জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোথায়?
A
যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে
B
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে
C
জার্মানির বন শহরে
D
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে
উত্তরের বিবরণ
জাতিসংঘ
- জাতিসংঘের নামকরণ করেন এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৪ অক্টোবর - জাতিসংঘ দিবস।
এছাড়াও,
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।
- জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় এবং কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত।
- জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলেইশ।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি ইত্যাদি বিষয় উল্লেখ করা
হয়েছে।

0
Updated: 12 hours ago
স্টারলিংক প্রকল্পের প্রতিষ্ঠাতা কে?
Created: 4 weeks ago
A
জেফ বেজোস
B
ইলন মাস্ক
C
টিম কুক
D
ল্যারি পেজ
স্টারলিংক ইন্টারনেট (Starlink Internet)
-
প্রকার: স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা
-
প্রণালী: অরবিটাল স্যাটেলাইট নেটওয়ার্ক
-
মালিক: ইলন মাস্কের SpaceX
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম প্রোটোটাইপ কক্ষপথে চালু: ২০১৮
-
উৎক্ষেপিত স্যাটেলাইট সংখ্যা: প্রায় ১,০০০
-
বিশেষত্ব: মার্কিন নভোচারী প্রতিষ্ঠান SpaceX-কে ইন্টারনেট সরবরাহ করে
উৎস: Starlink ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
OPCW শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
Created: 4 weeks ago
A
২০১০ সালে
B
২০০৭ সালে
C
২০১৩ সালে
D
২০১৫ সালে
OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭
-
সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ড
-
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
-
-
সমর্থনকারী দেশ: ১৯৩টি
-
স্বাক্ষর করেনি: দক্ষিণ সুদান, মিশর, উত্তর কোরিয়া
-
ইসরায়েল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন দেয়নি
-
বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করেছে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়
-
উল্লেখযোগ্য অর্জন: OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে
উৎস: OPCW ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
'কুড়িল দ্বীপপুঞ্জ' নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
Created: 3 days ago
A
চীন ও কোরিয়া
B
রাশিয়া ও জাপান
C
ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড
D
জাপান ও চীন
কুরিল দ্বীপপুঞ্জ হলো রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ দ্বীপসমূহ, যা ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
-
কুরিল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত
-
অবস্থান: জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এই দ্বীপগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে
-
প্রশান্ত মহাসাগরের চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে, যার মধ্যে কুরিল দ্বীপপুঞ্জ অন্যতম
-
এই বিতর্কিত দ্বীপগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হলো কুনাশির
-
চারটি দ্বীপকে জাপান তাদের নর্দান টেরিটরি হিসেবে দাবি করে
-
এই বিরোধের কারণে রাশিয়া ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিচুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে পারেনি
তথ্যসূত্র:

0
Updated: 3 days ago