A
আব্দুল গাফ্ফার চৌধুরী
B
আলতাফ মাহমুদ
C
আব্দুল লতিফ
D
আব্দুল আলীম
উত্তরের বিবরণ
ভাষা আন্দোলনের অমর স্মারক: "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"
বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসে সবচেয়ে গভীর আবেগে গাঁথা এবং চিরস্মরণীয় এক শিল্পকর্ম হলো— "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি" গানটি।
এই গানটি শুধু একটি সঙ্গীত নয়, বরং এটি বাঙালি জাতির ভাষার অধিকার আদায়ের লড়াইয়ে শহিদদের রক্তস্নাত আত্মত্যাগের এক মর্মন্তুদ প্রতিচ্ছবি।
এই কালজয়ী গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী, যিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে গানটি রচনা করেন। এটি সর্বপ্রথম ১৯৫৩ সালে প্রকাশিত হয় ‘একুশে ফেব্রুয়ারি’ শীর্ষক একটি সংকলন গ্রন্থে, যা সম্পাদনা করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক হাসান হাফিজুর রহমান।
প্রথমদিকে গানটিতে সুর দেন আবদুল লতিফ। পরবর্তীকালে সেই সুরটি পরিবর্তন করে আলতাফ মাহমুদ নতুনভাবে সুরারোপ করেন, এবং বর্তমানে সেই সংস্করণটিই প্রচলিত ও সর্বজনবিদিত।
"রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" কথাটি শুধু কাব্যিক নয়, বরং ইতিহাসের নির্মম বাস্তবতাকে স্মরণ করিয়ে দেয়— ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া তরুণদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। এই রক্তদানের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার আন্দোলন।
এই গানটি কেবল একুশে ফেব্রুয়ারির চেতনাকে নয়, বরং বাঙালির জাতীয় সত্তা, আত্মদানের ইতিহাস ও ভাষাপ্রেমকেই অমর করে রেখেছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago