প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় 'বিকল্প সরকার' বলতে কী বােঝায়?
A
ক্যাবিনেট
B
বিরােধী দল
C
সুশীল সমাজ
D
লােকপ্রশাসন বিভাগ
উত্তরের বিবরণ
বিকল্প সরকার হলো গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকাকে বোঝানো একটি ধারণা। এটি সরকারি দলের সমালোচনা এবং সরকারের নৈতিকতা ও কার্যকারিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপায়। বিকল্প সরকার সরকারকে স্বচ্ছ, ন্যায়নিষ্ঠ এবং দুর্নীতিমুক্ত রাখার জন্য কার্যকর ভূমিকা পালন করে।
-
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে 'বিকল্প সরকার' বলতে সাধারণত বিরোধী দলকে বোঝানো হয়।
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করে সরকারি দলের নীতিমালার বিকল্প প্রস্তাবনা প্রদান করে।
-
বিকল্প সরকার সরকারের প্রতি চাপ সৃষ্টি করে যাতে সরকার স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ না হয়।
-
আধুনিক সময়ে গণতন্ত্রকে প্রায়ই দলীয় শাসন হিসাবেও বোঝা হয়।
0
Updated: 1 month ago
মায়ানমারের সাথে বাংলাদেশের ক'টি জেলার সীমান্ত রয়েছে?
Created: 1 month ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা
বাংলাদেশের দুইটি আন্তর্জাতিক সীমান্ত রয়েছে — একটির সাথে ভারত এবং অন্যটির সাথে মিয়ানমার। দেশে মোট ৩২টি জেলা আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত।
এর মধ্যে ভারতের সাথে ৩০টি জেলা সীমান্ত ভাগ করে এবং মিয়ানমারের সাথে ৩টি জেলা সীমান্তবর্তী।
মিয়ানমারের সীমান্তবর্তী জেলাগুলো হলো:
-
কক্সবাজার
-
রাঙ্গামাটি
-
বান্দরবান
উল্লেখযোগ্যভাবে, রাঙ্গামাটি জেলা হলো একমাত্র জেলা যা ভারতের পাশাপাশি মিয়ানমারের সাথেও সীমান্ত ভাগ করে।
উৎস: বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
Created: 1 month ago
A
১৯৯৫
B
১৯৯৬
C
১৯৯৭
D
১৯৯৮
বয়স্ক ভাতা কর্মসূচি দেশের বয়োজ্যেষ্ঠ, দুস্থ ও স্বল্প আয়ের মানুষদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে। এই কর্মসূচি প্রথমবার ১৯৯৭-৯৮ অর্থ বছরে চালু হয়।
প্রাথমিকভাবে এটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে প্রতিমাসে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলা অর্থাৎ মোট ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনে। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশনেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হয়।
২০১৩ সালে প্রণীত বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগী করা হয়, যেখানে মহিলাদের বয়স ৬৫ থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ করা হয়, উপকারভোগী নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধির সম্পৃক্তকরণ এবং একটি ডাটাবেইজ তৈরি করা হয়।
২০২৪-২৫ সালের বাজেট অনুযায়ী বিভিন্ন ভাতার হার নিম্নরূপ:
-
বয়স্ক ভাতা: ৬০০ টাকা মাসিক
-
বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা: ৫৫০ টাকা মাসিক
-
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা: ৮৫০ টাকা মাসিক
-
অতিদরিদ্রদের কর্মসংস্থান কার্যক্রমে ভাতা: ৪০০ টাকা মাসিক
-
মাতৃত্বকালীন ভাতা (৩৬ মাস পর্যন্ত): ৮০০ টাকা মাসিক
-
প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক স্তরের ভাতা: ১০৫০ টাকা মাসিক
-
বীর মুক্তিযোদ্ধা ভাতা: ২০,০০০ টাকা মাসিক
0
Updated: 1 month ago
'Untranquil Recollections: The Years of Fulfilment' শীর্ষক গ্রন্থটির লেখক কে?
Created: 1 month ago
A
আনিসুর রহমান
B
রেহমান সােবহান
C
নুরুল ইসলাম
D
রওনক জাহান
অধ্যাপক রেহমান সোবহান বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, যিনি একদিকে একাডেমিক অবদান রেখেছেন, অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও সক্রিয় ছিলেন।
তিনি বিশেষভাবে বাঙালি জাতীয়তাবাদ এবং স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিচে তাঁর জীবন ও কর্মের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরা হলো।
-
রেহমান সোবহান একজন বাংলাদেশি অর্থনীতিবিদ।
-
তিনি ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন।
-
তিনি সেন্টার ফর পলিসি ডায়লগ (CPD)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
-
১৯৯১ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তাঁর লেখা Untranquil Recollections: The Years of Fulfilment গ্রন্থটি ২০১৫ সালে প্রকাশিত হয়।
-
১৯৬১ থেকে ১৯৭১ পর্যন্ত লেখা তাঁর নিবন্ধ, কলাম ও সম্পাদকীয় সমন্বয়ে প্রকাশিত হয়েছে From Two Economies to Two Nations: My Journey to Bangladesh নামক গ্রন্থ।
0
Updated: 1 month ago