ইতালিতে ফ্যাসিবাদী শাসনের সূচনা কত সালে মুসোলিনির নেতৃত্বে ঘটে
A
১৯২০ সালে
B
১৯২২ সালে
C
১৯২৪ সালে
D
১৯২৬ সালে
উত্তরের বিবরণ
• ফ্যাসিবাদ:
- ইতালিয় শব্দ 'ফ্যাসিমো' এসেছে 'ফ্যাসিও' থেকে, অন্যদিকে 'ফ্যাসিও' শব্দটি এসছে ল্যাটিন শব্দ 'ফ্যাসেস' থেকে।
- এর অর্থ হচ্ছে, লাঠি, কাঠ বা রডের আটি, যেটি একত্রে বেধে রাখা হয়।
- ‘ফ্যাসিজম’ হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণআন্দোলন, যেটি ১৯১৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সংঘটিত হয়েছিল।
- ‘ফ্যাসিজম’ বা ‘ফ্যাসিবাদ’ আন্দোলনের মধ্য দিয়ে উগ্র-ডানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ইউরোপে।
- এই মতাদর্শে বিরোধীদের কোন জায়গা ছিল না।
- ফ্যাসিবাদের মূলমন্ত্র: ক্ষমতার কেন্দ্রীকরণ, ব্যক্তি স্বাধীনতার অবমূল্যায়ন, উগ্র জাতীয়তাবাদ।
- ১৯২২ সালে, মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেন এবং তার শাসনব্যবস্থা দ্রুত অন্যান্য দেশে প্রভাব বিস্তার করে।
অন্যদিকে,
⇒ জার্মানিতে হিটলারের নেতৃত্বে ‘নাৎসিজম’ বা ‘নাৎসিবাদ’– এর উত্থান হয়। এটি ছিল ‘ফ্যাসিজম’ এর একটি রূপ।
- ‘ফ্যাসিবাদ’ উত্থানের মধ্য দিয়ে ইউরোপে হিটলার ও মুসোলিনির মতো বিতর্কিত নেতার উদ্ভব হয়।
- ফ্যাসিস্টরা মার্ক্সবাদীদের বিরোধী ছিল।

0
Updated: 13 hours ago
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় কবে?
Created: 4 weeks ago
A
১৯৮৯ সালে
B
১৯৯৫ সালে
C
১৯৯০ সালে
D
১৯৯৭ সালে
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
স্বাক্ষর ও স্থান: কিয়োটো, জাপান, ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
সংক্ষিপ্ত বিবরণ: এটি জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি
-
উদ্দেশ্য: কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস করা
-
উল্লেখযোগ্য তথ্য:
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ সুদান প্রটোকলটি সমর্থন করেনি
-
২০১২ সালে কানাডা নিজেকে প্রটোকল থেকে প্রত্যাহার করে
-
উৎস: Britannica

0
Updated: 4 weeks ago
INTERPOL- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 4 weeks ago
A
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
B
প্যারিস, ফ্রান্স
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
লিঁও, ফ্রান্স
সংক্ষেপে ইন্টারপোল (Interpol):
-
পূর্ণরূপ: International Criminal Police Organization
-
প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)
-
সদর দপ্তর: লিঁও, ফ্রান্স
-
ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি
-
সদস্য সংখ্যা: ১৯৬টি (আগস্ট ২০২৫ পর্যন্ত)
-
সর্বশেষ সদস্য: পালাউ
-
মূল কাজ: আন্তর্জাতিক অপরাধ তদন্তে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা করা (যেমন – মানবপাচার, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, মাদক চোরাচালান ইত্যাদি)।
👉 এই টপিক সাধারণত International Organizations / Current Affairs অধ্যায় থেকে আসতে পারে।

0
Updated: 4 weeks ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 13 hours ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।

0
Updated: 13 hours ago