‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
A
হিন্দুধর্ম
B
বৌদ্ধধর্ম
C
খ্রিষ্টধর্ম
D
ইহুদীধর্ম
উত্তরের বিবরণ
'নির্বাণ' ধারণাটি মূলত বৌদ্ধধর্মের সাথে সংযুক্ত। বৌদ্ধদের দৃষ্টিকোণ অনুযায়ী মানুষের পরম মুক্তি বা সর্বোচ্চ অর্জনকে নির্বাণ বলা হয়।
এটি সেই অবস্থা যেখানে ব্যক্তি ভববন্ধন ও অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করে, যা বৌদ্ধ ধর্মে পরম প্রাপ্তি হিসেবে গণ্য। বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে নির্বাণ লাভ করেন।
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী নির্বাণ শব্দের অর্থ:
-
মোক্ষ
-
মুক্তি
-
ভববন্ধন থেকে পরিত্রাণ লাভ
-
জীবন্মুক্তি
-
অজ্ঞানতা থেকে মুক্তিলাভ
0
Updated: 1 month ago
Inclusive Development Index ( IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
Created: 1 month ago
A
প্রথম স্থান
B
দ্বিতীয় স্থান
C
তৃতীয় স্থান
D
চতুর্থ স্থান
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স (IDI) রিপোর্টে বাংলাদেশের অবস্থান:
বিশ্ব অর্থনৈতিক ফোরাম প্রতি বছর Inclusive Development Index (IDI) প্রকাশ করে, যা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক অন্তর্ভুক্তির মান পরিমাপ করে। ২০১৮ সালের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী:
-
উদীয়মান অর্থনীতির মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩৪তম স্থানে রয়েছে।
-
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে, যেখানে প্রথম স্থানে রয়েছে নেপাল।
এই সূচক মূলত দেখায়, কোন দেশগুলো কেবল অর্থনৈতিকভাবে বড় নয়, বরং তাদের জনগণের মধ্যে সমানভাবে উন্নয়ন ছড়াচ্ছে কি না।
উৎস: The Daily Star, 24 জানুয়ারি 2018; World Economic Forum
0
Updated: 1 month ago
বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
Created: 2 months ago
A
১৭টি
B
২০টি
C
৬৪টি
D
১৯টি
বাংলাদেশের বৃহত্তর জেলা
-
১৯৪৭ সালে ভারত ভাগের সময় পূর্ব বাংলার মোট ১৭টি জেলা ছিল।
-
দেশভাগের আগে পূর্ব বাংলায় ১৫টি জেলা ছিল।
-
১৯৪৭ সালে নদীয়া জেলার কিছু অংশসহ বৃহত্তর কুষ্টিয়াকে পাকিস্তানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ফলে জেলার সংখ্যা হয়ে যায় ১৬টি।
-
পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা সংখ্যা দাঁড়ায় ১৭টি।
-
পাকিস্তান শাসনাধীন সময় ১৯৬৯ সালে ঢাকা জেলা থেকে টাঙ্গাইল এবং বরিশাল জেলা থেকে পটুয়াখালী জেলা সৃষ্টি হয়। তখন স্বাধীনতার পূর্বে বৃহত্তর জেলার সংখ্যা হয় ১৯টি।
-
বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়ও বৃহত্তর জেলা ছিল ১৯টি।
-
পরে ১৯৮৪ সালে প্রশাসনিক সংস্কারের মাধ্যমে দেশের ৬৪টি জেলা গঠন করা হয়, যাতে সরকারি সেবা জনগণের কাছে সহজলভ্য হয়।
এই প্রশ্নের ক্ষেত্রে যেহেতু “বাংলাদেশ” উল্লেখ আছে, তাই স্বাধীনতার সময়ের জেলা সংখ্যা ১৯টি ধরা হয়।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি), জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
Created: 1 month ago
A
গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
B
বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম
C
শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা
D
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
বাংলাদেশে ঋতুর আবির্ভাব মৌসুমি বায়ুর প্রভাবে ঘটে এবং এগুলি একটি নির্দিষ্ট ক্রমে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। দেশের ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু নাতিশীতোষ্ণ, এবং প্রধানত উপক্রান্তীয় মৌসুমি প্রকৃতির, অর্থাৎ উষ্ণ ও আর্দ্র।
যদিও প্রকৃত জলবায়ু বৈচিত্র্য থাকতে পারে, প্রচলিত বাংলা বর্ষপঞ্জিতে বছরকে ছয়টি ঋতুতে বিভক্ত করা হয়েছে।
-
ছয় ঋতুর ক্রম: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
-
প্রতি দুই মাস অন্তর ঋতু পরিবর্তিত হয়
-
কখনও কখনও নির্ধারিত সময়ের মধ্যে ঋতুর শুরু, শেষ বা ব্যাপ্তি পরিবর্তিত হতে পারে
0
Updated: 1 month ago