কত সালে 'Central Treaty Organization' চুক্তি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়?
A
২০২৫ সালে
B
১৯৮৯ সালে
C
২০২৪ সালে
D
১৯৭৯ সালে
উত্তরের বিবরণ
Central Treaty Organization:
- CENTO এর পূর্ণরূপ: Central Treaty Organization.
- CENTO একটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চুক্তি, যা বাগদাদ চুক্তি (Baghdad Pact) নামেও পরিচিত।
- এই চুক্তি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- চুক্তির মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট প্রভাব থেকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াকে সুরক্ষা প্রদান করা।
- CENTO-এর সদস্য দেশগুলো ছিল: ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান, যুক্তরাজ্য।
- সদরদপ্তর: আঙ্কারা, তুরস্ক।
এছাড়াও,
- ১৯৫৯ সালের আগে পর্যন্ত এই সংস্থার সদরদপ্তর ছিল ইরাকের বাগদাদে।
- ইরাক ১৯৫৯ সাল সদস্যপদ প্রত্যাহার করে নেয়, ফলে সদরদপ্তর বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় স্থানান্তর করা হয়।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় এবং শাহ-এর পতনের পর দেশটি এই সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
- CENTO আনুষ্ঠানিকভাবে ১৯৭৯ সালে বিলুপ্ত হয়।
0
Updated: 1 month ago
ANZUS- সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
Created: 2 months ago
A
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
B
কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
C
যুক্তরাষ্ট্র ,কানাডা, ও নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
ANZUS
-
পূর্ণরূপ: Australia, New Zealand, United States Security Treaty
-
ধরন: সামরিক জোট
-
প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর ১৯৫১
-
সদস্য সংখ্যা: ৩টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উৎস: ANZUS ওয়েবসাইট
0
Updated: 2 months ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
Created: 3 weeks ago
A
ইসরায়েল ও ইরান
B
ইসরায়েল ও মিশর
C
সৌদি আরব ও ইরান
D
ইরাক ও ইরান
১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিডে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
ক্যাম্প ডেভিড চুক্তি:
-
এই চুক্তির মাধ্যমে মিশর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে প্রথম শান্তি প্রতিষ্ঠা করে।
-
১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন চুক্তিতে স্বাক্ষর করেন।
-
চুক্তি অনুযায়ী, ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে এবং মিশর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
-
এর ফলশ্রুতিতে ১৯৭৯ সালে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
-
চুক্তির কারণে মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা হয় এবং অনেক আরব দেশ এটি বিরোধিতা করে।
0
Updated: 3 weeks ago
ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
মার্কিন ডলার
B
কুয়েতি দিনার
C
ব্রিটিশ পাউন্ড
D
ওমানি রিয়াল
সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস বিশ্বের প্রভাবশালী ১০টি মুদ্রার তালিকা প্রকাশ করেছে, যেখানে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে কুয়েতি দিনার শীর্ষে রয়েছে।
-
এক কুয়েতি দিনারে প্রায় ৩.২৬ মার্কিন ডলার বিনিময় করা যায়।
-
বাংলাদেশি টাকায় এর মান প্রায় ৩৯৭ টাকা।
-
অন্যদিকে, এক মার্কিন ডলারের মূল্য প্রায় ০.৩১ কুয়েতি দিনার।
-
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনি দিনার, এবং তৃতীয় অবস্থানে রয়েছে ওমানের রিয়াল।
0
Updated: 3 weeks ago