জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম?
A
রংপুর
B
সিলেট
C
খুলনা
D
রাজশাহী
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ইন্টারনেট ব্যবহার
-
ইন্টারনেট ব্যবহারকারী (৫ বছর ও তদূর্ধ্ব):
-
মোট ব্যবহারকারী: ৩০.৬৯%
-
পুরুষ ব্যবহারকারী: ৩৮.০৪%
-
নারী ব্যবহারকারী: ২৩.৫২%
-
-
বিভাগভিত্তিক ব্যবহার:
-
ঢাকা বিভাগে সর্বাধিক: ৪০.৪২%
-
রংপুর বিভাগে সর্বনিম্ন: ২৩.৫২%
-
-
শহর ও গ্রাম:
-
শহরে: ৪১.৩০%
-
গ্রামে: ২৫.৭৩%
-
তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট
0
Updated: 1 month ago
লুসাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
Created: 1 month ago
A
মুসলিম
B
হিন্দু
C
বৌদ্ধ
D
খ্রিস্টান
লুসাই নৃগোষ্ঠী:
-
লুসাই মূলত বার্মা থেকে আগত এবং নিজেদের মঙ্গোলীয় বংশধর হিসেবে পরিচয় দেয়।
-
বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় এবং ভারতের মিজোরাম রাজ্যে এদের বসবাস রয়েছে।
-
শতভাগ লুসাই খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
বছরে তারা প্রধান তিনটি উৎসব পালন করে:
১. চাপচারকূত – বসন্ত উৎসব
২. মীমতূত – মৃত আত্মাদের স্মরণে উৎসব
৩. পলকূত – শস্য কাটা উৎসব
সূত্র: বাংলাপিডিয়া।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 1 month ago
A
মেজর জিয়াউর রহমান
B
মেজর চিত্তরঞ্জন দত্ত
C
মেজর এ.এন.এম নূরুজ্জামান
D
মেজর জয়নাল আবেদীন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেক্টর এবং সেক্টর কমান্ডারদের দায়িত্ব ও নেতৃত্ব নিম্নরূপ ছিল। প্রতিটি সেক্টর স্বাধীনভাবে পরিচালিত হলেও তাদের কাজের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া।
-
১ নং সেক্টর: সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান, পরে দায়িত্ব গ্রহণ করেন মেজর রফিকুল ইসলাম।
-
২ নং সেক্টর: প্রথমে কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে দায়িত্ব নেন মেজর এ.টি.এম হায়দার।
-
৩ নং সেক্টর: প্রথমে কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ, পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান দায়িত্ব গ্রহণ করেন।
-
৪ নং সেক্টর: কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত, পরে দায়িত্ব নেন ক্যাপ্টেন এ. রব।
-
৫ নং সেক্টর: কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
-
৬ নং সেক্টর: কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম. খাদেমুল বাশার।
-
৭ নং সেক্টর: প্রথমে কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক, পরে দায়িত্ব নেন সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
-
৮ নং সেক্টর: কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, পরে দায়িত্ব নেন মেজর এম.এ মঞ্জুর।
-
৯ নং সেক্টর: কমান্ডার ছিলেন প্রথমে মেজর এম.এ জলিল, পরে দায়িত্ব নেন মেজর এম.এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদীন।
-
১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত ছিল; এই সেক্টরের নিয়মিত কোনো কমান্ডার ছিলেন না।
0
Updated: 1 month ago
বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়?
Created: 3 weeks ago
A
১০ জুন থেকে ১৬ জুন, ২০২২
B
১৫ জুন থেকে ২১ জুন, ২০২২
C
১৫ জুলাই থেকে ২১ জুলাই, ২০২২
D
২০ জুলাই থেকে ২৬ জুলাই, ২০২২
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হলো। এটি বাংলাদেশে জনসংখ্যা ও গৃহের পরিসংখ্যান সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা দেশের সামাজিক এবং অর্থনৈতিক পরিকল্পনার জন্য ভিত্তি সরবরাহ করে।
-
জনশুমারি পরিচালনা করে: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (Bangladesh Bureau of Statistics - BBS)।
-
আয়োজনের সময়কাল: জনশুমারি প্রতি ১০ বছর অন্তর অনুষ্ঠিত হয়।
-
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ তারিখ: মূলভাবে অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২, তবে বন্যার কারণে কিছু এলাকায় কার্যক্রম ২৭ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়।
-
প্রাথমিক প্রতিবেদন প্রকাশের তারিখ: ২৭ জুলাই ২০২২।
0
Updated: 3 weeks ago