বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
A
২৯ (২)
B
২৮ (২)
C
৩৯ (১)
D
৩৯ (২)
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায় মূলত মৌলিক অধিকার সম্পর্কিত, যা নাগরিকদের সমানাধিকার, স্বাধীনতা ও সামাজিক ন্যায়ের নিশ্চয়তা প্রদান করে।
এই অধ্যায়ের বিভিন্ন অনুচ্ছেদ নাগরিকদের বৈষম্যরোধ, নারী-পুরুষ সমতা, চাকরি ও শিক্ষার ক্ষেত্রে সমতা, এবং চিন্তা ও বাক্স্বাধীনতা সংক্রান্ত বিধানগুলো সংজ্ঞায়িত করে।
-
অনুচ্ছেদ ২৮ (২) নারী-পুরুষের সমতা নিশ্চিত করে। এর মূল বিষয়বস্তু:
-
ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করতে পারবে না।
-
রাষ্ট্র ও সমাজের সব স্তরে নারী-পুরুষ সমান অধিকার পাবেন।
-
কোনো নাগরিককে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ, শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে কোনো অক্ষমতা, বাধা বা শর্তের আওতায় আনা যাবে না।
-
নারী, শিশু বা সমাজের অনগ্রসর অংশের উন্নয়নের জন্য বিশেষ বিধান প্রণয়ন করলে এই অনুচ্ছেদ রাষ্ট্রকে তা করার থেকে বিরত রাখবে না।
-
-
অনুচ্ছেদ ২৯ (২) চাকরি ও নিয়োগ সংক্রান্ত সমতা নিশ্চিত করে। এর প্রধান বিষয়:
-
ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিককে সরকারি চাকরি বা পদ-লাভে অযোগ্য ঘোষণা করা যাবে না এবং বৈষম্য করা যাবে না।
-
-
অনুচ্ছেদ ৩৯ (১) নাগরিকদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করে।
-
অনুচ্ছেদ ৩৯ (২) বাক্স্বাধীনতা ও সংবাদক্ষেত্রে স্বাধীনতা সাপেক্ষে সীমাবদ্ধতা নির্ধারণ করে। মূল বিষয়গুলো:
-
রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনার বিষয়গুলোর জন্য আইনের দ্বারা যুক্তিসঙ্গত বাধা আরোপ করা যেতে পারে।
-
এই সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতার অধিকার এবং সংবাদক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?
Created: 2 months ago
A
১৩৭
B
১৩৮
C
১৪৭
D
১৫০
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
-
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হল একটি বিশেষ প্রতিষ্ঠান, যা সরকারি চাকরিতে নিয়োগ দেয়।
-
এটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, বদলি, শৃঙ্খলা এবং আপিলের মত বিষয়েও সিদ্ধান্ত নেয়।
-
সংবিধানের একটি অধ্যায়ে এই কমিশনের গঠন ও কাজের নিয়ম বর্ণনা করা হয়েছে, যেখানে মোট ৫টি অনুচ্ছেদ আছে।
-
রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন।
-
প্রধান বিচারপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ করান।
সংবিধানের ৫টি অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন সংক্রান্ত বিষয়গুলো আছে:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
-
অনুচ্ছেদ ১৩৮: সদস্য নিয়োগের নিয়ম।
-
অনুচ্ছেদ ১৩৯: সদস্যদের মেয়াদ।
-
অনুচ্ছেদ ১৪০: কমিশনের দায়িত্ব।
-
অনুচ্ছেদ ১৪১: কমিশনের বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার নিয়ম।
উৎস: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 2 months ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।
0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে?
Created: 1 week ago
A
১০ নং অনুচ্ছেদ
B
২১(১) অনুচ্ছেদ
C
২৭ অনুচ্ছেদ
D
২৮(২) অনুচ্ছেদ
0
Updated: 1 week ago