কিয়োটো প্রটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়?
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
জাপান
D
জার্মানি
উত্তরের বিবরণ
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

0
Updated: 12 hours ago
রাফাল (Rafale) যুদ্ধবিমান কোন দেশের তৈরী?
Created: 4 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
উৎপাদক ও তথ্য:
-
কোম্পানি: ড্যাসল্ট অ্যাভিয়েশন (Dassault Aviation)
-
প্রথম উড্ডয়ন: ১৯৮৬
-
ফরাসি বিমান বাহিনীতে প্রবর্তন: ২০০৬
-
ফরাসি নৌবাহিনীতে প্রবর্তন: ২০০৪
-
ধরণ: Omnirole / মাল্টিরোল ফাইটার
-
প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী ও দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী অপারেশন, পারমাণবিক প্রতিরক্ষা
ভারতের সাথে সম্পর্ক:
-
২০২৫ সালের মে মাসে ভারত রাফাল বিমান ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ চালায়
-
ভারত বর্তমানে ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে
-
ফ্রান্স থেকে আরও ২৬টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে
প্রাসঙ্গিক বিষয়: আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি / সামরিক বিমান প্রযুক্তি
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন

0
Updated: 4 weeks ago
নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
Created: 2 weeks ago
A
শিল্প
B
ভবন নির্মাণ
C
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
D
পরিবহন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
সাম্রাজ্যের পতন
No subjects available.
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের মতো সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।
-
প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
খাতভিত্তিক বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
-
বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত → প্রায় ৩৪%
-
কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়।
-
এর ফলে প্রচুর পরিমাণে CO₂ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
-
-
শিল্প খাত → প্রায় ২৪%
-
কৃষি, বনায়ন ও ভূমি ব্যবহার → প্রায় ২২%
-
পরিবহন খাত → প্রায় ১৫%
-
ভবন নির্মাণ খাত → প্রায় ৬%
উৎস: U.S. Environmental Protection Agency (EPA.gov)

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি G-20 এর সদস্য দেশ নয়? [ আগস্ট,২০২৫]
Created: 4 weeks ago
A
চীন
B
নরওয়ে
C
অস্ট্রেলিয়া
D
ভারত
ChatGPT said:

0
Updated: 4 weeks ago