২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ -
A
১৭.৮%
B
১৯.৩%
C
২৩.৫%
D
২৭.২%
উত্তরের বিবরণ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।
0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২ অনুসারে, জনসংখ্যা বৃদ্ধির হার -
Created: 1 month ago
A
১.০২%
B
১.১২%
C
১.২৪%
D
১.৩৩%
জনশুমারি ও গৃহগণনা (২০২২)
-
আইনি প্রেক্ষাপট:
-
২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী, পূর্বের ‘আদমশুমারি’কে ‘জনশুমারি’ হিসেবে অভিহিত করা হয়।
-
তাই ২০২২ সালের জুনে ‘৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হয়।
-
-
ঐতিহাসিক তথ্য:
-
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি: ১৯৭৪
-
দ্বিতীয়: ১৯৮১
-
পঞ্চম: ২০১১
-
-
২০২২ সালের ফলাফল:
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন/কিমি²
-
পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০
-
সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
নারী: ৭২.৯৪%
-
-
-
জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী সর্বোচ্চ:
-
বিভাগ: ঢাকা বিভাগ – ২,১৫৬ জন/কিমি²
-
জেলা: ঢাকা জেলা – ১০,০৬৭ জন/কিমি²
-
-
জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী সর্বনিম্ন:
-
বিভাগ: বরিশাল বিভাগ – ৬৮৮ জন/কিমি²
-
জেলা: রাঙ্গামাটি জেলা – ১০৬ জন/কিমি²
-
0
Updated: 1 month ago
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী, মহিলা বা ৬৫ তদূর্ধ্ব ব্যক্তির জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা কত?
Created: 1 month ago
A
৩,৫০,০০০ টাকা
B
৫,০০,০০০ টাকা
C
৪,০০,০০০ টাকা
D
৪,৭৫,০০০ টাকা
বাংলাদেশে করমুক্ত আয় সীমা বিভিন্ন শ্রেণির ব্যক্তির জন্য নির্ধারিত, যা তাদের আয়কর দায়বদ্ধতা কমাতে সহায়তা করে।
-
সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার করমুক্ত আয় সীমা: ৫০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫,০০০ টাকা
উল্লেখ্য, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে নারী এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা বৃদ্ধি পেয়ে হবে ৪,২৫,০০০ টাকা।
0
Updated: 1 month ago
সম্প্রতি বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
সামিউল ইসলাম রাফি
B
জুনায়েদ আহমেদ
C
নাজমুল হক হিমেল
D
মো. মনিরুজ্জামান বাদল
ইংলিশ চ্যানেল
-
অবস্থান ও ভূগোল:
-
ইংলিশ চ্যানেল হলো আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
-
এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনকে পৃথক করে।
-
চ্যানেলটি উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে।
-
দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার, প্রস্থ ৩৪ থেকে ২৪০ কিলোমিটার অবস্থানভেদে।
-
-
বাংলাদেশি সাঁতারুদের অর্জন:
-
সম্প্রতি দুই বাংলাদেশি সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।
-
এটি ঘটেছে দীর্ঘ ৩৭ বছর পর।
-
তারা ২৯ জুলাই ২০২৫-এ ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরে চ্যানেলটি অতিক্রম করেন।
-
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি: ব্রজেন দাস (৬ বার, ১৯৫৮-১৯৬১)
-
১৯৬৫ সালে: আব্দুল মালেক
-
স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম: মোশাররফ হোসেন, ১৯৮৮
-
0
Updated: 1 month ago