কোন জলপ্রপাত ‘মোজি-ওয়া-তুনিয়া’ নামে পরিচিত?
A
নায়াগ্রা জলপ্রপাত
B
ভিক্টোরিয়া জলপ্রপাত
C
অ্যাঞ্জেল জলপ্রপাত
D
ক্যাইয়েট্যুর জলপ্রপাত
উত্তরের বিবরণ
জলপ্রপাত:
- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি।
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’।
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০০ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে।
- ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে।
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়।
- ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’।
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া।
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।

0
Updated: 13 hours ago
ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 day ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
কুয়েত
D
সৌদি আরব
বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ হলো যুক্তরাষ্ট্র, যা প্রতিদিন বিশাল পরিমাণ তেল উৎপাদন করে বিশ্বজুড়ে জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
শীর্ষ তেল উত্তোলনকারী দেশ: যুক্তরাষ্ট্র
-
প্রতিদিন তেল উত্তোলন: প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল
-
বিশ্বের মোট তেলের অংশ: প্রায় ২২%
-
জ্বালানি তেলের প্রধান ভোক্তা দেশ: যুক্তরাষ্ট্র, দৈনিক প্রয়োজন প্রায় দুই কোটি ব্যারেল, যা বিশ্বজুড়ে দৈনিক চাহিদার প্রায় ২০%
অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
২য় স্থান: সৌদি আরব, দৈনিক উত্তোলন প্রায় ১ কোটি ১১ লাখ ব্যারেল
-
৩য় স্থান: রাশিয়া, দৈনিক উত্তোলন প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল

0
Updated: 1 day ago
চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
Created: 2 weeks ago
A
মাও সেতুং
B
ডেং জিয়াওপিং
C
চিয়াং কাইশেক
D
সান ইয়েৎ সেন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মাও সেতুং
No subjects available.
চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution)
-
সময়কাল: ১৯৬৬ – ১৯৭৬
-
মূল নেতা: মাও সেতুং
-
কারণ:
-
সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা
-
অর্থনৈতিক পুনর্গঠন
-
সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার
-
কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করা
-
-
প্রভাব:
-
চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক একীকরণ
-
কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় করা
-
সমগ্র চীনকে একত্রিত করা
-
প্রেক্ষাপট
-
১৯৪৯ সালের সমাজতান্ত্রিক বিপ্লব:
-
মাও সেতুং নেতৃত্বে গণপ্রজাতন্ত্র চীন (People's Republic of China) প্রতিষ্ঠিত
-
১লা অক্টোবর, ১৯৪৯ সালে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের সূচনা
-
মাও সেতুংকে গণচীনের জনক বলা হয়
-
-
অন্য উল্লেখযোগ্য চীনা নেতা:
-
সান ইয়েৎ সেন – চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট
-
চিয়াং কাইশেক – চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক
-
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
'টেবিল টেনিস' কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?
Created: 13 hours ago
A
চীন
B
ইন্দোনেশিয়া
C
মালয়েশিয়া
D
ইংল্যান্ড
জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত।
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।
অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।

0
Updated: 13 hours ago