বর্তমানে এশিয়ায় কতটি দেশ 'Least Developed Countries' হিসেবে স্বীকৃত?
A
৩২টি
B
৪৪টি
C
৬টি
D
৮টি
উত্তরের বিবরণ
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ বলতে সেসব দেশ বুঝায় যেগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন অপর্যাপ্ত।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।
- বাংলাদেশ ২০২৬ সালে LDC থেকে উর্ত্তীণ হবে।

0
Updated: 12 hours ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 4 weeks ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 4 weeks ago
ভিয়েনা কনভেনশন-১৯৬১ এর প্রধান উদ্দেশ্য কী
Created: 4 weeks ago
A
কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তা
B
যুদ্ধবিরতি চুক্তি গঠন
C
সামরিক সহযোগিতা বৃদ্ধি
D
বাণিজ্য চুক্তি প্রতিষ্ঠা
আন্তর্জাতিক বিষয়াবলি
ILO-International Labour Organisation
আন্তর্জাতিক বিষয়াবলী
কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা
No subjects available.
ভিয়েনা কনভেনশন-১৯৬১
-
চুক্তির নাম: Vienna Convention on Diplomatic Relations
-
উদ্দেশ্য: স্বাগতিক দেশকে কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা প্রদান।
-
গৃহীত হয়: ১৮ এপ্রিল ১৯৬১
-
কার্যকর হয়: ২৪ এপ্রিল ১৯৬৪
-
স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
-
ধারা: ভিয়েনা কনভেনশনে মোট ৫৩টি ধারা রয়েছে।
-
চুক্তি লঙ্ঘন: কোনো দেশ যদি এই ধারার বিরুদ্ধে কাজ করে, তবে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়।
-
সাক্ষর: ১৯৬৫ সালে ভারত, এবং ১৯৭৮ সালে বাংলাদেশ এই চুক্তিতে সই করে।
মূল উদ্দেশ্য:
-
রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও পরিচালনার নিয়ম নির্ধারণ করা।
-
কূটনীতিকদের অধিকার ও দায়িত্ব স্পষ্ট করা।
-
কূটনৈতিক মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
OIC-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 4 weeks ago
A
রিয়াদ, সৌদি আরব
B
কায়রো, মিশর
C
রাবাত, মরক্কো
D
লাহোর, পাকিস্তান
ওআইসি (OIC – Organisation of Islamic Cooperation)
-
সংজ্ঞা ও প্রকার:
-
ইসলামি সহযোগিতা সংস্থা ও মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, রাবাত সম্মেলন, মরক্কো
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬৯, রাবাত, মরক্কো
-
আনুষ্ঠানিক যাত্রা শুরু: ১৯৭২
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি (আগস্ট, ২০২৫)
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
-
সাম্প্রতিক ঘটনা:
-
ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন: তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
-
উৎস: OIC ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago