কোন যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন?
A
পানিপথের যুদ্ধ
B
হিদাসপিসের যুদ্ধ
C
কলিঙ্গের যুদ্ধ
D
তরাইনের যুদ্ধ
উত্তরের বিবরণ
কলিঙ্গ যুদ্ধের বিশাল রক্তপাত ও ধ্বংসযজ্ঞ সম্রাট অশোককে গভীরভাবে ব্যথিত করে, যার প্রভাব তাকে যুদ্ধনীতি পরিত্যাগ করতে এবং বৌদ্ধধর্ম গ্রহণ করতে উদ্বুদ্ধ করে।
সম্রাট অশোক:
-
তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিম্বিসারের পুত্র।
-
২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন।
-
সিংহাসনে আরোহণের চার বছর পর, ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে তাঁর অভিষেক অনুষ্ঠিত হয়।
-
পূর্বসুরীদের সাম্রাজ্য সম্প্রসারণনীতি অনুসরণ করেন।
-
পাটলীপুত্র থেকে বিশাল সাম্রাজ্য শাসন করতেন।
-
রাজত্বের ১৩তম বছরে কলিঙ্গ যুদ্ধে জয় লাভ করেন।
-
পরবর্তী সময়ে মৌর্য সম্রাটদের চিরাচরিত দ্বিগ্বিজয় নীতি পরিত্যাগ করে ঘোষণা করেন যে তাঁর পুত্র ও প্রপৌত্ররা ভবিষ্যতে যুদ্ধ করবে না।
-
বহু জনহিতকর কাজ করেন।
-
২৩২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেন।
-
প্রায় ৪০ বছর শাসন করার পর ২৩২ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য বিষয়সমূহ:
-
কলিঙ্গ যুদ্ধের রক্তক্ষয়ী অভিজ্ঞতা অশোকের রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিভঙ্গীতে বৃহৎ পরিবর্তন আনে।
-
তিনি একজন নীতিবান শাসকে পরিণত হন।
-
সেই সময় থেকে জীবনব্যাপী বিশ্বশান্তি ও ন্যায়নিষ্ঠ শাসন প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করেন।
-
জীবনের অবশিষ্ট সময়ে অহিংসা ও ধ্যানে মনোনিবেশ করেন।
-
সৌহার্দ্য, মানবতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে অপরের প্রীতি অর্জনকেই তিনি প্রকৃত বিজয় হিসেবে গ্রহণ করেন।
-
অশোকের প্রচারিত ধর্মের মূল বিষয় ছিল গুরুজনদের প্রতি শ্রদ্ধা, জীবদয়া, সত্যবাদিতা ইত্যাদি।
সূত্র:

0
Updated: 12 hours ago
অপারেশন সার্চলাইটের সময় ঢাকা শহরের বাইরে নেতৃত্ব দেন কে?
Created: 14 hours ago
A
জেনারেল খাদিম হোসেন রাজা
B
লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি
C
জেনারেল রাও ফরমান আলী
D
জেনারেল টিক্কা খান
অপারেশন সার্চলাইট
-
সংজ্ঞা ও উদ্দেশ্য: অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত সশস্ত্র অভিযান, যার উদ্দেশ্য ছিল পাকিস্তানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী মুক্তিকামী বাঙালিদের কঠোর হস্তে দমন করা।
-
পরিচালনার সময়কাল: অভিযান শুরু হয় ২৫ মার্চ রাত সাড়ে এগারটা থেকে এবং মধ্য মে পর্যন্ত বড় বড় শহরে বিস্তৃত হয়।
-
মূল সময়সূচি ও নেতৃত্ব:
-
মূল পরিকল্পনা অনুসারে অভিযান শুরু হওয়ার সময় ছিল ২৬ মার্চ রাত ১টা।
-
ঢাকায় অভিযানে নেতৃত্ব দেন জেনারেল রাও ফরমান আলী।
-
ঢাকার বাইরের অঞ্চলে নেতৃত্ব দেন জেনারেল খাদিম হোসেন রাজা।
-
সূত্র:

0
Updated: 14 hours ago
বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান -
Created: 1 week ago
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৭টি
সুশাসনের উপাদান:
-
বিভিন্ন সংস্থা ও তাত্ত্বিকদের মতে সুশাসনের মূল উপাদান ভিন্ন।
-
Asian Development Bank (ADB): ৪টি উপাদান
-
UNDP: ৯টি উপাদান
-
World Bank: ৬টি উপাদান
-
United Nations (UN): ৮টি উপাদান
-
African Development Bank (AFDB): ৫টি উপাদান
-
International Development Agency (IDA): ৪টি উপাদান
-
কৌটিল্য (প্রাচীন অর্থশাস্ত্রবিদ): ৪টি উপাদান
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Created: 15 hours ago
A
নূরুল আমিন
B
খাজা নাজিমুদ্দীন
C
আতাউর রহমান খান
D
এ. কে. ফজলুল হক
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নূরুল আমিন নেতৃত্বাধীন মুসলিম লীগ সরকার ১৪৪ ধারা জারি করেছিল এবং ছাত্রদের মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল।
-
ফিরোজ খান নুন ছিলেন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর।
-
পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ।
-
প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
-
পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নূরুল আমিন।
-
ভাষা আন্দোলন ছিল বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম উল্লেখযোগ্য ঘটনা।
-
এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
-
ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৭ সালে এবং এটি চূড়ান্ত রূপ পায় ১৯৫২ সালে।
সূত্র:

0
Updated: 15 hours ago