A
রফিকুল ইসলাম
B
রশীদ করিম
C
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
D
কর্নেল সিদ্দিক মালিক
উত্তরের বিবরণ
‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ বই ও লেখক পরিচিতি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’। এই বইটি রচনা করেছেন মেজর জেনারেল সুখওয়ান্ত সিং, যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে দায়িত্ব পালন করেন।
বইটির পূর্ণ নাম হলো:
‘Indian War Since Independence: The Liberation of Bangladesh’ (প্রকাশকাল: ১৯৯৮)।
এই গ্রন্থে তিনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধকৌশল, ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা এবং বাংলাদেশ সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে। তথ্যসমৃদ্ধ এবং বিশ্লেষণমূলক এই বইটি মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত।
সূত্র:
দৈনিক প্রথম আলো, জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago