What is the
ratio of one-fourth of 9/20 and three-fourths of the same number?
A
1 : 2
B
3 : 2
C
1 : 3
D
2 : 5
উত্তরের বিবরণ
Question: What is the ratio of one-fourth of 9/20 and three-fourths of the same number?
Solution:
one-fourth of 9/20 is {(1/4) × (9/20)} = 9/80
three-fourth of 9/20 is {(3/4) × (9/20)} = 27/80
∴ ratio = 9/80 : 27/80 = 9 : 27 = 1 : 3
0
Updated: 4 days ago
(9x2 + 6x + 1 = 0) সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
Created: 1 month ago
A
অমূলদ ও অসমান
B
বাস্তব ও অসমান
C
অবাস্তব ও অসমান
D
বাস্তব ও সমান
গণিত
অসমতা (Inequality)
বীজগণিত (Algebra)
সরল সমীকরণ (Simple/linear equation)
সরলীকরণ (Simplification)
প্রশ্ন: (9x2 + 6x + 1 = 0) সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো 9x2 + 6x + 1 = 0
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই,
a = 9
b = 6
c = 1
এখন, সমীকরণের নিশ্চায়ক (D) নির্ণয় করি।
D = b2 - 4ac
= (6)2 - 4 × 9 × 1
= 36 - 36
= 0
যেহেতু, নিশ্চায়ক (D) এর মান শূন্য, তাই মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
∴ মূলদ্বয়ের প্রকৃতি: বাস্তব ও সমান।
0
Updated: 1 month ago
A = {2, 3, 5} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
Created: 2 months ago
A
3 টি
B
7 টি
C
8 টি
D
9 টি
প্রশ্ন: A = {2, 3, 5} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
সমাধান:
দেওয়া আছে,
A = {2, 3, 5}
A সেটের উপাদান = 3 টি
∴ A এর প্রকৃত উপসেট = 2n - 1
= 23 - 1
= 8 - 1
= 7 টি
0
Updated: 2 months ago
x³-5x+6 < 0 এর সমাধান-
Created: 5 days ago
A
2 ≤ x < 3
B
2 < x < 3
C
2 < x ≤ 3
D
2 ≤ x ≤ 3
সমাধান:
প্রথমে, সমীকরণ এর মূল খুঁজে বের করি।
সাধারণ ফ্যাক্টরিং পদ্ধতিতে:
তাহলে মূলগুলো:
ইনটেরভাল টেস্ট:
মূলগুলো ক্রমান্বয়ে সাজাই:
-
(নেতিবাচক)
-
(ধনাত্মক)
-
(নেতিবাচক)
-
(ধনাত্মক)
প্রশ্নে , অর্থাৎ নেতিবাচক।
নেতিবাচক অংশ:
উত্তর (দেওয়া অপশনের মধ্যে):
দ্রষ্টব্য: মূল যাচাই অনুযায়ী, মূলটি হলে সমীকরণ শূন্য, তাই strict inequality অনুযায়ী হলে সমাধান থাকবে।
উত্তর: 2 < x < 3
0
Updated: 5 days ago