বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?
A
১৯৭৩
B
১৯৭৪
C
১৯৭৫
D
১৯৭৬
উত্তরের বিবরণ
OIC বা ইসলামিক সহযোগিতা সংস্থা হলো মুসলিম দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জোট, যা আন্তর্জাতিক স্তরে ইসলামী দেশের মধ্যে সহযোগিতা ও ঐক্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে।
সংস্থাটি ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং মূলত ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরানোর প্রেক্ষাপটেই এটি প্রতিষ্ঠিত হয়।
মূল তথ্যগুলো:
-
পূর্ণ নাম: The Organisation of Islamic Cooperation (OIC)
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৭টি দেশ
-
দক্ষিণ আমেরিকার OIC সদস্য দেশ: গায়ানা ও সুরিনাম
-
ইউরোপের OIC সদস্য দেশ: আলবেনিয়া
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭৪ সালে লাভ
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২তম)
-
মহাসচিবের মেয়াদ: ৫ বছর
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ

0
Updated: 13 hours ago
OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
Created: 1 week ago
A
২য় শীর্ষ সম্মেলনে
B
৫ম শীর্ষ সম্মেলনে
C
৪র্থ শীর্ষ সম্মেলনে
D
৭ম শীর্ষ সম্মেলনে
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) ও বাংলাদেশ
-
বাংলাদেশ ১৯৭৪ সালের ২২–২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC–এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করে।
-
এই সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত ছিলেন।
ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC)
-
OIC (Organisation of Islamic Cooperation) মুসলিম রাষ্ট্রগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন।
-
এটি গঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে।
-
মূল কারণ ছিল—ইসরাইল কর্তৃক জেরুজালেমের আল–আকসা মসজিদে অগ্নিসংযোগ।
সংগঠনের গুরুত্বপূর্ণ তথ্য
-
বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ৫৭টি।
-
দক্ষিণ আমেরিকার গায়ানা ও সুরিনাম এই সংগঠনের সদস্য।
-
ইউরোপ মহাদেশ থেকে আলবেনিয়া একমাত্র সদস্য দেশ।
-
সদর দপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়।
-
বর্তমান মহাসচিব হলেন হিসেইন ইব্রাহিম তাহা (১২তম মহাসচিব)।
-
মহাসচিবের মেয়াদ ৫ বছর।
-
শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতি ৩ বছর পর পর।
-
প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে।
-
OIC–এর অফিসিয়াল ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফরাসি।
উৎস: ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 week ago
বাংলাদেশ OIC এর কততম শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে?
Created: 1 month ago
A
প্রথম
B
দ্বিতীয়
C
তৃতীয়
D
চতুর্থ
OIC (ইসলামিক সহযোগিতা সংস্থা)
-
পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation
-
গঠন প্রেক্ষাপট: ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরানো
-
রাজনৈতিক জোট: মুসলিম দেশগুলোর জন্য, রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত
-
প্রতিষ্ঠার স্থান: মরক্কো
-
প্রতিষ্ঠিত: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: হুসাইন ইব্রাহিম তাহা (১২তম, আগস্ট ২০২৫), মেয়াদ ৫ বছর
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ
-
বর্তমান সদস্য: ৫৭টি দেশ
-
দক্ষিণ আমেরিকা সদস্য দেশ: গায়ানা, সুরিনাম
-
ইউরোপ সদস্য দেশ: আলবেনিয়া
-
বাংলাদেশ প্রথম OIC শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে

0
Updated: 1 month ago
লাহােরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যােগদান করেন?
Created: 5 days ago
A
২০-২১ ফেব্রুয়ারি, ১৯৭৪
B
২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৪
C
২৫-২৬ ফেব্রুয়ারি, ১৯৭৪
D
২৭-২৮ ফেব্রুয়ারি ১৯৭৪
OIC (ইসলামিক সহযোগিতা সংস্থা)
-
পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation (OIC)
-
প্রতিষ্ঠা: ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৭টি দেশ।
বাংলাদেশের OIC সদস্যপদ ও লাহোর সম্মেলন:
-
১৯৭৪ সালের ২২–২৪ ফেব্রুয়ারি, পাকিস্তানের লাহোরে OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
-
এই সম্মেলনে বাংলাদেশ OIC-এর ৩২তম সদস্য হিসেবে যোগ দেয়।
বঙ্গবন্ধু ও OIC সম্মেলন:
-
১৯৭৪ সালের ২১ ফেব্রুয়ারি, OIC মহাসচিবের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্য একটি বার্তা আসে। আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারি বুমেদিন বিশেষ বিমান পাঠান বঙ্গবন্ধুকে লাহোরে নিয়ে যাওয়ার জন্য।
-
বিমানে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুতেফলিকার নেতৃত্বে আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন। কুয়েতের আমিরের বিশেষ দূতও সঙ্গে ছিলেন।
-
২২ ফেব্রুয়ারি, OIC পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিদল ঢাকায় আসে। বঙ্গবন্ধু জানান, রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া লাহোর সম্মেলনে যোগ দেওয়া সম্ভব নয়।
-
আলোচনার পর সিদ্ধান্ত হয়, বাংলাদেশ ও পাকিস্তান একযোগে পারস্পরিক স্বীকৃতি দেবে এবং তা লাহোর ও ঢাকা থেকে একসঙ্গে ঘোষণা করা হবে।
-
২২ ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
-
২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল লাহোরে সম্মেলনে যোগ দেয়।
-
২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু OIC সম্মেলনে ভাষণ প্রদান করেন।
সূত্র: বাংলাদেশ আওয়ামী লীগ, OIC ওয়েবসাইট

0
Updated: 5 days ago