'টেবিল টেনিস' কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?
A
চীন
B
ইন্দোনেশিয়া
C
মালয়েশিয়া
D
ইংল্যান্ড
উত্তরের বিবরণ
জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত।
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।
অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।
0
Updated: 1 month ago
বর্তমানে চাল রপ্তানিতে শীর্ষ কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চীন
B
ভিয়েতনাম
C
থাইল্যান্ড
D
ভারত
চাল রপ্তানি
-
শীর্ষ রপ্তানিকারক দেশ: ভারত
-
রপ্তানি পরিমাণ (২০২৪-২৫): প্রায় ১৮ মিলিয়ন মেট্রিক টন
-
বিশ্ব বাজারে অংশ: প্রায় ৪০%
-
প্রধান প্রকার: বাসমতি ও নন-বাসমতি চাল
র্যাংকিং:
-
ভারত
-
থাইল্যান্ড
-
ভিয়েতনাম
0
Updated: 2 months ago
ইন্টারপোলের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি?[সেপ্টেম্বর,২০২৫]
Created: 1 month ago
A
১৯৫টি
B
১৯৬টি
C
১৯৪টি
D
১৯৭টি
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এর বর্তমান সদস্য ১৯৬টি দেশ। [সেপ্টেম্বর,২০২৫]
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
0
Updated: 1 month ago
WMO এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
World Maritime Organization
B
World Marine Life Organization
C
World Meteorological Organization
D
World Meteorologic Organization
• WMO:
- পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।(সেপ্টেম্বর, ২০২৫)
0
Updated: 1 month ago