জাতিসংঘ সনদের কত নং ধারা অনুসারে 'সনদ সংশোধন করা যেতে পারে'?
A
৪৯ নং ধারা
B
১০৮ নং ধারা
C
৪৬ নং ধারা
D
১১০ নং ধারা
উত্তরের বিবরণ
জাতিসংঘ সনদ (UN Charter):
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।
- ১০৮ ধারা অনুযায়ী সনদ সংশোধন করা যেতে পারে।
- প্রথমে সংশোধনী সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত হতে হবে।
- তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোসহ জাতিসংঘের দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রে স্ব স্ব সংবিধান অনুযায়ী তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।
অন্যদিকে,
- ধারা ৪৯: নিরাপত্তা পরিষদ কর্তৃক স্থিরীকৃত কর্মপন্থা অনুসরণ করার জন্য জাতিসংঘের সদস্যরা পারস্পরিক সহযোগিতা প্রদানে স্বীকৃত থাকবে।
- ধারা ৪৬: সামরিক বাহিনী নিয়োগ-সম্পর্কিত পরিকল্পনাদি সামরিক স্টাফ কমিটির সহায়তায় নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রণীত হবে।

0
Updated: 13 hours ago
কোন সভ্যতা আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামে পরিচিত?
Created: 12 hours ago
A
প্রথম মেসোপটেমীয় সভ্যতা
B
হেলেনিস্টিক সভ্যতা
C
মিশরীয় সভ্যতা
D
হেলেনিক সভ্যতা
হেলেনিস্টিক সভ্যতা
- গ্রিকবীর আলেকজান্ডার কর্তৃক পারস্য সাম্রাজ্য ও উত্তর আফ্রিকা বিজয়ের পরবর্তী সময়ে এসব অঞ্চলে গ্রিক সংস্কৃতির প্রসার ঘটে।
- এতে করে গ্রিক সংস্কৃতি ও তার বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে যে সভ্যতা বা সংস্কৃতি গড়ে উঠেছিলো তা হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিতি পায়।
- হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্রভূমি ছিলো মিশরের আলেকজান্দ্রিয়া।
- যার কারণে একে অনেক ক্ষেত্রে আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামেও ডাকা হয়।
- হেলেনিস্টিক সভ্যতা খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩১ অব্দ পর্যন্ত টিকেছিলো।
- রোমানদের হাতে হেলেনিস্টিক সভ্যতার পতন ঘটে।
অন্যদিকে,
- গ্রিসের মূল ভূখণ্ডে খ্রিস্টপূর্ব ৫০৭ থেকে খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ সময়ে গড়ে উঠা সভ্যতা হেলেনিক সভ্যতা নামে পরিচিত।

0
Updated: 12 hours ago
নেপালের সর্বশেষ রাজা ছিলেন—
Created: 4 weeks ago
A
জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
B
মহেন্দ্র বীর বিক্রম শাহ
C
বীরেন্দ্র বীর বিক্রম শাহ
D
পৃথ্বী নারায়ণ শাহ
নেপালের রাজতন্ত্র সম্পর্কিত তথ্য
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
-
শাসনকাল: ২০০১–২০০৮ (রাজতন্ত্র বিলুপ্ত হওয়া পর্যন্ত)
-
রাজধানী: কাঠমান্ডু
-
মুদ্রা: নেপালি রুপি
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
প্রথম রাজা: পৃথ্বী নারায়ণ শাহ (১৭৬৮ সালে কাঠমান্ডু জয় ও ঐক্যবদ্ধ রাজ্য প্রতিষ্ঠা)
উৎস: Britannica.com

0
Updated: 4 weeks ago
যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন সিরিজ কোনটি? [আগস্ট,২০২৫]
Created: 4 weeks ago
A
লস এঞ্জেলেস ক্লাস
B
ভার্জিনিয়া ক্লাস
C
সিওউল্ফ ক্লাস
D
ওহাইও ক্লাস
আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন (US Fast Attack Submarines)
-
ধরন ও ক্লাস:
১. ভার্জিনিয়া-ক্লাস (Virginia-class) – সবচেয়ে আধুনিক
২. সিওউল্ফ-ক্লাস (Seawolf-class)
৩. লস অ্যাঞ্জেলেস-ক্লাস (Los Angeles-class / 688-class) -
ভার্জিনিয়া-ক্লাসের বৈশিষ্ট্য:
-
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম
-
বিশেষ অভিযান এবং ডুবুরি অপারেশনের জন্য সুবিধা (Lock-in/Lock-out chamber)
-
বর্তমানে ২৪টি সক্রিয় ভার্জিনিয়া-ক্লাস সাবমেরিন
-
-
কিছু উদাহরণ:
-
USS Hawaii
-
USS North Carolina
-
USS Missouri
-
উৎস: প্রথম আলো

0
Updated: 4 weeks ago