'টেবিল টেনিস' কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?
A
চীন
B
ইন্দোনেশিয়া
C
মালয়েশিয়া
D
ইংল্যান্ড
উত্তরের বিবরণ
জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত।
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।
অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।

0
Updated: 13 hours ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
No subjects available.
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
জাতিসংঘ কোন সালকে 'আন্তর্জাতিক সমবায় বর্ষ' হিসেবে ঘোষণা করেন?
Created: 12 hours ago
A
২০২৫ সাল
B
২০২৬ সাল
C
২০২৭ সাল
D
২০২৮ সাল
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ -
• ২০২৫ সাল:
- আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর (International Year of Peace and Trust).
- আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers' Preservation).
- আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives).
• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ (International Year of the Woman Farmer).
• ২০২৭ সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

0
Updated: 12 hours ago
বাসেল কনভেনশনের মূল বিষয়বস্তু কোনটি?
Created: 3 days ago
A
নিরস্ত্রীকরণ
B
দারিদ্রতা দূরীকরণ
C
বৈশ্বিক উষ্ণতা হ্রাস
D
বিপদজনক বর্জ্য নিয়ন্ত্রণ
বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা বিপদজনক বর্জ্যের সীমান্ত অতিক্রমী চলাচল এবং তার সঠিক নিয়ন্ত্রণ ও নিষ্পত্তি নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়। এর পূর্ণ নাম হলো The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal।
-
গৃহীত হওয়ার তারিখ: ২২ মার্চ, ১৯৮৯
-
গৃহীত স্থান: সুইজারল্যান্ডের বাসেল শহর
-
কার্যক্রম শুরুর তারিখ: ৫ মে, ১৯৯২
-
বাংলাদেশ এই কনভেনশন অনুমোদন করে ১৯৯৩ সালে
তথ্যসূত্র:

0
Updated: 3 days ago