‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?
A
শ্রম বাজার
B
চাকুরি বাজার
C
স্টক মার্কেট
D
কৃষি বাজার
উত্তরের বিবরণ
পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সাধারণত সেকেন্ডারি মার্কেট হিসাবে বিবেচনা করা হয়, যেখানে কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করা হয়। বাংলাদেশে এই বাজার পরিচালনার জন্য দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে।
-
ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE), প্রতিষ্ঠিত ১৯৫৪ সালে, কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে নারায়ণগঞ্জে। পরবর্তীতে ১৯৫৮ সালে ঢাকার মতিঝিলে স্থানান্তরিত হয়।
-
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE), প্রতিষ্ঠিত ১৯৯৫ সালে।
-
বাংলাদেশের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রণ ও তদারকি করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (BSEC), যা ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
-
এই কমিশনের মূল উদ্দেশ্য হলো গ্রাহকের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করা এবং পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা।
0
Updated: 1 month ago
'অলিভ টারটল' বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
Created: 2 months ago
A
সেন্টমার্টিন
B
রাঙ্গাবালি
C
চর আলেকজান্ডার
D
ছেড়াদ্বীপ
অলিভ টারটল (Olive Turtle) – বাংলাদেশে অবস্থান ও সংরক্ষণ
-
রঙ ও বৈশিষ্ট্য: অলিভ টারটল হলো জলপাই রঙের কচ্ছপ।
-
আবাসস্থল: এটি প্রধানত প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ পানিতে দেখা যায়।
-
বাংলাদেশে অবস্থান: দেশের প্রধান আবাসস্থল হলো সেন্ট মার্টিন দ্বীপ, সুন্দরবন এবং বঙ্গোপসাগরের অন্যান্য ছোট দ্বীপপুঞ্জ। বিশেষভাবে, সেন্ট মার্টিন দ্বীপে এটি প্রজনন করে।
-
সংরক্ষণ: ২০১২ সালের বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অলিভ টারটল সংরক্ষিত প্রজাতি। দেশের উপকূলীয় অঞ্চলে এদের সংখ্যা কমে যাওয়ায় বিপন্নপ্রায় অবস্থায় রয়েছে।
উৎস: Britannica, ইত্তেফাক, ৫ জানুয়ারি ২০১৯.
0
Updated: 2 months ago
কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?
Created: 1 month ago
A
নিউজ উইকস
B
দি ইকোনমিস্ট
C
টাইম
D
গার্ডিয়ান
রাজনীতির কবি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু বাঙালির বঙ্গবন্ধু হিসেবেই নয়, বরং একজন বিশ্ববরেণ্য নেতা হিসেবে ‘বিশ্ববন্ধু’ উপাধিতেও অভিহিত করা হয়। তিনি ছিলেন বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের প্রধান স্বপ্নদ্রষ্টা।
১৯৭১ সালের ৫ এপ্রিল, মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক-এর সাংবাদিক লোরেন জেনকিন্স তাঁর প্রতিবেদনে বঙ্গবন্ধুকে প্রথমবারের মতো “Poet of Politics” (রাজনীতির কবি) বলে আখ্যায়িত করেন। জনগণকে ঐক্যবদ্ধ করার অসাধারণ ক্ষমতা এবং অনন্য স্টাইলের কারণেই তিনি এই বিশেষ স্বীকৃতি পান।
বিশেষত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু একটি রাজনৈতিক ভাষণই নয়, বরং এক অনবদ্য কবিতার মতো—যেখানে জাতির মুক্তির আহ্বান স্পষ্টভাবে ধ্বনিত হয়। তাই তাঁকে রাজনৈতিক মহাকবি বলার যথেষ্ট যুক্তি রয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
নিউজউইক একটি মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন, যা প্রতিষ্ঠিত হয় ১৯৩৩ সালে।
উৎস: রাষ্ট্রপতির কার্যালয়
0
Updated: 1 month ago
OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
Created: 1 month ago
A
২য় শীর্ষ সম্মেলনে
B
৫ম শীর্ষ সম্মেলনে
C
৪র্থ শীর্ষ সম্মেলনে
D
৭ম শীর্ষ সম্মেলনে
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) ও বাংলাদেশ
-
বাংলাদেশ ১৯৭৪ সালের ২২–২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC–এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করে।
-
এই সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত ছিলেন।
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)
-
OIC (Organisation of Islamic Cooperation) মুসলিম রাষ্ট্রগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন।
-
এটি গঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে।
-
মূল কারণ ছিল—ইসরাইল কর্তৃক জেরুজালেমের আল–আকসা মসজিদে অগ্নিসংযোগ।
সংগঠনের গুরুত্বপূর্ণ তথ্য
-
বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ৫৭টি।
-
দক্ষিণ আমেরিকার গায়ানা ও সুরিনাম এই সংগঠনের সদস্য।
-
ইউরোপ মহাদেশ থেকে আলবেনিয়া একমাত্র সদস্য দেশ।
-
সদর দপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়।
-
বর্তমান মহাসচিব হলেন হিসেইন ইব্রাহিম তাহা (১২তম মহাসচিব)।
-
মহাসচিবের মেয়াদ ৫ বছর।
-
শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতি ৩ বছর পর পর।
-
প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে।
-
OIC–এর অফিসিয়াল ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফরাসি।
উৎস: ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এর অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 1 month ago