ওরাওঁ জনগােষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
A
রাজশাহী-দিনাজপুর
B
বরগুনা-পটুয়াখালী
C
রাঙামাটি-বান্দরবান
D
সিলেট-হবিগঞ্জ
উত্তরের বিবরণ
ওরাওঁ জনগোষ্ঠী বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচিত। এ জনগোষ্ঠীর মানুষ প্রধানত রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে।
-
অবস্থান: ওরাওঁ জনগোষ্ঠী মূলত রাজশাহী, রংপুর ও দিনাজপুরে বসবাস করে।
-
ভাষা: তারা কুঁড়ুখ ভাষায় কথা বলে, যা দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত একটি আদি ও কথ্য ভাষা।
-
লিপি: কুঁড়ুখ ভাষার নিজস্ব বর্ণমালা নেই।
-
অতিরিক্ত ভাষা: কুঁড়ুখ ভাষার পাশাপাশি ওরাওঁ জনগোষ্ঠীর মধ্যে সাদরি ভাষাও প্রচলিত রয়েছে।
-
সাংস্কৃতিক উৎসব: ওরাওঁ সমাজের পার্বণিক উৎসবের মধ্যে প্রধান হল ফাগুয়া।

0
Updated: 12 hours ago
বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
Created: 2 weeks ago
A
ব্র্যাক ব্যাংক
B
ডাচ-বাংলা ব্যাংক
C
এবি ব্যাংক
D
সোনালী ব্যাংক
বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার ইতিহাস
-
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
-
২০১১ সালের ৩১ মার্চ, সিটিসেল ও বাংলালিংকের মাধ্যমে ডাচ্বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা শুরু করে।
-
বর্তমানে ডাচ্বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবাটি “রকেট” নামে পরিচিত।
-
প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।
-
পরে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে “বিকাশ” সেবা চালু হয়।
-
২০১৯ সালের মার্চে ডাক বিভাগের “নগদ” সেবা শুরু হয়।
-
বর্তমানে বিকাশ, রকেট, মাই ক্যাশ, উপায়, শিওর ক্যাশ সহ প্রায় ১৫টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে।
উৎস: ডেইলি স্টার রিপোর্ট ও সংশ্লিষ্ট ব্যাংক।

0
Updated: 2 weeks ago
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
Created: 1 week ago
A
ক্যাপ্টেন এম মনসুর আলী
B
তাজউদ্দীন আহমদ
C
এ. এইচ. এম কামারুজ্জামান
D
খন্দকার মোশতাক আহমদ
মুজিবনগর সরকার (১৯৭১)
-
মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।
-
পরবর্তীতে এই সরকার আনুষ্ঠানিকভাবে ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে এবং ইতিহাসে এটি মুজিবনগর সরকার নামে পরিচিত হয়।
সরকারের প্রধান পদাধিকারীরা
-
রাষ্ট্রপতি – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (তৎকালীন সময়ে পাকিস্তানে কারাবন্দী থাকায় তাঁর অনুপস্থিতিতেই দায়িত্ব নির্ধারিত হয়)।
-
উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম।
-
প্রধানমন্ত্রী – তাজউদ্দিন আহমেদ।
-
স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী – এ. এইচ. এম. কামরুজ্জামান।
-
অর্থ ও বাণিজ্যমন্ত্রী – এম. মনসুর আলী।
-
পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী – খন্দকার মুশতাক আহমেদ।
এই সরকার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে, মুক্তিযোদ্ধাদের পরিচালনা করতে এবং রাজনৈতিক নেতৃত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী

0
Updated: 1 week ago
ECNEC-এর চেয়ারম্যান বা সভাপতি কে?
Created: 2 weeks ago
A
অর্থমন্ত্রী
B
প্রধানমন্ত্রী
C
পরিকল্পনামন্ত্রী
D
স্পীকার
একনেক (ECNEC)
-
পূর্ণরূপ: Executive Committee of the National Economic Council (ECNEC)
-
প্রতিষ্ঠা: ১৯৮২ সালে
-
চেয়ারম্যান/সভাপতি: প্রধানমন্ত্রী
-
বিকল্প সভাপতি: অর্থমন্ত্রী
-
সদস্য: পরিকল্পনা মন্ত্রী
-
মূল কাজ: দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রকল্প অনুমোদন ও পর্যালোচনা করা
তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ

0
Updated: 2 weeks ago