নিচের কোন সংস্থাটির সদর দপ্তর 'সুইজারল্যান্ডের জেনেভায়' অবস্থিত?
A
UNDP
B
UNFPA
C
UNEP
D
UNAIDS
উত্তরের বিবরণ
• UNAIDS:
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
• অপরদিকে:
- UNDP এর সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNEP এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- UNFPA এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
0
Updated: 1 month ago
’স্কটল্যান্ড ইয়ার্ড’ কোন দেশের পুলিশ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
স্কটল্যান্ড
C
নেদারল্যান্ড
D
অস্ট্রিয়া
স্কটল্যান্ড ইয়ার্ড হলো লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের প্রচলিত নাম এবং যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ পুলিশ সংস্থা।
-
এটি লন্ডন শহরে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ তদন্তে প্রধান ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠা: ১৮২৯
-
উদ্যোক্তা: তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট পিল
-
প্রথম অফিস: স্কটল্যান্ড প্লেস রাস্তায় অবস্থিত
-
নামের উৎস: এলাকার নাম থেকে “Scotland Yard” প্রচলিত হয়
-
বর্তমান নাম: New Scotland Yard
উৎস:
0
Updated: 1 month ago
গ্রিনপিস কোন ঘটনার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল?
Created: 3 weeks ago
A
পরমাণু পরীক্ষা
B
চেরনোবিল দুর্ঘটনা
C
জলবায়ু পরিবর্তন
D
ফুকুশিমা দুর্ঘটনা
গ্রিনপিস হলো একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতায় প্রতিষ্ঠিত হয়।
গ্রিনপিস:
-
প্রতিষ্ঠিত: ১৯৭১ সালে, ব্রিটিশ কলাম্বিয়াতে।
-
উদ্দেশ্য: আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করা।
-
প্রতিষ্ঠাতারা: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।
-
সদর দপ্তর: নেদারল্যান্ডস, আমস্টারডাম।
0
Updated: 3 weeks ago
'পালাউ' কোন মহাদেশে অবস্থিত?
Created: 1 month ago
A
এশিয়া
B
দক্ষিণ আমেরিকা
C
ইউরোপ
D
ওশেনিয়া
পালাউ আনুষ্ঠানিকভাবে পালাউ প্রজাতন্ত্র, এটি একটি দ্বীপ দেশ এবং ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
পালাউ সম্পর্কিত তথ্য:
-
আয়তন: ১৮৯ বর্গ মাইল (৪৯০ বর্গ কিমি)
-
রাজধানী: মেলেকোক
-
সরকারী ভাষা: পালাউয়ান, ইংরেজি
-
ধর্ম: খ্রিস্টান ধর্ম, প্রধানত রোমান ক্যাথলিক
-
মুদ্রা: মার্কিন ডলার
0
Updated: 1 month ago