বাংলাদেশে প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
A
রেহানা পারভীন
B
ফারহানা হোসেন
C
আফরোজা রহমান
D
নাজমা আক্তার
উত্তরের বিবরণ
নারী শিক্ষা সচিব:
- বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন।
- তিনি ১৮ আগস্ট ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- এর আগে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- এছাড়া, তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা।
- শিক্ষা মন্ত্রণালয় ২০১৬ সালে দুটি বিভাগে বিভক্ত হওয়ার পর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সাতজন সচিব দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের কেউই নারী ছিলেন না।
- রেহানা পারভীনের নিয়োগের মাধ্যমে নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপিত হলো।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা-
Created: 1 month ago
A
প্রেসিডেন্ট
B
জাতীয় সংসদ
C
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
D
হাই কোর্ট
বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা এবং সংবিধান
♦ সংবিধানের রক্ষক
→ বাংলাদেশের সংবিধানের রক্ষক হল সুপ্রীম কোর্ট।
→ সুপ্রীম কোর্ট সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক।
→ সুপ্রীম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী অপরিসীম।
→ সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রীম কোর্ট দেশের সকল আদালতের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
→ সংবিধান বহির্ভূত যেকোনো কার্যকলাপকে সুপ্রীম কোর্ট অবৈধ ঘোষণা করতে পারে।
→ সুপ্রীম কোর্ট জনগণের মৌলিক অধিকারের সংরক্ষক এবং সংবিধানের রক্ষক।
♦ উল্লেখযোগ্য তথ্য
→ বাংলাদেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রণীত হয়।
→ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
→ সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
→ সংবিধানের খসড়া প্রণয়ের জন্য ১৯৭২ সালের ১১ এপ্রিল একটি কমিটি গঠন করা হয়।
→ কমিটিতে মোট ৩৪ জন সদস্য ছিলেন।
→ কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
→ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
0
Updated: 1 month ago
'নবযুগ তেভাগা খামার'-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
ফজলে হাসান আবেদ
B
ড. মুহাম্মদ ইউনূস
C
আখতার হামিদ খান
D
শায়েখ সিরাজ
নবযুগ তেভাগা খামার
-
প্রতিষ্ঠাতা: ড. মুহাম্মদ ইউনূস
-
প্রতিষ্ঠার সাল: ১৯৭৪
-
অবস্থান: চট্টগ্রামের জোবরা গ্রাম
-
ধরন: মাঠ গবেষণা (Field Research)
মূল উদ্দেশ্য:
-
সমাজের দরিদ্র মানুষের জন্য ঋণ সরবরাহের সম্ভাবনা যাচাই।
-
তেভাগা পদ্ধতির মাধ্যমে কৃষকদের খামার প্রতিষ্ঠার কার্যক্রম শুরু।
প্রকল্পের কার্যক্রম:
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘রুরাল ইকনোমিকস প্রোগ্রামের’ অধীনে প্রাথমিকভাবে দরিদ্র কৃষকদের মধ্যে ব্যাংক ঋণের সম্ভাবনা যাচাই করা।
-
গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে সমিতি গঠন, যেখানে সবাই সঞ্চয় করতো।
-
এই কৃষকদের খামার থেকে পরবর্তীতে গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয় (১৯৭৬)।
গ্রামীণ ব্যাংকের প্রভাব:
-
১৯৮৩ সালের ২রা অক্টোবর ক্ষুদ্রঋণের ধারনায় পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা।
-
ভূমিহীন ও দরিদ্র নারীদের পাঁচজনের ক্ষুদ্র দল গঠন করে ঋণ প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি।
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ -
Created: 1 month ago
A
১৭.৮%
B
১৯.৩%
C
২৩.৫%
D
২৭.২%
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।
0
Updated: 1 month ago