কোন জলপ্রপাত ‘মোজি-ওয়া-তুনিয়া’ নামে পরিচিত?
A
নায়াগ্রা জলপ্রপাত
B
ভিক্টোরিয়া জলপ্রপাত
C
অ্যাঞ্জেল জলপ্রপাত
D
ক্যাইয়েট্যুর জলপ্রপাত
উত্তরের বিবরণ
জলপ্রপাত:
- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি।
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’।
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০০ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে।
- ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে।
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়।
- ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’।
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া।
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।
0
Updated: 1 month ago
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC এর সদস্য?
Created: 1 month ago
A
বলিভিয়া
B
চিলি
C
পেরু
D
সুরিনাম
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট, যা বিশেষ করে ইসলামি বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করে। OIC-এর পূর্ণরূপ হলো The Organisation of Islamic Cooperation।
-
গঠিত প্রেক্ষাপট: ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরানোর ঘটনা
-
গঠন পদ্ধতি: রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রতিষ্ঠার স্থান: মরক্কো
-
প্রতিষ্ঠিত তারিখ: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম) – আগস্ট, ২০২৫
-
মহাসচিবের মেয়াদ: ৫ বছর
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৫৭টি (আগস্ট, ২০২৫)
-
দক্ষিণ আমেরিকার দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC-এর সদস্য
-
ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য
-
বাংলাদেশ প্রথমবার অংশগ্রহণ করে ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি কোনটি?
Created: 1 month ago
A
মন্ট্রিল প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কিয়োটো প্রটোকল
D
কোনটিই নয়
মন্ট্রিল প্রটোকল হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চুক্তি, যা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে।
-
চুক্তির উদ্দেশ্য: ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন কমিয়ে ওজোনস্তরকে সুরক্ষিত রাখা
-
গৃহীত হওয়ার তারিখ: ১৬ সেপ্টেম্বর ১৯৮৭, কানাডার মন্ট্রিল শহরে
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি ১৯৮৯
-
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।
0
Updated: 2 months ago