নিচের কোন সংস্থাটির সদর দপ্তর 'সুইজারল্যান্ডের জেনেভায়' অবস্থিত?
A
UNDP
B
UNFPA
C
UNEP
D
UNAIDS
উত্তরের বিবরণ
• UNAIDS:
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
• অপরদিকে:
- UNDP এর সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNEP এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- UNFPA এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

0
Updated: 13 hours ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মেয়াদ -
Created: 3 days ago
A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস, যার প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা (The House of Representatives) এবং উচ্চকক্ষ হলো সিনেট (The Senate)।
-
নিম্নকক্ষ (প্রতিনিধি সভা / হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
সদস্যদের মেয়াদ: ২ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে
-
-
উচ্চকক্ষ (সিনেট)
-
আসন সংখ্যা: ১০০টি
-
সদস্যদের মেয়াদ: ৬ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে
-
-
যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে বিবেচিত, আর উচ্চকক্ষ বা সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
কংগ্রেসের উভয় কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—এই দুই দলের প্রাধান্য বিদ্যমান
তথ্যসূত্র:

0
Updated: 3 days ago
নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অংশ?
Created: 4 weeks ago
A
ইথিওপিয়া
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
উপরের সবগুলো
হর্ন অফ আফ্রিকা (Horn of Africa)
-
অবস্থান: পূর্ব আফ্রিকা
-
ভূগোল: আফ্রিকার মানচিত্রে উত্তর-পূর্ব অংশে শিং-এর মতো বর্ধিত অঞ্চল
-
অংশ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া
-
উপদ্বীপ: হর্নের কিছু অংশকে সোমালি উপদ্বীপও বলা হয়
-
প্রধান ভূ-অঞ্চল:
-
ইথিওপিয়ান মালভূমি (উচ্চভূমি)
-
ওগাডেন মরুভূমি
-
ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল
-
-
জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি
-
উপকূল: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর
-
ইতিহাস: দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 4 weeks ago
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 4 weeks ago
A
ফ্রান্স
B
ভারত
C
জার্মানি
D
পাকিস্তান
জার্মানির পারমাণবিক অবস্থান:
-
জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়।
-
এটি NPT (Non-Proliferation Treaty) এর সদস্য এবং তার নিরাপত্তা নির্ভর করে NATO ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাউনি/নিরাপত্তার ওপর।
-
জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে, তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের হাতে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উদাহরণ:
-
চীন (১৯৬৪)
-
ভারত (১৯৭৪, "Smiling Buddha")
-
পাকিস্তান (১৯৯৮)
উৎস: Britannica, The Daily Star।

0
Updated: 4 weeks ago