম উৎপাদনে শীর্ষ দেশ- [ আগস্ট, ২০২৫]
Created: 4 weeks ago
A
রাশিয়া
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
ইউক্রেন
গম উৎপাদন শীর্ষ দেশসমূহ
১. চীন – বর্তমান শীর্ষ গম উৎপাদক দেশ
২. ভারত – গম উৎপাদনে দ্বিতীয়
৩. রাশিয়া – গম উৎপাদনে তৃতীয়
৪. যুক্তরাষ্ট্র – গম উৎপাদনে চতুর্থ

0
Updated: 4 weeks ago